‘বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে’, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’, ‘গাড়ি চলে না’, ‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু’, ‘বসন্ত বাতাসে সইগো’, ‘সখী কুঞ্জ সাজাও গো’ এমন অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা বাউল সম্রাট শাহ আবদুল করিম। আজ এই কিংবদন্তি শিল্পীর দশম প্রয়াণ দিবস। ২০০৯ সালের আজকের দিনে বাউল সম্রাট পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার ধলআশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন শাহ আবদুল করিম