পুরান ঢাকার শাখারী বাজার, রাজার দেউরী এলাকায় অনেক ‍হিন্দু পরিবার বাস করেন। হিন্দু ধর্মাবলম্বীদের নিত্যদিনের পূজা অর্চনায় ফুলের জোগান দিতে এসব এলাকার রাস্তার ধারে প্রতিদিন সকালে বসে পূজার ফুলের অস্থায়ী দোকান।