নিজের অদম্য চেষ্টা, মেধা আর একাগ্রতায় রুপালি পর্দার জগতে স্বতন্ত্র অবস্থান করে নিয়েছেন। তিনি মাজনুন মিজান। ১৯৯৬ সালে মার্চেন্ট অব ভেনিস নাটকে অভিনয় করার মধ্য দিয়ে ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হন। মঞ্চের আলো-আঁধারির পথ পেরিয়ে পা রাখেন টিভি পর্দায়। সেই পথ আজ তাকে নিয়ে এসেছে চলচ্চিত্র জগতের রুপালি পর্দায়। তার অভিনিত সিনেমা ভূবন মাঝি, নয় নম্বর বিপদ সংকেত, আমার আছে জল, মাধো, বসগিরিসহ প্রশংসিত হয়েছেন এখন ব্যস্ততা 'ভুবন মাঝি' খ্যাত পরিচালক ফখরুল আরেফিন খানের দ্বিতীয় সিনেমা 'গন্ডি' তে ।