লোক সংস্কৃতির রাজধানী খ্যাত হাওর অধ্যুষিত সিলেট জেলার মানুষের অন্যতম বিনোদন মাধ্যম আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হলো সিলেট সদর উপজেলার বাদাঘাট চেঙ্গেরখাল নদীতে।

প্রতিযোগিতা চলাকালে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে মানুষের মুখে মুখরিত ছিল ‘কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করেরে ময়ূর পঙ্কি নায়’।