চমৎকার নীল আকাশ আর সবুজ প্রকৃতিতে স্পষ্ট হচ্ছে শরতের অনিন্দ্য রূপ, দিগন্তময় চলছে আলোর খেলা। রবীন্দ্রনাথের ভাষায় বলা যায়, ‘শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি শরৎ যে এত সুন্দর, প্রতিটি বাঙালি তা অনুভব করে আকাশে, বাতাসে, গাছে গাছে। প্রকৃতির পরতে পরতে, বৃক্ষের পাতায় পাতায় ঝরছে লাবণ্য।