গোপালগঞ্জে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।সিট দিতে না পারায় ডেঙ্গু রোগীদের হাসপাতালের ফ্লোর ও সাধারই ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাধারণ রোগীদের ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের সিট দেওয়ায় সাধারণ রোগীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে ধারণক্ষমতার অতিরিক্ত ১৫০ জন রোগী ভর্তি রয়েছেন।