সারাদেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে থেকেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজধানী ঢাকাসহ সারা দেশে পালিত হচ্ছে বাঙালি জাতির ইতিহাসের ভয়াল এই দিন। এদিন সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এক মিনিট পর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সারাদেশেই সর্বস্তরের মানুষ শ্রদ্ধা-ভালোবাসায় শোক র‍্যালি, আলোচনা অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করেছে।