মৃত্যুচিন্তাকে শৈল্পিক সৌন্দর্যে প্রকাশ করেছিলেন রবীন্দ্রনাথ। বলেছিলেন, 'দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা-পরা ওই ছায়া ভুলালো রে ভুলালো মোর প্রাণ। ও পারেতে সোনার কূলে আঁধারমূলে কোন্ মায়া গেয়ে গেল কাজ-ভাঙানো গান।