নির্বাচনী আচরণবিধি মানছে না আ’লীগ, বিএনপি



মনি আচার্য্য, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
মনোনয়ন ফরম সংগ্রহ করতে হাজারো নেতাকর্মী নিয়ে প্রার্থীদের শোডাউন/ ছবি: বার্তা২৪.কম

মনোনয়ন ফরম সংগ্রহ করতে হাজারো নেতাকর্মী নিয়ে প্রার্থীদের শোডাউন/ ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সকল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ সংসদ নির্বাচন। নির্বাচনকে সুষ্ঠু করতে নির্বাচন কমিশনেও (ইসি) শুরু হয়ে গেছে নানা কর্মযজ্ঞ। রাজনৈতিক দলগুলোও মনোনয়ন ফরম বিক্রি ও জমা নিচ্ছে। ইতোমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া শেষ হয়েছে।

তবে মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির বিরুদ্ধে।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনের বিধি অনুযায়ী মনোনয়নপত্র জমা দিতে পাঁচজনের বেশি লোক নিয়ে আসা যাবে না। এছাড়া প্রতীক বরাদ্দের আগে ও মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়ার সময় কোনো ধরনের শোডাউন করা যাবে না।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Nov/13/1542105726585.jpg

কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা করছে না রাজনৈতিক দলগুলো। মনোনয়ন ফরম কেনার সময় বাদ্য বাজিয়ে লম্বা মোটর শোডাউন করে মিছিল নিয়ে আসছেন। এতে করে দুই দিক দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে রাস্তা। ফলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

একদিকে যেমন নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে। অন্যদিকে দীর্ঘক্ষণ যানজটে আটক থাকা সাধারণ মানুষও বিরক্ত হচ্ছেন।

গত কয়েক দিন সরেজমিনে দেখা গেছে, শুক্রবার (৯ নভেম্বর) থেকে শুরু হওয়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শেষ হয় সোমবার (১২ নভেম্বর)। এ সময় দলটির মনোনয়নপ্রত্যাশীরা হাজারো নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন করে এসেছিলেন ফরম সংগ্রহ করতে। ধানমণ্ডি-২৭ থেকে ধানমণ্ডি-৩ নাম্বার পর্যন্ত সৃষ্টি হয়েছিল বিশাল যানজট।

এদিকে সোমবার থেকে শুরু হওয়া বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহের বেলায়ও পল্টনের রাস্তায় একই চিত্র। বনানীতে জাতীয় পার্টির অফিসেও এর ব্যতিক্রম দেখা যায়নি।

প্রধান রাজনৈতিক দলগুলোর আচরণবিধি লঙ্ঘনের এ প্রবণতা দেখে নড়েচড়ে বসেছে ইসি। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে ব্যবস্থা নিতে প্রতি উপজেলায় একজন করে নির্বাহী হাকিম নিয়োগে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Nov/13/1542105753370.jpg

এছাড়া তফসিল ঘোষণার পর প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তির মিছিল বা শোডাউন আচরণবিধি লঙ্ঘন উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক বরাবর এ সংক্রান্ত চিঠি দিচ্ছে ইসি।

ইসির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকরা মিছিল শোডাউন করে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করেছে। বিষয়টি তাদের নজরে এসেছে। এ অবস্থার উন্নতি না হলে দল ও প্রার্থীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।

এ বিষয়ে ডিএমপির ডেপুটি কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বার্তা২৪কে বলেন, ‘ইসির চিঠিটি এখনো হাতে আসেনি। তবে ইসির যেকোনো নির্দেশ বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছি। চিঠিটি হাতে পেলেই ব্যবস্থা গ্রহণ করবো।’

তবে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে দুঃখ প্রকাশ করেই দায় সারতে চাচ্ছে আওয়ামী লীগ। সোমবার দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে নেতাকর্মীরা সারাদেশ থেকে ঢাকায় এসেছেন। ফলে রাস্তায় জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ বিষয়ে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে চেষ্টা করবো এ ধরনের জনদুর্ভোগ আর যেন না হয়।’

এদিকে ইসির পদক্ষেপকে একচোখা বলে মনে করছেন বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বার্তা২৪কে বলেন, ‘গত কয়েক মাস ধরে নেতাকর্মীদের ছবি ব্যানার ফেস্টুন লাগানো আছে, তখন ইসি কিছু বলেনি। আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের সময় যে মিছিল শোডাউন হয়েছিল তখনও ইসি কিছু বলেনি।’

‘এখন বিএনপি’র অফিসের সামনে স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীরা মনোনয়ন সংগ্রহ করছে, তাতেই ইসির সমস্যা। ইসির আচরণ একচোখা।’

   

উপজেলা নির্বাচন: রাজশাহীর তিন উপজেলায় বৈধ ৩১ জন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে রাজশাহী জেলার পুঠিয়া, দূর্গাপুর ও বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যান পদে মোট ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। প্রার্থীদের জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধতার ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং অফিসার কল্যাণ চৌধুরী বলেন, দ্বিতীয় ধাপে আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২ মে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের মূল প্রচারণা শুরু হবে। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচনী সভা এবং প্রচার-প্রচারণা সংক্রান্ত নির্বাচন কমিশনের নির্দেশনা সকল প্রার্থীদের যথাযথভাবে মানতে অনুরোধ জানান।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই করা হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭-২৯ এপ্রিলের মধ্যে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে। প্রচার শেষে আগামী ২১ মে হবে ভোটগ্রহণ।

এসময় জানানো হয়, এই তিনটি উপজেলায় ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। চেয়ারম্যান ১০ জন, ভাইস চেয়ারম্যান ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৩১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

উপজেলা চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী ঘোষিত হলেন- দূর্গাপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মো. শরিফুজ্জামান, মো. আব্দুল মজিদ; পুঠিয়া উপজেলার বর্তমান চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু, মো. মখলেসুর রহমান, মো. আব্দুস সামাদ, মো. আহসান উল হক মাসুদ; বাগমারা উপজেলার মো. জাকিরুল ইসলাম, মো. আ. রাজ্জাক সরকার, মোহা. নাছিমা আক্তার।

এসময় ভাইস-চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী ঘোষিত হন- দূর্গাপুর উপজেলা মো. আ. কাদের মন্ডল, মো. হাসেম আলী, মো. আ. মোতালেব, মো. শামীম ফিরোজ, মো. মোসাব্বের সরকার জিন্নাহ, মো. আব্দুল হক; পুঠিয়া উপজেলার মো. ফজলে রাব্বি মুরাদ, মো. আব্দুল মতিন মুকুল, মো. জামাল উদ্দিন বাগমারা উপজেলার মো. আতাউর রহমান; বাগমারা উপজেলার মো. আতাউর রহমান, মো. শহিদুল ইসলাম, মোছা. বানেছা বেগম, মোসা. সারমিন আহম্মেদ, মোসা. কহিনুর বেগম; পুঠিয়া উপজেলার মৌসুমী রহমান, মোছা. পরিজান বেগম, মোছা. শাবনাজ আক্তার; বাগমারা উপজেলার মোছা. শাহিনুর খাতুন, কহিনুর বানু, খন্দকার শাহিদা আলম, মোছা. মমতাজ আক্তার বেবী।

মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পর্কে দূর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তারা বৈধতা পেয়েছেন। জেলা প্রশাসন চুল ছেঁড়া যাচাই-বাছাই শেষে প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানিয়া বিনতে আফজাল, উপজেলা নির্বাচন অফিসার দূর্গাপুর মো. জয়নুল আবেদীন, রাজশাহী জেলার ডিএসবি মো. আলাউদ্দিন প্রমুখ।

;

কুষ্টিয়ার দুই উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,কুষ্টিয়া
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুষ্টিয়ার দুই উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ২৩ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আবু আনসার উপস্থিত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন।

প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রার্থীরা মঙ্গলবার থেকে প্রচারণায় নেমে পড়েন। আগামী ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

;

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর শূন্য আসনে আগামী ৫ জুন ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশনের ৩২তম সভায় শেষে গণমাধ্যমকে তিনি এই তথ্য জানান।

সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম জানান, ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী আব্দুল হাইয়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

উপ-নির্বাচনের তফসিল ঘোষণাপূর্বক ইসি সচিব বলেন, উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ ৭মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০ থেকে ১৪ মে, আপিল নিষ্পত্তি ১৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে এবং প্রতীক বরাদ্দ ১৭ মে। এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা।

;

উপজেলা নির্বাচন: চতুর্থ ধাপে ৫৫ উপজেলার ভোট ৫ জুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
চতুর্থ ধাপে ৫৪ উপজেলার ভোট ৫ জুন

চতুর্থ ধাপে ৫৪ উপজেলার ভোট ৫ জুন

  • Font increase
  • Font Decrease

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ও শেষ ধাপে ৫৫ উপজেলায় আগামী ৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে আগারগাঁও নির্বাচনে ভবনে ইসির ৩২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম উপজেলা ভোটের চতুর্থ ধাপের তফসিল ঘোষণাপূর্বক বলেন, আগামী ৫ জুন দেশের ৫৪ উপজেলায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এর সঙ্গে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া ভোটও এ ধাপে অনুষ্ঠিত হবে, ফলে মোট ৫৫ উপজেলায় ভোট গ্রহণ হবে।

তিনি জানান, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ মে, মনোনয়ন যাচাই-বাছাই ১২মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১ ৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে।

ইসি সচিব বলেন, চতুর্থ ধাপের ভোটে ৯টি জেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় স্বচ্ছ ব্যালট ভোটগ্রহণ করা হবে।

;