তফসিল নিয়ে সিদ্ধান্ত ৪ নভেম্বর: সিইসি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত ৪ নভেম্বর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন  রাষ্ট্রপতি বলেও জানান সিইসি কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার (১ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, রাষ্ট্রপতি যদি বলেন, আট দিনের মধ্যে নির্বাচন করতে হবে আমরা তার জন্যও প্রস্তুত আছি। অর্থাৎ তিনি যখন বলবেন তখনেই নির্বাচন করতে পারব আমরা। এর জন্য সব প্রস্তুতি আছে।

কে এম নুরুল হুদা বলেন, আজকে রাষ্ট্রপতিকে  তফসিল বা নির্বাচনের , তারিখ জানাতে আসেনি। শুধু নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে এসেছি।

তিনি বলেন, এটা কোন জরুরি সাক্ষাৎকার নয়। জাতীয় পর্যায়ে একটি নির্বাচন, সেই নির্বাচনের প্রস্তুতি মহামান্য রাষ্ট্রপতিকে জানাতে এসেছি।  আমাদের প্রস্তুতি কতটুকু, ভোটকেন্দ্র প্রস্তুত আছে কিনা, এমন কিছু প্রস্তুতির বিষয় তাকে জানিয়েছি।

তফসিলের বিষয়ে তিনি বলেন, তফসিলের বিষয়ে আমরা আগামী ৪ নভেম্বর বৈঠক করব।  সেদিন তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেব।  যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবো সেদিনেই তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

২৭ ডিসেম্বর নির্বাচনের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করার বিষয়টি অস্বীকার করেন তিনি।

বিএপির ৭ ধারায় সংশোধনের বিষয়ে কোর্টের রায় প্রসঙ্গে তিনি বলেন, আমরা হাইকোর্টের রায় ও যিনি দরখাস্ত করেছেন তার নথি পেয়েছি। কমিশনের সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

সংলাপের কারণে তফসিলের তফসিলের তারিখ পেছাতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো নিয়ে আমরা সিদ্ধান্ত নেইনি। সংলাপের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু ৪ তারিখের আগে আমরা কিছু বলতে পারব না।

সিইসি বলেন, সংবিধানে যেভাবে আছে সেভাবে নির্বাচন হবে। রাষ্ট্রপতি আমাদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। সংলাপের কারণে নির্বাচনী পরিকল্পনায় কোন প্রভাব ফেলবে বলে মনে করিনা।

কেএম নূরুল হুদা বলেন, আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সাতদিনের মধ্যেই নির্বাচন করতে পারি।

তিনি বলেন, রাজনৈতিক দলের উদ্দেশ্যে কিছু বলার নেই। আমাদের বিশ্বাস আছে সব দল নির্বাচনে অংশ নেবে। সব দল আপনাদের উপর আস্থা রাখবে কিনা এমন প্রশ্নের বিষয়ে তিনি বলেন, সেটা জানিনা।

   

কুষ্টিয়ার দুই উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,কুষ্টিয়া
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুষ্টিয়ার দুই উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ২৩ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আবু আনসার উপস্থিত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন।

প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রার্থীরা মঙ্গলবার থেকে প্রচারণায় নেমে পড়েন। আগামী ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

;

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর শূন্য আসনে আগামী ৫ জুন ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশনের ৩২তম সভায় শেষে গণমাধ্যমকে তিনি এই তথ্য জানান।

সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম জানান, ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী আব্দুল হাইয়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

উপ-নির্বাচনের তফসিল ঘোষণাপূর্বক ইসি সচিব বলেন, উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ ৭মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০ থেকে ১৪ মে, আপিল নিষ্পত্তি ১৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে এবং প্রতীক বরাদ্দ ১৭ মে। এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা।

;

উপজেলা নির্বাচন: চতুর্থ ধাপে ৫৫ উপজেলার ভোট ৫ জুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
চতুর্থ ধাপে ৫৪ উপজেলার ভোট ৫ জুন

চতুর্থ ধাপে ৫৪ উপজেলার ভোট ৫ জুন

  • Font increase
  • Font Decrease

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ও শেষ ধাপে ৫৫ উপজেলায় আগামী ৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে আগারগাঁও নির্বাচনে ভবনে ইসির ৩২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম উপজেলা ভোটের চতুর্থ ধাপের তফসিল ঘোষণাপূর্বক বলেন, আগামী ৫ জুন দেশের ৫৪ উপজেলায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এর সঙ্গে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া ভোটও এ ধাপে অনুষ্ঠিত হবে, ফলে মোট ৫৫ উপজেলায় ভোট গ্রহণ হবে।

তিনি জানান, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ মে, মনোনয়ন যাচাই-বাছাই ১২মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১ ৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে।

ইসি সচিব বলেন, চতুর্থ ধাপের ভোটে ৯টি জেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় স্বচ্ছ ব্যালট ভোটগ্রহণ করা হবে।

;

নরসিংদীর দুই উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, নরসিংদী
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

নরসিংদীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল ) দুপুরে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নরসিংদী সদর ও পলাশ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে নরসিংদী সদর ও পলাশ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ৭ জন , ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ৮ মে উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

;