পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী, বার্তা২৪.কম
ফণী মোকাবিলায় পটুয়াখালীতে প্রস্তুতিমূলক সভা, ছবি: বার্তা২৪.কম

ফণী মোকাবিলায় পটুয়াখালীতে প্রস্তুতিমূলক সভা, ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

পটুয়াখালীর সমগ্র উপকূলজুড়ে ঘূর্ণিঝড় ফণীর প্রভাব এবং সম্ভাব্য ক্ষয় ক্ষতি মোকাবিলায় শেখ হাসিনা সেনানিবাসের সদস্যরা কাজ করবেন।

শেখ হাসিনা সেনানিবাসের প্রতিনিধি মেজর আতাউর বলেন, 'আটটি উপজেলায় চারটি ক্যাম্পের মাধ্যমে ৫০০ জন সেনা সদস্য উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও ত্রাণ ব্যবস্থাপনায় কাজ করবেন।'

বৃহস্পতিবার (২ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জরুরি ২য় দফায় প্রস্তুতি সভা সম্পন্ন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে দপুর সাড়ে ১২টায় জেলা পর্যায়ে এ সভায় শুরু হয়।

জেলা প্রশাসক জানান, নগদ ১০লক্ষ টাকা ও ১৮৭ মেট্রিক টন চাল মজুদ আছে। এছাড়াও ২৫০০ প্যাকেট শুকনা খাবার মজুদ আছে। সিপিপির ৬৫২৫ জন, ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার ১০০জন, স্কাউট ৩০০জন, রেড ক্রিসেন্ট ৫০জন ও বেসরকারি এনজিও কর্মীরা সংকেত প্রচারে কাজ করছে। জেলা তথ্য অফিসের সৌজন্যেও সংকেত ও করণীয় প্রচার করা হচ্ছে।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বলেন, জেলার আটটি থানা ও পাঁচটি তদন্ত কেন্দ্র এবং গ্রাম পুলিশ দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় কাজ করবে।'

পটুয়াখালী পৌরসভার মেয়র বলেন, 'বেড়িবাঁধের বাহিরের লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ঝড়ে গাছ পড়লে তা কাটার জন্য আধুনিক দুটি কাটার ও শুকনা খাবার মজুদ করা হয়েছে।'

অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়ত উদ্দিন বলেন, 'আমরা শিশু ও নারী, গর্ভবতী নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্ধার করে সাইক্লোন শেল্টারে নিয়ে আসব। তাহলে অন্যান্যরা নিজ থেকেই আসবে।'

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ফিরোজ আহম্মদ জানান, জেলায় পাঁচটি স্টেশনের সকল সদস্য ও ১০০ জন কমিউনিটি ভলান্টিয়ার প্রস্তুত। সকল ইকুইপমেন্ট ও গাড়ি প্রস্তুত রাখ হয়েছে।

কোস্টগার্ডের প্রতিনিধি বলেন, কোস্টগার্ড সিজিবেইস অগ্রযাত্রায় চারটি আট  সদস্যের টিম, এছাড়াও আউটপুট চারটি স্টেশন প্রস্তুত রাখা হয়েছে।

সিভিল সার্জন ডাঃ শাহ মোঃ মোজাহিদুল ইসলাম বলেন, 'প্রতিটি ইউনিয়নে পাঁচজনের টিম, এক লক্ষ ২০ হাজার খাবার স্যালাইন, ১লক্ষ ৫০ হাজার পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট, ১০০০ ও ৫০০ এমএল ৩০০ কলেরা স্যালাইন ও যাবতীয় ঔষধসহ মোট ১১১টি মেডিকেল টিম প্রস্তুত আছে।'

জেলা খাদ্য বিভাগের খাদ্য নিয়ন্ত্রক জানান, তাদের আটটি এলএসডিতে গুদামে ১৪ শাজার ৬৯৬ মেট্রিক টন খাদ্য শস্য সংরক্ষিত আছে। এগুলো নিরাপদে রাখতে কঠোর নির্দেশনা দেয়া আছে।

জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ৩৯১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে। এছাড়াও গবাদিপশুর জন্য মাটির কেল্লা নির্ধারিত রয়েছে। এছাড়াও কৃষি শস্য, মৎস্য সম্পদ ও প্রাণী সম্পদ রক্ষায় আলাদা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সভায় স্কাউট, কমিউনিটি ভলান্টিয়ার ও রেডক্রিসেন্ট, র‍্যাব কমান্ডার, কোস্টগার্ড প্রতিনিধিসহ সকল সরকারি দফতরের প্রধানগণ, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

   

গড়াই নদীতে ডুবে যুবকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে ডুবে সুমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খোকসা উপজেলার গনেশপুর অংশে গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমন কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হাবিবুর রহমান জানান, সকালের দিকে গড়াই নদীতে মাছ ধরতে যান সুমন। মাছ ধরার এক পর্যায়ে নদীতে ডুবে যান তিনি। বিকেলের দিকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

;

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে কিশোরের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

কুমিল্লার নাঙ্গলকোটে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সালাউদ্দিন (২২) নামের আরেক যুবক গুরুতর আহত হন।

রোববার (৫ এপ্রিল) এই বিকেলে এই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসামের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন এদিন বিকেলে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া বজ্রপাতে ওই ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২২) গুরুতর আহত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

;

লক্ষ্মী ভাইয়েরা বাসায় যান, নিজেসহ দেশকে বাঁচান



নাহিদ রেজা, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ওসি তানভিরুল ইসলাম।

ওসি তানভিরুল ইসলাম।

  • Font increase
  • Font Decrease

আমার লক্ষ্মী ভাইয়েরা দয়া করে বাইরে ঘোরাঘুরি না করে বাসায় যান। নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন।

ঠিক এসব কথা বলে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম। মাঠ পর্যায়ে গিয়ে এভাবে সচেতন করায় সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রেজাউল ইসলাম বলেন, ‘আমি ওষুধ কেনার জন্য স্থানীয় বাজারে এসেছিলাম। কিছুক্ষণ পর থানার একটি গাড়ি বাজারের সামনে এসে দাঁড়ায় এবং ওসি তানভিরুল সবাইকে বাসায় থাকার জন্য অনুরোধ করেন। এর আগে কখনো জনগণের সঙ্গে পুলিশের এমন ভালো আচরণ দেখি নাই।’

ঠাকুরগাঁও সদর উপজেলার চৌড়াস্তা মোড়ে কথা হয় জয়নাল নামে এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের জেলার পুলিশ সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে। তাদের ভাই বলে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। ওসিসহ পুলিশের সদস্যরা নিজেদের কথা চিন্তা না করে আমাদের জন্য এ কাজটি করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানাই।’

স্থানীয় সাহাদত হোসেন নামে একজন বলেন,‘তানভিরুল ভাই একজন মানবিক পুলিশ অফিসার। তার জন্য শুভকামনা ও দোয়া রইল।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকার যেসব দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। জনগণের সঙ্গে খারাপ ব্যবহার না করে তাদের সচেতন করা হচ্ছে। এতে কাজও হচ্ছে।’

;

ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাই, যুবক গ্রেফতার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
গ্রেফতার আবেদ আলী।

গ্রেফতার আবেদ আলী।

  • Font increase
  • Font Decrease

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক পরিচয়ে মোবাইল ছিনতাই করার অপরাধে আবেদ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদ আলী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে মোকছেদুল ইসলামসহ কয়েক যুবক মোবাইলে ভিডিও গেম খেলছিলেন। এ সময় আবেদ আলী নিজেকে সৈয়দপুর থানার ডিবি পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে ওই যুবকদের কাছ থেকে মোবাইলটি নিয়ে যান। পরে এ বিষয়ে মোবাইলের মালিক মোকছেদুল ইসলাম সদর থানায় অভিযোগ করেন।

এরপর রোববার ভোরে আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ওয়্যারলেস সেট, একাধিক মোবাইল সিম এবং দুটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে মোবাইল ছিনতাই করার সত্যতা স্বীকার করেছেন আবেদ আলী। এ ঘটনায় মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

;