হাওরে ফসল রক্ষার শপথে আসবে নতুন বছর



ড. মাহফুজ পারভেজ, কন্ট্রিবিউটিং এডিটর বার্তা২৪.কম
হাওরে বিস্তৃত ফসলের মাঠ, ছবি: বার্তা২৪.কম

হাওরে বিস্তৃত ফসলের মাঠ, ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কিশোরগঞ্জের হাওরাঞ্চল থেকে: মৃত্যুশোক ও ফসলহানির আঘাতে বিস্তীর্ণ হাওর জনপদে বইছে হাহাকার। চৈত্রের শেষ দিনে (১৩ এপ্রিল) সমাগত নববর্ষের আনন্দ নেই কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা, মিটামন ও অষ্টগ্রামে।

'শোক ও ফসলের ক্ষতির বিষয়গুলোকে বিবেচনা করে এবার হাওরের তিন উপজেলায় নববর্ষের আনন্দ উৎসব স্থগিত করা হয়েছে। তার বদলে মাঠে মাঠে ফসল রক্ষার শপথ নিয়ে নতুন বছরকে আবাহন করা হবে,' বললেন সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বার্তা২৪.কমকে এমপি তৌফিক বলেন, 'বনানীর এফআর টাওয়ারে হাওরের সন্তান অগ্নিনায়ক সোহেল রানার মৃত্যুতে আমরা শোকস্তব্ধ। ইটনা উপজেলার চৌগাঙ্গা গ্রামের কেরুয়ালা গ্রামের শোক ছড়িয়ে গেছে জলমগ্ন হাওর জনপদে। আমি বাংলা বছরের শেষ দিনটি কাটাচ্ছি শোকার্ত পরিবার ও গ্রামবাসীর সঙ্গে।'

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/14/1555204515201.jpg
ফসল কাটা হচ্ছে হাওরে, ছবি: বার্তা২৪.কম

অগ্নিবীর সোহেল রানার পরিবারকে আর্থিক সাহায্য ছাড়াও চাকরির ব্যবস্থা করার কথা জানিয়ে এমপি তৌফিক বলেন, 'সাম্প্রতিক ঝড় ও শিলা বৃষ্টিতে হাওরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নববর্ষের আনন্দ-উৎসব করার মতো পরিস্থিতিতে নেই মানুষ। ফসল রক্ষার কাজেই সবাই ব্যস্ত।'

সরেজমিন তথ্যে জানা যায়, উপর্যুপরি শিলাবৃষ্টি ও ঝড়ে হাওরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ-পালা ছাড়াও মাঠে মাঠে আগাম জাতের বোরো ব্রি-২৮ ধানের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। কয়েক দিনের মধ্যে পুরোদমে এ ধান কাটতে হবে। প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে ফসল রক্ষায় চিন্তিত এখন হাওরের কৃষকরা।

হাওরের কিছু কিছু মাঠে ফসল কাটতেও দেখা যাচ্ছে কৃষকদের। অনেকেই সদ্য রোপিত পাট চারার পরিচর্যায় ব্যস্ত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড বীজতলা ও সবজির বাগান সংস্কারের চাষীদের ব্যস্ত সময় কাটাতে হচ্ছে।

চলমান আবহাওয়ায় প্রতিদিনই সকালে কিংবা বিকালে বৃষ্টি হচ্ছে। সঙ্গে থাকছে উত্তাল বাতাস ও বড় বড় শিলাখণ্ড। বিনা নোটিশে আকাশ কালো করে বইছে ঝড় ও বৃষ্টি। ফলে হাওরের জনগোষ্ঠী, যারা মূলত কৃষিজীবী, তারা ফসলের চিন্তায় সন্ত্রস্ত।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/14/1555204549313.jpg
হাওরের সংসদ সদস্য তৌফিক, ছবি: বার্তা২৪.কম

বিরূপ পরিস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নববর্ষ উদযাপন করা সম্ভব না হলেও বৈশাখের প্রথম সপ্তাহের মধ্যে ধান কাটা শেষ হলে হাওরে শুরু হবে সাংস্কৃতিক জাগরণ। গানের দেশের প্রাণের মানুষগুলো জলে, ডাঙায়, নৌকায় একতারা, দোতারা হাতে মেতে উঠবেন লোকজ সঙ্গীতের হৃদয় ছোঁয়া আবেশে। চলবে যাত্রা, পালা গান, বাউল ও দেশজ সঙ্গীতের আসর।

ঐতিহ্য ও লোকাচার মেনে জমবে মেলা ও হাট। কিশোরগঞ্জের হাওর সংলগ্ন বৃহত্তর নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জের শিল্পীরা দলবদ্ধভাবে নানা অনুষ্ঠানে আসা-যাওয়া করবেন। বৃহত্তর বাঙালি সংস্কৃতির এক অনবদ্য অংশ হয়ে জল ছলছল জনপদের মানুষগুলো প্রাণের উচ্ছ্বাসে মিলিত হবেন হাওর সংস্কৃতির বর্ণিল বিভা ও সৌরভে।

   

গড়াই নদীতে ডুবে যুবকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে ডুবে সুমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খোকসা উপজেলার গনেশপুর অংশে গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমন কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হাবিবুর রহমান জানান, সকালের দিকে গড়াই নদীতে মাছ ধরতে যান সুমন। মাছ ধরার এক পর্যায়ে নদীতে ডুবে যান তিনি। বিকেলের দিকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

;

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে কিশোরের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

কুমিল্লার নাঙ্গলকোটে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সালাউদ্দিন (২২) নামের আরেক যুবক গুরুতর আহত হন।

রোববার (৫ এপ্রিল) এই বিকেলে এই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসামের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন এদিন বিকেলে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া বজ্রপাতে ওই ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২২) গুরুতর আহত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

;

লক্ষ্মী ভাইয়েরা বাসায় যান, নিজেসহ দেশকে বাঁচান



নাহিদ রেজা, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ওসি তানভিরুল ইসলাম।

ওসি তানভিরুল ইসলাম।

  • Font increase
  • Font Decrease

আমার লক্ষ্মী ভাইয়েরা দয়া করে বাইরে ঘোরাঘুরি না করে বাসায় যান। নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন।

ঠিক এসব কথা বলে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম। মাঠ পর্যায়ে গিয়ে এভাবে সচেতন করায় সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রেজাউল ইসলাম বলেন, ‘আমি ওষুধ কেনার জন্য স্থানীয় বাজারে এসেছিলাম। কিছুক্ষণ পর থানার একটি গাড়ি বাজারের সামনে এসে দাঁড়ায় এবং ওসি তানভিরুল সবাইকে বাসায় থাকার জন্য অনুরোধ করেন। এর আগে কখনো জনগণের সঙ্গে পুলিশের এমন ভালো আচরণ দেখি নাই।’

ঠাকুরগাঁও সদর উপজেলার চৌড়াস্তা মোড়ে কথা হয় জয়নাল নামে এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের জেলার পুলিশ সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে। তাদের ভাই বলে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। ওসিসহ পুলিশের সদস্যরা নিজেদের কথা চিন্তা না করে আমাদের জন্য এ কাজটি করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানাই।’

স্থানীয় সাহাদত হোসেন নামে একজন বলেন,‘তানভিরুল ভাই একজন মানবিক পুলিশ অফিসার। তার জন্য শুভকামনা ও দোয়া রইল।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকার যেসব দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। জনগণের সঙ্গে খারাপ ব্যবহার না করে তাদের সচেতন করা হচ্ছে। এতে কাজও হচ্ছে।’

;

ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাই, যুবক গ্রেফতার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
গ্রেফতার আবেদ আলী।

গ্রেফতার আবেদ আলী।

  • Font increase
  • Font Decrease

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক পরিচয়ে মোবাইল ছিনতাই করার অপরাধে আবেদ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদ আলী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে মোকছেদুল ইসলামসহ কয়েক যুবক মোবাইলে ভিডিও গেম খেলছিলেন। এ সময় আবেদ আলী নিজেকে সৈয়দপুর থানার ডিবি পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে ওই যুবকদের কাছ থেকে মোবাইলটি নিয়ে যান। পরে এ বিষয়ে মোবাইলের মালিক মোকছেদুল ইসলাম সদর থানায় অভিযোগ করেন।

এরপর রোববার ভোরে আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ওয়্যারলেস সেট, একাধিক মোবাইল সিম এবং দুটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে মোবাইল ছিনতাই করার সত্যতা স্বীকার করেছেন আবেদ আলী। এ ঘটনায় মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

;