পূণ্যভূমিতে সম্প্রীতির নির্বাচন দেখবে দেশবাসী



মুজাহিদুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট।

  • Font increase
  • Font Decrease

সিলেট থেকে: ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেট। যেখানে হযরত শাহ জালাল (র.) ও শাহপরানের (র.) পবিত্র মাজার অবস্থিত। ভাষার বৈচিত্রতা থাকলেও অনুকূল আবহাওয়া ও প্রাকৃতিক সৌন্দর্য এখানকার বাসিন্দাদের করে তুলেছে অনবদ্য ও কোমল মনের অধিকারী। পারস্পরিক সম্প্রীতির বন্ধন যেখানে অটুট। আর আতিথেয়তার কথা বলাই বাহুল্য।

সোমবার (১৬ জুলাই) খুব ভোরে সিলেট নগরীতে পৌঁছামাত্র শরীর শিহরিত করে কোমল পরশ বুলিয়ে দেয় স্নিগ্ধ শীতল বাতাস। চারিদিকে সবুজের সমারোহে চোখ জুড়িয়ে আসে। নীল আকাশের পূব দিগন্তে হালকা কালো-ধূসর মেঘকে ভেদ করে উঁকি দিচ্ছে দিনের নবীন আলো।

সকালের এমন পরিবেশে সিএনজি অটোরিকশা চেপে গেলাম শহরের নাম করা  'পানশী রেস্তোরাঁয়'। অনেকবার নাম শুনলেও এবারই আতিথেয়তা গ্রহণের সুযোগ হলো। কিছুক্ষণের মধ্যেই টেবিলে হাজির হলো চিকন চালের খিচুড়ি সঙ্গে মুরগির মাংস। দেখতে ততটা ভালো মনে না হলেও স্বাদে অতুলনীয়। এরই মধ্যে শুনলাম পাঁচ ভাই নামে আরেকটি রেস্তোরাঁর নাম। কিন্তু সময় স্বল্পতার কারণে সেই তৃপ্তি অপূরণ রয়ে গেল।

এরপর শুরু কাজ গোছানোর পালা। সূর্যটা ততক্ষণে পুবাকাশে দৃশ্যমান। সিএনজি যোগে চলছি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকার নানা সড়কে। সঙ্গে আরো দুইজন সহকর্মী। চলতে চলতে চোখ  পড়ল নির্বাচনের আমেজ।

সড়ক ছেয়ে গেছে প্রার্থীদের টাঙানো ছবি ও প্রতীক সম্বলিত পোস্টার, ব‍্যানার ফেস্টুন। যানবাহন, গাছ, বাড়ি, বিভিন্ন স্থাপনা, ব্রীজ, ল‍্যামপোস্টসহ সর্বত্র পোস্টার আর পোস্টার।

দেখতে দেখতে সিএনজি এসে থামলো পূর্ব নির্ধারিত  আবাসিক হোটেলে সামনে। পরিচয় দিতেই অভ‍্যর্থনা জানিয়ে নিয়ে গেল হোটেলের কক্ষে। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বাসার উদ্দেশ্যে। আরিফুল হকের সাক্ষাৎকার শেষে যোগাযোগ করি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সঙ্গে।

/uploads/files/8080aUhXXRU9KrbSykisHTM0c9hWgS400m8rsIpx.jpeg

জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়েরের সাক্ষাৎকার শেষে চলে গেলাম সিলেট সার্কিট হাউজ এলাকায়। পাশেই বয়ে চলেছে কলকল স্রোতে সুরমা নদী। যার উপর নির্মিত কিন ব্রীজ। ১৯৩২ সাল থেকে ১৯৩৭ সাল পর্যন্ত আসামের ইংরেজ গভর্নর স্যার মাইকেল কিনের নামে এই সেতুটির নামকরণ করা হয়েছে। ১১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থ সেতুটিকে সিলেট নগরীর প্রবেশদ্বারও বলা হয়।

এর পাশেই রয়েছে গম্বুজ আকৃতির লাল ঘড়িঘর। প্রচলিত আছে, জমিদার আমজাদ আলী খান এই ঘড়িটা তৈরি করেছিলেন। এজন্যই এটি 'আমজাদের ঘড়িঘর' নামেই প্রসিদ্ধ।

এরপর উঠলাম বহুতল বিশিষ্ট ভবন সুরমা টাওয়ারে যেখান থেকে এঁকে বেঁকে বইয়ে চলা সুরমা নদী, শহরের বহুতল ভবন, সুরম‍্য অট্টালিকা, সবুজে ঘেরা উঁচু নিচু টিলা, শাহে ঈদগাহের সোনালী রঙের গম্বুজ, আবছা মেঘে ঢাকা দিগন্তের ওপারের পাহাড় দেখা যায়। দৃষ্টির সীমা যতদূর যায় তা নিয়ে উপভোগ করলাম সৃষ্টিকর্তার অপার মহিমায় গড়ে উঠা পূণ‍্যভুমি সিলেটের অপরুপ সৌন্দর্য।

আবার শুরু সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে স্থানীয় জনগণ ও ভোটারদের প্রতিক্রিয়া জানার কাজ। কথা হলো সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে। ব‍্যবসায়ী, শিক্ষক, ডাক্তার, ছাত্র, রিক্সাচালক, সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলে একটা বিষয় স্পষ্ট যে, সারাদেশের নির্বাচনী পরিবেশের তুলনায় এখানকার পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। যেন এক সম্প্রীতির বন্ধন। হবেই না বা কেন? এ যে অলি আউলিয়ার দেশ, পূত পবিত্র ভূমি।

আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী এহসানুল মাহবুব জুবায়েরের মুখে একে অপরের প্রশংসা শুনে কে বলবে যে, উনারা প্রতিদ্বন্দ্বী? রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। মাঠে একে অপরের ঘোর প্রতিদ্বন্দ্বী হলেও দিন শেষে তারা সিলেটের সন্তান।

৩০ জুলাই অনুষ্ঠিত হবে সিলেট সিটির নির্বাচন। সম্প্রীতির এই বন্ধন অটুট রেখে কোন ধরনের সহিংসতা ছাড়াই সুষ্ঠু নির্বাচন উপহার দেবে সিলেটবাসী। যা সারাদেশের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে এমনটাই প্রত্যাশা।

 

   

ডিএনসিসির সঙ্গে চীনের আনহুই প্রদেশের সমঝোতা স্মারক সই



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং চীনের আনহুই প্রদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) গুলশান ডিএনসিসি নগরভবনের সম্মেলন কক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডিএনসিসি'র সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এবং আনহুই প্রদেশের ফরেন অ্যাফেয়ারস বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল ইয়াং জায়োলিন।

এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, 'চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। আজকের এই চুক্তির ফলে দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। এর ফলে দুই সিটির মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে। এই চুক্তির ফলে দুই শহর একে অপরকে অর্থনৈতিক ও কারিগরি, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন বিষয়ে জ্ঞান বিনিময় ও সহযোগিতা করবে। দুই সিটির উত্তম কার্যক্রমগুলো শেয়ার করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে যে কোনো ধরণের সহযোগিতা করতে পারবে আনহুই প্রদেশ। অন্য দিকে ডিএনসিসির উত্তম কার্যক্রমগুলোও শেয়ার করতে পারবে।'

মেয়র বলেন, 'চীন দূতাবাসের সাথে ডিএনসিসি দীর্ঘদিন ধরে যৌথভাবে কাজ করছে। গত বছর চীন দূতাবাসের সহযোগিতায় বনানী কড়াইল বস্তিতে বসবাসকারী নারীদের মাঝে অত্যাধুনিক স্বয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত রমজান মাসেও চীন দূতাবাসের সহযোগিতায় মিরপুর ভাসানটেক বস্তিতে এক হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ডিএনসিসি'র বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পটিও বাস্তবায়ন করছে চীনের একটি প্রতিষ্ঠান। আজকের এই নতুন চুক্তিতে ডিএনসিসি'র সাথে বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে।'

এ সময় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি'র প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

;

চুয়েট শিক্ষার্থীদের চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
বাসের চালক গ্রেফতার

বাসের চালক গ্রেফতার

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীকে চাপা দিয়ে মেরে ফেলা বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চুয়েট শিক্ষার্থীদের চাপা দেওয়ার ঘটনায় গ্রেফতারকৃত বাসচালকের নাম মো. তাজুল ইসলাম। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পৌরসভার উত্তর ঘাটচেক এলাকায়।

বাসচালক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত বাসচালককে নগরের কোতোয়ালি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, গত সোমবার (২২ এপ্রিল) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা জিয়ানগর এলাকায় শাহ আমানত পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হন চুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের তৌফিক হোসাইন।

এছাড়াও আহত হন একই বর্ষের জাকারিয়া হিমু। এ ঘটনার পর চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ বুধবার তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের অবরোধ চলমান রয়েছে।

;

রাজবাড়ীতে হিট স্ট্রোকে মারা গেলেন অবসরপ্রাপ্ত শিক্ষক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,রাজবাড়ী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজবাড়ীর গোয়ালন্দে হিট স্ট্রোকে মো. নুর ইসলাম (৭৫) নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মারা যান তিনি।

তার বাড়ি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ এপ্রিল) বেলা ১০টার দিকে প্রচন্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়ির আঙ্গিনায় মাটিতে লুটিয়ে পড়েন নুর ইসলাম। পরিবারের লোকজন দ্রুত এগিয়ে এসে প্রথমে তার মাথায় পানি ঢালেন। অবস্থা আরো খারাপ হলে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শরিফুল ইসলাম বলেন, তীব্র গরমে হিট স্ট্রোকে নুর ইসলাম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।এছাড়াও তার ডায়বেটিস জনিত রোগ ছিলো। 

;

দেশে ফিরলেন মিয়ানমারে আটকা পড়া ১৭৩ জন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

মিয়ানমারে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১টায় তারা কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া ঘাটে এসে পৌঁছে।

এরআগে, মঙ্গলবার (২৩ এপ্রিল) মিয়ানমারের সিতওয়ে বন্দর থেকে বাংলাদেশে জলসীমার উদ্দেশে রওনা হয় জাহাজ চিন ডুইন। বাংলাদেশি জাহাজে করে মিয়ানমার জলসীমা থেকে নুনিয়াছড়া ঘাটে আনার পর একে একে তাদেরকে জাহাজ থেকে নামানো হয়।

বিজিবি, কোস্ট গার্ড ও পুলিশের কড়া নিরাপত্তায় হস্তান্তর প্রক্রিয়ার জন্য তৈরি করা অস্থায়ী তাবুতে নেওয়া হয় ১৭৩ বাংলাদেশিকে। সেখানে মিয়ানমারের রাষ্ট্রদূতসহ বিজিবি ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া পুরো প্রক্রিয়াটিতে সকাল থেকেই উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাহাজে ফেরা ১৭৩ জন বাংলাদেশির মধ্যে ১২৯ জন কক্সবাজারের, ৩০ জন বান্দরবানের এবং রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী, নীলফামারী জেলার একজন করে বাসিন্দা আছেন। এর মধ্যে ৩ জন নারীও আছেন।

জানা যায়, বাংলাদেশি নাগরিকদের দ্রুত ও সহজে ফেরত আনার পরিকল্পনায় মিয়ানমারে থাকা বাংলাদেশি দূতাবাস দেশটির বিভিন্ন কারাগারে বন্দী ১৪৪ জনকে যাচাই-বাছাই করে। পরে যাদের কারাভোগের মেয়াদ পূর্ণ হয়েছে বা ক্ষমা পেয়েছেন তাদেরকে সিতওয়ে কারাগারে আনতে উদ্যোগ নেয়।

পাশাপাশি আরও ২৯ জন যাচাই করা বাংলাদেশি নাগরিক, যারা এখনো কারাভোগরত কিংবা বিচারাধীন। তাদেরও মুক্তি দেওয়ার বিষয়টি মিয়ানমারের কাছে তুলে ধরে বাংলাদেশ। যার ভিত্তিতে সাজা মওকুফ করে তাদেরও সিতওয়ে কারাগার থেকে দেশে আনা হয়েছে আজকে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই বাছাই শেষে আজকেই ১৭৩ জনকে স্বজনদের কাছে ফিরিয়ে দিবে।

রাখাইন রাজ্যে সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হওয়া মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর ২৮৫ সদস্যকে নিয়ে ২৫ এপ্রিল ফিরে যাবে চিন ডুইন জাহাজটি।

উল্লেখ্য, সর্বশেষ ৩ অক্টোবর দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারে কারাভোগ শেষ করা ২৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানো হয়।

;