নানা শ্রেণী-পেশার মানুষের চোখে সিলেট সিটি নির্বাচন



মুজাহিদুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সিলেট থেকে: ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে চলছে জোর প্রচার-প্রচারণা। ভোর থেকে মধ‍্যরাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন নগরীর এ প্রান্ত থেকে অন্য প্রান্তে। ভোটারদের সমর্থন পেতে মরিয়া এসব প্রার্থীরা।

ধর্ম বর্ণ নির্বিশেষে সিটির ভোটাররা এমনকি সাধারণ মানুষ তাদের পক্ষে আছেন এমন দাবি প্রত‍্যেক প্রার্থীর। কিন্তু যাদের ভোটে নির্ধারিত হবেন নগরপিতা তারা কি ভাবছেন?

মঙ্গলবার (১৭ জুলাই) সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকায় সরেজমিনে নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামত তুলে ধরছে বার্তা২৪.কম।

নগরীর ব‍্যস্ততম এলাকা শাহে ঈদগাহ। পাশে রয়েছে সিএনজি-অটোরিকশা স্ট‍্যান্ড। কথা হয় সিএনজি অটো রিকশা চালক হাসানের সঙ্গে।

৫ নং ওয়ার্ডের এ ভোটার বার্তা২৪.কমকে বলেন, নির্বাচন আসলেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে আমাদের কাছে আসে। নির্বাচন শেষে দেখা যায় যেসব প্রতিশ্রুতি রাখেন না। এর মধ্যে কিছু কিছু কাজ করলেও দেখা যায় অনেক কাজই তারা শেষ পর্যন্ত করেন না। 

হাসানের কথা শেষ হতে না হতেই পাশ থেকে আরেকজন সিএনজি চালক বলে উঠলেন, একজন মেয়র কে যদি সুযোগ না দেওয়া হয় তাহলে কিভাবে কাজ করবেন। যেমন আমাদের মেয়র আরিফ। পাঁচ বছরের মধ্যে তিন বছর ছিলেন কারাগারে। এরপরে যখন তিনি ছাড়া পেয়েছেন বাকি সময়টুকু যে উন্নয়ন করেছেন আগের মেয়র কামরান তার কিছুই করেননি। হিসেবে আমরা বিএনপি'র প্রার্থী আরিফুল হককে যোগ্য মনে করছি। আর একবার সুযোগ পেলে বেশি বেশি উন্নয়ন করবো।

/uploads/files/GJ45rku2H4uJExF1WXGwBpVIHmJdIbL57zYVgIvm.jpeg

খুব স্বল্প সময়ে দৃশ্যমান কিছু উন্নয়নমূলক কাজের মূল‍্যায়ন করে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীকে পছন্দের তালিকায় প্রথমদিকে রেখেছেন নগরীর বিভিন্ন শ্রেণীর পেশার মানুষেরা।

তবে উন্নয়নের কাজের জেরে অনেকের বিরাগভাজনও হয়েছেন সাবেক এই মেয়র। অভিযোগ রয়েছে সড়ক প্রশস্ত করতে গিয়ে অনেকের দোকানপাট উচ্ছেদ করেছেন এমনকি ভেঙেছেন ঘরবাড়িও। সেক্ষেত্রে এই ব‍্যবসায়ী শ্রেণীর ভোটে পিছিয়ে পড়তে পারেন তিনি। এর উপর রয়েছে সদ‍্য দল থেকে বহিষ্কৃত হওয়া বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম। তিনি সিলেট সিটির বিদ্রোহী প্রার্থী। জামায়াতের প্রার্থী তো আছেই। এ সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে বিজয়ী হতে রীতিমত বেগ পোহাতে হবে সদ‍্য বিদায়ী এই মেয়রকে।

এ প্রসঙ্গে বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী বার্তা২৪.কমকে বলেন, আমি যে স্বল্প সময় পেয়েছি নগরবাসীর জন্য সর্বোচ্চ কাজ করেছি। যাতে একটা পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে পারি সেজন্য নগরবাসীর সমর্থন চাই।

অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদর উদ্দীন আহমদ কামরান বিগত দুই মেয়াদে সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। তাকে বলা হয় জনগণের কামরান। দৃশ্যমান কোনো উন্নয়ন করতে না পারলেও জনসম্পৃক্ততা আর ২০ দলীয় জোটের বিরোধের কারণে তিনি নগরপিতা হয়ে যেতে পারেন বলে আশাবাদ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত দলের নেতাকর্মীদের।

এ প্রসঙ্গে কামরান বার্তা২৪.কমকে বলেন, আমি জনগণের সঙ্গে ছিলাম এবং আছি। মেয়র আরিফের যে উন্নয়নের কথা বলা হচ্ছে সে উন্নয়নের মাস্টারপ্লান কিন্তু আমি করেছিলাম। সিলেটের মানুষ চাই একটু ভালোবাসা, ভালো ব্যবহার। হিসেবে সিলেটে ভোটের আমাকে মূল‍্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি।

জিন্দাবাজার মোড়ে ভ্যানে করে কাঁঠাল বিক্রি করছেন ৭০ বছর বয়সী বৃদ্ধা মোহাম্মদ বাচন আলী। তিনি বলেন ভোট যেহেতু আছে সেটা কাউকে না কাউকে দিতে হবে। তাই দেশের বুঝিয়ে জেনেশুনে যোগ্য প্রার্থীকেই ভোট দেব। যে আমাদের দেশ ও জনগণের উপকার করবে তাকে ভোট দেবো।

লিডিং ইউনিভার্সিটির এক শিক্ষার্থী হক বলেন, আমি এবারই ভোটার। নতুন ভোটার হিসেবে আমি খুবই উচ্ছ্বসিত। তাছাড়া এখানে সুষ্ঠুভাবে নির্বাচন হবে বলে আশা করছি। আমার নিজের পছন্দের প্রার্থী রয়েছে তাকে ভোট দিব।

   

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তবে এসময় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছরের ১৯ এপ্রিল পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৫২ জন।

শুক্রবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) চার জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাতজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুই জন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে মোট সাতজন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট এক হাজার ৮২৬ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২৪ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং জন ১৩ জন নারী।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

;

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তবে এসময় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছরের ১৯ এপ্রিল পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৫২ জন।

শুক্রবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) চার জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাতজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুই জন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে মোট সাতজন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট এক হাজার ৮২৬ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২৪ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং জন ১৩ জন নারী।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

;

বিএনপি নেতাদের বক্তব্য সার্কাস মনে হয়: হাছান মাহমুদ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বিএনপি নেতা কর্মীদের বক্তব্য ও কর্মকাণ্ড সার্কাস মনে হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে 'ভুবনজোড়া শেখ হাসিনার আসন খানি' নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বানর যেমন নাচে সার্কাসে বিএনপি নেতা কর্মীর কার্যক্রম সে রকম ভাবেই ফুটে উঠে। কোনো কিছু হলেই তারা বিদেশিদের ধরনা দেয়। বিএনপির রাজনৈতিক দুর্বলতা সেখানেই। চেয়ে চেয়ে তারা মিটিং নেন, বিদেশিদের সাথে আলোচনা করেন। জনগণের কাছে যদি বিএনপি না যায় কোন বিদেশি তাদের ক্ষমতার আসনে বসাতে পারবে না। কারণ বাংলাদেশের ক্ষমতার মালিক এ দেশের জনগণ।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে নানা অপ্রচার চালানো হয়েছে। ইতিহাস পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। স্বাধীনতার খল নায়ককে (জিয়াউর রহমানকে) নায়ক বানানোর অপচেষ্টা করা হয়েছে। তবে এ অপচেষ্টার ফলে যে বিতর্কের সৃষ্টি হয়েছে। সে বিতর্কের কবর রচনার প্রজেক্ট নেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে শেখ হাসিনার জন্য। খালেদা জিয়া পহেলা বৈশাখ পালনে বাধা দিয়েছিলেন। তবে শেখ হাসিনা পহেলা বৈশাখে ছুটি ঘোষণা দিয়েছেন। ভাতা চালু করেছেন। সংস্কৃতি রক্ষায় প্রধানমন্ত্রীর যে চেষ্টা তা সব স্থানেই প্রশংসিত।

শেখ হাসিনাকে মৃত্যুঞ্জয়ী উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান ও এরশাদের পৃষ্টপোষকতায় বার বার প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা চালানো হয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছে। তবে তিনি তো মৃত্যুঞ্জয়ী। বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে তিনি জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।

এসময় বিশ্বের প্রতিটি দেশে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা আছে উল্লেখ করে বলেন, নারী নেত্রী হিসেবে শেখ হাসিনার নেতৃত্ব অর্জন বিশ্বে বিরল।

;

কটিয়াদীতে ভাতিজার টেটা-বল্লমের আঘাতে চাচা খুন



উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচা মতিউর রহমান বাদশাকে (৬২) দেশীয় অস্ত্র টেটা-বল্লম দিয়ে জখম করে হত্যার অভিযোগ উঠেছে নিহতের ভাতিজার বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে (১৮ এপ্রিল) মতিউর রহমান বাদশা মিয়ার ছেলের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান উপজেলা মসুয়া ইউনিয়নেন চরবেতাল গ্রামে মৃত ফালু মিয়ার ছেলে।

নিহতের চাচাত ভাই জসিম উদ্দিন জানান মতিউর রহমান বাদশা সঙ্গে চাচাত ভাতিজা ইসমাঈলের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে মতিউর রহমান তার ছেলের বাড়িতে যাওয়ার পর তার ভাতিজাসহ বাড়ির লোকজন মিলে মতিউর রহমানকে টেটা-বলম দিয়ে আগাত করলে বল্লমের আচার ভেঙ্গে টেটা-বল্লম বুকে আটকে যায়। আহত অবস্থায় বাদশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মৃত্যু বরণ করেন।

কটিয়াদী মডেল থানার (ওসি) তদন্ত মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘনটার ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলেই মামলা হবে। হত্যাকারীদের বিরুদ্ধে গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।

;