যে কারণে আ‌রিফুল আবারও শক্ত প্রার্থী



সা‌ব্বির আহ‌মেদ, সি‌নিয়র ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সিলেট থেকে: বাস থে‌কে নে‌মেই চোখ যায় টার্মিনালের যত্রতত্র হ-য-ব-র-ল গা‌ড়ির বহরে। আ‌রিফুল হক ৬০ কো‌টি টাকায় নির্মিত নতুন টা‌র্মিনা‌লে গাড়িগুলো নিয়ে যাচ্ছেন।

মূল শহ‌রে ঢুক‌লেই সি‌লে‌টের প্রাণ বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকা। আগের চেয়ে প‌রিচ্ছন্ন। ফুটপাতগু‌লো দখলমুক্ত। হাঁটাচলার জন্য য‌থেষ্ট জায়গা। জলাবদ্ধতা যে শহ‌রের মুল সমস্যা এখন সেখানে বর্ষা মৌসু‌মেও এক ফোটা পা‌নি খুঁজে পাওয়া যাবে না। সিলেট সিটি করপোরেশেনের উন্নয়ন এখন এমন দৃশ্যমান। মেয়র আরিফুল তার ৫ বছর মেয়াদের আড়াই বছরে এ প‌রিবর্তন  এনে‌ছেন। বাকি আড়াই বছ‌র ছি‌লেন জে‌লের ভেত‌রে।

আরিফুল ব‌লেন, আড়াই বছ‌রে ৬০ থে‌কে ৭০ ভাগ কাজ ক‌রে‌ছি। জে‌লে না থাকলে শতভাগ কাজ করতে পেরেছি বল‌তে পারতাম।

‌মেয়রের দায়িত্ব নেওয়ার পর আরিফ প্রায় ২৯ মাস সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় কারাবন্দি ছিলেন। মেয়র নির্বা‌চিত হওয়ায় তাকে ঘটনার ১২ বছর পর আসামী করা হ‌য়ে‌ছে ব‌লে জানান তি‌নি।

আ‌রিফুল হক চৌধুরী মেয়র হওয়ার পর অ্যাকশন ভূ‌মিকায় ছি‌লেন প্র‌তি‌নিয়ত। ছড়া, খাল উদ্ধারে যখন তখন অ‌ভিযা‌ন চালিয়েছেন। যা শহ‌রের জলাবদ্ধতা নিরসনে বেশ ফলপ্রসু ভূ‌মিকা রাখে।

আ‌রিফুল ব‌লেন, মহানগরের রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে ছড়া খাল উদ্ধার পর্যন্ত যা করেছি, সবকিছুই বৃহত্তর স্বার্থে করেছি। নতুন প্রজন্মের কথা চিন্তা করে করেছি।

/uploads/files/b2ydMTpOdXmdbWWVGWRKnr6TVnu6RGlE9cWOxtNc.jpeg

হঠাৎ হঠাৎ বুলডোজার নি‌য়ে দখলকৃত দেওয়াল, ছড়া খা‌লের ওপর তৈরি স্থাপনা ভেঙে চুরমার ক‌রে দি‌তেন আ‌রিফ।

আর এসব কার‌ণে আ‌রিফ কিছু অং‌শের কা‌ছে বিরাগভাজনও হ‌য়ে‌ছেন। এমন‌কি আরিফুল হ‌ক রাস্তা দখলমুক্ত কর‌তে গি‌য়ে জোটের শরিক দল জামায়া‌তের স‌ঙ্গে বিবা‌দে জ‌ড়ি‌য়ে‌ছি‌লেন।

ত‌বে আ‌রিফুল হক বল‌লেন , এসব নগরবাসীর জন্য করে‌ছেন ব‌লে তারা তা‌কে ভোটের মা‌ঠে সু‌বি‌বেচনায় রাখ‌বেন।

এবারের সিলেট সিটি নির্বাচনে নগরবাসী আবারও মেয়র হিসেবে দেখতে চান বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হককে। সিএন‌জি অটো‌রিকশা ড্রাইভার, রিকশা চালক এমন‌কি নগরীর চাক‌রিজীবী শ্রেণিরও পছ‌ন্দের তা‌লিকায় প্রার্থী হি‌সে‌বে আস‌ছে আ‌রিফুলের নাম বলে জানায় তার নির্বাচন কাজে সংশ্লিষ্ট কর্মীরা।  

আ‌রিফুল জানান, দেশ‌সেরা প্র‌কৌশলী জা‌মিলুর রেজাসহ বি‌শেষজ্ঞদের সমন্ব‌য়ে সিলে‌টের মাস্টারপ্লান অনু‌মোদ‌নের জন্য মন্ত্রণালয় পা‌ঠি‌য়ে‌ছি। এরপরই আমার মেয়াদ শেষ হ‌য়ে গে‌ছে। নির্বা‌চিত হ‌য়ে সেই মাস্টারপ্লান ধ‌রে কাজ কর‌তে চাই। মাস্টারপ্লা‌নের প‌রিবল্পনায় সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, পানি সংকটের সমাধান, স্বাস্থ্যসেবা, আধুনিক বহুতল পার্কিং ভবন নির্মাণ, সৌন্দর্যবর্ধন, সড়ক সম্প্রসারণ, বিনামূলে ওয়াইফাই সেবা, বিনোদনের সর্বোত্তম ব্যবস্থা অর্ন্তভুক্ত।

মেয়র হ‌য়ে আ‌রিফুল জন‌প্রিয়তা বাড়া‌লেও ভো‌টের মা‌ঠে জ‌য়ী হ‌তে বাঁধা পেরুতে হবে তাকে। তার দ‌লের আ‌রেকজন প্রার্থী হ‌য়ে বাঁধ সে‌ধে‌ছেন। জোটের শরিক দল জামায়াতও দিয়ে‌ছে আলাদা প্রার্থী। অপর‌দি‌কে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভা‌বে একক প্রার্থীর সমর্থ‌নে প্রচারণায় সরগরম। তা‌দের প্রার্থীও দুই বারের মেয়র বদরউ‌দ্দিন আহমদ কামরান।

সব সমীকর‌ণ মিলে ৩০ জুলাই‌য়ের নির্বাচন আরিফুল হক চৌধুরীর সাম‌নে বেশ চ্যালেঞ্জ। যদিও এ চ্যালেঞ্জ মোকা‌বেলায় প্রত্যয়ী দেখা যা‌চ্ছে আরিফুলকে। গণনায় ধর‌ছেন না জামায়াত ও তার দল বিএন‌পি থে‌কে ব‌হিষ্কৃত হওয়া প্রার্থীকেও।

/uploads/files/utE6fvqTB5hhpeanDiowruGSOCOq3YzcsxKmy3sn.jpeg

নির্বাচনে সরকারকে কোনো 'কূটকৌশল' খাটাতে দিবে না বলে জানান আরিফুল ও তার সমর্থকরা। নির্বাচনে মরণপণ লড়াই করার ঘোষণা আ‌গেই দি‌য়ে‌ছেন আ‌রিফুল। হুঁশিয়া‌রি দি‌য়ে বল‌ছেন, 'এটা সিলেট; প‌বিত্র ভূ‌মি। এখা‌নে কেউ পাপ ক‌রে টিকে থাক‌তে পা‌রবে না। অলি আউ‌লিয়ার মা‌টি‌তে সরকা‌রের কর্মকর্তা আমলারা অ‌নিয়ম কর‌লে স‌ঙ্গে প্র‌তি‌শোধ নেওয়া হয়ে যায়।'

সি‌লে‌টের মানু‌ষের প্রত্যাশা শা‌ন্তিপূর্ণ নির্বাচন। গত এক সপ্তা‌হে একা‌ধিকবার মেয়র প্রার্থীরা এক‌ত্রিত হ‌য়ে হাতে হাত ‌রে‌খে‌ছেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। তা‌দের হাসিমুখ সাধারণ মানুষ‌কে শান্তিপূর্ণ ভো‌টের ই‌ঙ্গিত দি‌য়ে‌ছে।

তরুণ ভোটার ও রেস্টু‌রেন্ট উ‌দ্যোক্তা আব্দুল্লাহ চৌধুরী ব‌লেন, অতী‌তে কোন মেয়র চৌহাট্টার ৪০ ফুট রাস্তা‌কে ২০০ ফুট করার উ‌দ্যোগ নেন নি, আম্বরখানার ম‌তো গুরুত্বপূর্ণ প‌য়ে‌ন্টের ব্যা‌ক্তি দখ‌লে চ‌লে যাওয়া ভূ‌মি উদ্ধার করে সড়ক সম্প্রসারণ করেন‌নি। সদ্য সা‌বেক মেয়র আ‌রিফ এসব ক‌রে‌ছেন। তার দৃশ্যমান এসব উন্নয়নের কার‌ণে মানু‌ষের দৃ‌ষ্টি‌তে তি‌নি লে‌গে আ‌ছেন।

‌সি‌লেট জর্জ‌কো‌র্টের তরুণ আইনজী‌বি মশিউর রহমান চৌধুরীর চো‌খেও উন্নয়ন বড়। যি‌নি উন্নয়ন ক‌রে‌ছেন, নগ‌রে চল‌তে ফির‌তে স্ব‌স্তি দি‌য়ে‌ছেন তারই আবার মেয়র হওয়া উ‌চিত।

পরিবর্তন ও উন্নয়নের স্লোগান তুলে ২০১৩ সালের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩১ হাজার ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়ে‌ছি‌লেন আ‌রিফুল। ওই নির্বাচনে তিনি পেয়েছিলেন ১ লাখ ৭ হাজার ৩৩০ ভোট। আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছিলেন ৭২ হাজার ১৭৩ ভোট। এবারের নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী কামরান। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএন‌পি থে‌কে বি‌দ্রোহী হ‌য়ে ব‌হিষ্কৃত হওয়া প্রার্থী মহানগর বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সে‌লিমও। নিজস্ব প্রার্থী নি‌য়ে মা‌ঠে নেমেছে জামায়াতও। আগামী ৩০ জুলাই নির্বাচন। প্রচারণায় জমজমাট এখন সি‌লে‌ট নগ‌রের পথঘাট।

   

করতোয়া নদী থেকে তাঁত শ্রমিকের মরদেহ উদ্ধার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সিরাজগঞ্জে করতোয়া নদীতে মোতালেব হোসেন (৫৫) নামের এক তাঁত শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোতালেব হোসেন জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া গ্রামের মৃত বুজরত আলীর ছেলে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে শাহজাদপুর উপজেলার করতোয়া নদীতে বৃদ্ধার মরদেহ ভেসে উঠলে স্থানীয় গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়।

পরে থানার অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মোঃ কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, নিহত মোতালেব একজন তাঁত শ্রমিক ছিলো। পাশাপাশি তার মাছ ধরার নেশা ছিল। ধারণা করা হচ্ছে সে মাছ ধরার সময় পানিতে ডুবে মারা গেছে। 

তিনি আরো বলেন, নিহত মোতালেব নদীতে মাছ ধরার জন্য গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলো এরপর তার কোন সন্ধান মেলেনি। মরদেহ ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

;

বরিশালে ট্রাক ভর্তি আলু লুটের মামলার আসামি গ্রেফতার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ট্রাক ভর্তি আলু লুটের মামলার আসামি সাইফুল ইসলামকে (৪৩) গ্রেফতার করেছে জেলার গৌরনদী হাইওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃতর বিরুদ্ধে ডাকাতি ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। 

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, রংপুর মেট্রোপলিটন এলাকার তাজহাট থানায় দায়েরকৃত মামলার আসামি সাইফুল বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। পুলিশ সুপারের এমন বার্তা পাওয়ার পর মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় নবীনবরন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

সাইফুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার আব্দুল মাজেদের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা তাজহাট থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, গত ৪ এপ্রিল রংপুরের রিয়াজ নামের আলু ব্যবসায়ী সাতক্ষীরার একটি ট্রাকের মাধম্য আলু প্রেরণের জন্য সাইফুল ইসলামের ট্রাক ভাড়া করেন। পরবর্তীতে ট্রাকে ২৩৫ বস্তা আলু ভর্তি করে পাঠানো হয়।

পরেরদিনও সাতক্ষীরায় আলু না পৌঁছানোর কারণে মোবাইল ফোনে সাইফুলের সাথে যোগাযোগের পর তিনি নানা তালবাহানা শুরু করেন। এমনকি ব্যবসায়ীর কাছে ট্রাকের যে কাগজপত্র দেওয়া ছিলো তাও ভুয়া। এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেন।

জিল্লুর রহমান আরও জানান, বুধবার ভোলা থেকে ট্রাক চালক মোক্তার হোসেন খন্দকারকে গ্রেফতার করা হয় এবং অপর আসামি সাইফুলকে বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরনদী হাইওয়ে থানা পুলিশ গ্রেফতার করেছে।

;

করতোয়া নদী থেকে তাঁত শ্রমিকের মরদেহ উদ্ধার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সিরাজগঞ্জে করতোয়া নদীতে মোতালেব হোসেন (৫৫) নামের এক তাঁত শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোতালেব হোসেন জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া গ্রামের মৃত বুজরত আলীর ছেলে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে শাহজাদপুর উপজেলার করতোয়া নদীতে বৃদ্ধার মরদেহ ভেসে উঠলে স্থানীয় গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়।

পরে থানার অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মোঃ কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, নিহত মোতালেব একজন তাঁত শ্রমিক ছিলো। পাশাপাশি তার মাছ ধরার নেশা ছিল। ধারণা করা হচ্ছে সে মাছ ধরার সময় পানিতে ডুবে মারা গেছে। 

তিনি আরো বলেন, নিহত মোতালেব নদীতে মাছ ধরার জন্য গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলো এরপর তার কোন সন্ধান মেলেনি। মরদেহ ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

;

বরিশালে বাস চাপায় সিএনজি যাত্রী নিহত 



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,বরিশাল
বরিশালে বাস চাপায় সিএনজি যাত্রী নিহত 

বরিশালে বাস চাপায় সিএনজি যাত্রী নিহত 

  • Font increase
  • Font Decrease

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার নামক এলাকায় শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ঢাকাগামী বেপরোয়াগতির হানিফ পরিবহনের একটি বাসের চাপায় দুমড়ে মুচরে গেছে বরিশালগামী সিএনজি।

এতে ঘটনাস্থলেই গোলাম কিবরিয়া (৩৫) নামের এক সিএনজি যাত্রী নিহত ও চালকসহ এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

নিহত গোলাম কিবরিয়া বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ডের ধোপাবাড়ি মোড় এলাকার বাসিন্দা। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকের এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রী জাহিদুল ইসলাম ও সিএনজি চালক মোস্তফা হাওলাদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি হানিফ পরিবহনের ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।  

;