মক্কায় হাজীরা যার ‘মেহমান’



 জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সৌদি আরব থেকে: ওমরাহ বা হজ্ব করতে আসা বাংলাদেশিরা আমার কাছে মেহমান। ব্যবসা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে হাজীদের ‘খেদমত’ করার বিষয়টিই আমার কাছে সবচাইতে বেশি অগ্রাধিকার। এই নীতি আর আদর্শই আমাকে এ অবস্থানে নিয়ে এসেছে।

বার্তা২৪.কমের সঙ্গে আলাপকালে এমনটিই বলছিলেন পবিত্র নগরী মক্কায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী।

কাবা ঘরকে ঘিরে গোটা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মিলনমেলা বসে এই নগরীতে। এখনকার বিখ্যাত মসজিদ ‘আল হারামের’ কাছে গ্র্যান্ড মক্কা হোটেলের পেছনে সেবা আমির জবলে সউদান এলাকায় জসীম উদ্দিন গড়ে তুলেছেন ‘ঢাকা হোটেল এন্ড বিরিয়ানী হাউজ" নামের বিশাল এক রেস্টুরেন্ট।

/uploads/files/sIKM4X8P270kancnziStLZM68Kn4xAM6yYS0deda.jpeg

রেস্টুরেন্টে বছর জুড়েই লেগে থাকে ব্যস্ততা। রমজান মাস আর হজ্বের মওসুম এলে তো কথাই নেই, তা বেড়ে যায় বহুগুণে। রমজান মাসের শেষ দশদিন না‘জাতের। বছরের এ সময়টাতে বিশ্বের নানা দেশ থেকে ওমরাহ'র উদ্দেশে লাখো মানুষ আসে মক্কায়। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোটা মক্কা নগরী।

এমন ভিড়ে বাংলাদেশিদের সংখ্যাটাও কম নয়। তাদের আগমনে "ঢাকা হোটেল এন্ড বিরিয়ানী হাউজ" যেন হয়ে ওঠে এক খন্ড ‘বাংলাদেশ’। 

বিদেশ ভুঁইয়ে আসা এমন বাংলাদেশিদের পাতে দেশি খাবার তুলে দিতেই সর্বাত্মক প্রচেষ্টা ঢাকা হোটেল এন্ড বিরিয়ানী হাউজের স্বত্বাধিকারী জসীম উদ্দিনের।

চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার চুড়ামনি গ্রামের আলহাজ্ব কবির আহমেদ চৌধুরীর ছেলে জসীম। পড়াশোনার পাট চুকিয়ে বছর বিশেক আগে পাড়ি জমান মক্কায়। তখন তার ভরসা বলতে ছিলো বড়ভাই। এখন জসীমসহ পাঁচ ভাই জমিয়ে ব্যবসা করছেন মক্কায়।

জসীম প্রবাস জীবনে পা রেখেই যুক্ত হন ব্যবসায়। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয় নি তার।

প্রতিদিন আড়াই থেকে প্রায় ৩ মণ গরুর মাংস বিক্রি হয় তার হোটেলে। এর বাইরে থাকে দেশ থেকে আসা ইলিশ,রুই,কাচকিসহ রকমারি স্বাদের মাছ তো রয়েছেই।

/uploads/files/1tqG6xBOZpr6mLnFmIdfnqdRKb4d00Clq3t9LFEs.jpeg

মক্কায় দেশি খাবারের স্বাদ নিতে হলে প্রতি বেলায় গুণতে হয় ১৫ থেকে ২০ রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যা ৩শ'থেকে ৪শ' টাকা। তবে জসীম উদ্দিন চৌধুরীর হিসেবটা অন্যদের থেকে ভিন্ন। তিনি আসছে হজ্ব মওসুমে হাজীদের মাত্র ২০ রিয়ালেই তিন বেলা খাবারের ব্যবস্থা নিশ্চিত করেছেন।

জসীম জানালেন, গতবার ২০ হাজার বাংলাদেশি হাজীর খাবার সরবরাহ করেছি। এবার লক্ষ্য আরো বেশি। আমাদের হোটেলের সব মাছই আসে বাংলাদেশ থেকে। সে অর্থে দেশ থেকে আমদানী করা মাছের বদৌলতে রপ্তানির চাকা যেমন ঘুরছে, তেমনি ২৫ জনের কর্ম সংস্থানের মাধ্যমে বৈদেশিক মুদ্রা প্রেরণে আমরাও ভূমিকা রাখছি।

তবে আমাদের এই ভূমিকাকে আরো বেশি করে উৎসাহ দিলে দেশে প্রবাসীদের বিনিয়োগ বাড়বে বলে জানান তিনি।

জসীম উদ্দিন মনে করেন, প্রবাসীদের উৎসাহ দিতে সরকার দূতাবাসের মাধ্যমে তাদের সন্মানিত করতে পারে। সেই সন্মান এক ধরনের স্বীকৃতিও। সরকারি বিভিন্ন উদ্যোগে প্রবাসী ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। তবেই দেশের বৈদেশিক মুদ্রা যেমন বাড়বে,তেমনি বিনিয়োগও বাড়বে।

এছাড়া প্রবাসীদের দেশে পাঠানো অর্থ ও বিনিয়োগের পরিমাণ ও ভূমিকা বিবেচনায় সিআইপি কার্ড প্রদানের দাবীও করেন। এটা প্রবাসী ব্যবসায়ীদের মর্যাদাকে যেমন বাড়িয়ে দেবে, তেমনি দেশকেও সমৃদ্ধ করবে- যোগ করেন  প্রবাসী ব্যবসায়ী জসীম উদ্দিন চৌধুরী।

   

ঝোড়ো হাওয়াসহ ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন বার্তা দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর পরের ২৪ ঘণ্টা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আর শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা শুধু চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে বাগেরহাটের মোংলায় বৃহস্পতিবার (২৮ মার্চ) দেশের সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ১৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে শুক্রবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যা শনিবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে।

;

পাঁচ অঞ্চলের নদী বন্দরে সতর্কতা সংকেত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামসহ দেশের পাঁচ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলা হচ্ছে। এছাড়াও এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

;

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্র মন্ত্রণালয়কে মানবাধিকার সম্পর্কিত একটি নতুন শাখা চালু করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্প কুতুপালং এবং ভাসানচর পরিদর্শনের জন্য বৈঠকে প্রস্তাব করা হয়।

কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শাহরিয়ার আলম, নাহিম রাজ্জাক, নিজাম উদ্দিন জলিল, নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান, সাইমুম সারওয়ার, জারা জাবীন মাহবুব অংশ নেন।

 

;

ঢাকাসহ ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকাসহ দেশের আট জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলা হচ্ছে।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

;