নির্মাণ করতে ৭ বছর, উদ্বোধনের অপেক্ষায় আরও ৭ বছর



শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
পাইকারি কাঁচাবাজার আমিনবাজার (গাবতলী),  ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পাইকারি কাঁচাবাজার আমিনবাজার (গাবতলী), ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

  • Font increase
  • Font Decrease

একটি প্রকল্প শেষ করতে লাগল সাত বছর। শেষ করে পরবর্তী সাত বছরেও উদ্বোধন করা সম্ভব হয়নি। অথচ এর পেছনে ব্যয় করা হয়েছে ৩৩০ কোটি টাকা। উদ্বোধনের আগেই ভবনের কাঁচ, সিঁড়ি, মেঝে সব খুলে পড়ছে। আদৌ আলোর মুখ দেখবে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। তবে ঠিক কি কারণে আলোর মুখ দেখছে না তার কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি দায়িত্বশীলদের কাছ থেকে।

এমনই একটি অসাড় প্রকল্প হলো পাইকারি কাঁচাবাজার আমিনবাজার (গাবতলী) ব্লক বি-১। রাজধানীর দ্বীপ নগরে অবস্থিত এই কাঁচাবাজার। কিন্তু এ বিষয়টি জানেন না আশপাশের বাসিন্দারা। গাবতলী বেঁড়িবাঁধের পাশেই অবস্থিত কাঁচাবাজারটি এখনও আলোর মুখ দেখেনি।

এর পেছনে ব্যয় করা হয়েছে ৩৩০ কোটি টাকা

গত ১১ সেপ্টেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম সেখানে যান বেলারুশ থেকে আমদানি করা কিছু যন্ত্রের কার্যকারিতা দেখতে। সঙ্গে ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সেখানেই মেয়রের কাছে জানতে চাওয়া হয়েছিল মার্কেটটি এখনও উদ্বোধন হলো না কেন? উত্তরে মেয়র বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'আমিও জানি না, মন্ত্রী আছে তাকে জিজ্ঞেস করো। এত বড় একটা মার্কেট নির্মাণ করার পর উদ্বোধন হলো না কি কারণে আমি অফিসে যেয়ে জানতে চাইব।'

ফাঁকা মার্কেট এখন বখাটেদের আড্ডাস্থল 

 

কাওরানবাজার হতে কাঁচাবাজার স্থানান্তরের বিষয়ে মন্ত্রী বলেছিলেন, আমরা এরই মধ্যে একটি বৈঠক করেছি। আবারও বসব। তবে আগের চাইতে অনেক অগ্রগতি হয়েছে। কত দিনের মধ্যে সরবে বা আদৌ সরবে কি না সে বিষয়ে কোনো মন্তব্য করেননি মন্ত্রী।

সরেজমিনে দেখা গেছে, কাঁচাবাজারের দোতলায় ওঠার সিঁড়ির পলেস্তার খসে পড়েছে, বের হয়ে গেছে রড। অন্যদিকে সিঁড়ির পাশে যে গ্লাস দেওয়া হয়েছিল সেগুলো ভেঙে গেছে অনেক আগেই।মার্কেটের বেইজমেন্টে জমে আছে পানি। ভেতরে দুই একটি সাঁটার খোলা দেখা যায়। সেখানেও রয়েছে বখাটেদের আড্ডা। এমনকি বখাটেরা দোকানের ভেতরে মাদক নেওয়ার পর তাদের প্রয়োজনীয় উপকরণ ফেলে রেখে গেছেন।

কথা ছিল রাজধানীর কাওরান বাজারের উপর চাঁপ কমাতে রাজধানীর অদূরে মার্কেট করা হবে। তারই অংশ হিসেবে এই কাঁচাবাজার নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণ করা হলেও এখনও বেহাল দশায় পড়ে আছে। এখানে প্রায় ৪০০টির মতো দোকান রয়েছে। এই বাজারের উত্তর পাশে রয়েছে ডিএনসিসি'র যান্ত্রিক বিভাগ। সেখানে পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল ডিএনসিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানের কাছে। তিনি আবার কাঁচাবাজার প্রকল্পের প্রকল্প পরিচালক। তিনি বলেন, প্রকল্পটি ২০০৭ সালে শুরু হয় শেষ হয় সম্ভাবত ২০১২ বা ১৩ সালে। আমি তখন এই বিভাগের দায়িত্বে ছিলাম না। কেন কি কারণে খুলে দেওয়া হয়নি সেটা জানি না।

   

থাই রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরাক্লাওচাউয়ুয়া ও রানি সুথিদা বজ্রসুধাবিমলালক্ষ্মণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থাইল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডুসিট প্রাসাদের অ্যামফোর্ন সাথার্ন থ্রোন হলে রাজা ও রানির সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে তারা কুশল বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে বুধবার থাইল্যান্ডে আসেন।

এর আগে, সকালে জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৪ থেকে ২৯ এপ্রিল সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

বাংলাদেশ ও থাইল্যান্ড দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনার আগ্রহপত্রসহ বেশ কয়েকটি সহযোগিতার নথিতে স্বাক্ষর করবে।

বাংলাদেশ এবং থাইল্যান্ড সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করতে পারে, শক্তি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং সম্পর্ক সম্প্রসারণের জন্য পর্যটন খাতে সহযোগিতা এবং শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে আরও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারে।

;

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা

  • Font increase
  • Font Decrease

সিলেটে পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় কোম্পানীগঞ্জের গৌরিনগর খাগাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৪ জন।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচজন যাত্রী নিয়ে সিলেট থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশা কোম্পানীগঞ্জের গৌরিনগর এলাকায় পৌঁছালে
পাথর বোঝাই সিলেটগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

রাত ১১টা পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কারো নাম-পরিচয় জানা যায়নি।

;

ময়মনসিংহে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় আতিক রহমান (৬০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আবুল মুনসুর নামে এক শিক্ষক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ -ফুলবাড়িয়া সড়কের উপজেলার দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিক রহমান উপজেলার বালিয়ান ইউনিয়নের বৈদ্যবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

ফুলবাড়িয়া থানার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ থেকে মোটরসাইকেল করে দুইজন ফুলবাড়িয়া ফিরছিলেন।
এসময় ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দশমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী মাছের পোনাবাহী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আতিক রহমান মারা যান। মোটরসাইকেল চালক আবুল মুনসুর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ওসি রাশেদুজ্জামান আরও বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ঘাতক পিকআপ জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

;

কেসিএমসিএইচ'র সঙ্গে বেক্সিমকো এলপিজির অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কর্মীদের উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে বেক্সিমকো এলপিজি।

এই চুক্তির অধীনে, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল বেক্সিমকো এলপিজির সব কর্মীর জন্য বিশেষ ছাড়ে তাদের অন্তঃবিভাগ ও বহির্বিভাগের স্বাস্থ্যসেবা প্রদান করবে। এছাড়া অফিসের পরিচয় পত্র দেখিয়ে কর্মচারীদের পরিবারের সদস্যরাও বিশেষ ছাড়ে চিকিৎসা সেবার সুবিধা গ্রহণ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাসপাতালটির পরিচালক ডা. মোস্তফা কামাল ও ডা. এম এ আলী। আর বেক্সিমকো এলপিজির পক্ষে উপস্থিত ছিলেন বেক্সিমকো এলপিজির মংলা প্ল্যান্টের প্ল্যান্ট ম্যনেজার আবু তাহের মোহাম্মদ ফারুক, সিসিও এম মুনতাসির আলম এবং অ্যাডমিন জিএম আসাদ-উজ-জামান।

;