বাঁধ রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে



সেন্ট্রাল ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
ড. আইনুন নিশাত, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ড. আইনুন নিশাত, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

  • Font increase
  • Font Decrease

ড. আইনুন নিশাত পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ। তিনি ২০০৯ সালে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনসহ একাধিক আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

২০১৭ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই সাবেক অধ্যাপক বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ ছাড়াও বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা ও প্রকল্পে কাজ করেছেন। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ এর ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন।

সম্প্রতি দেশের বিদ্যমান বন্যা পরিস্থিতি নিয়ে বার্তাটোয়েন্টিফোর.কম তার মুখোমুখি হয়। আলাপচারিতায় তিনি বন্যা পরিস্থিতির নানা দিক নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন শিমুল সুলতানা।

 

দেশের বেশকিছু এলাকা এখন পানির নিচে। অন্য এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা

আইনুন নিশাত: আমরা কথা বলছি জুলাই মাসের মাঝামাঝির পর অর্থাৎ শ্রাবণ মাসের শুরুর দিকে। এ সময় বৃষ্টিপাত হওয়া, নদ-নদীর পানি বাড়া ও নদীর পানি বেড়ে দুই কূল উপচে প্লাবনভূমিতে পানি ঢোকাও খুব স্বাভাবিক। আজ থেকে ৩০, ৪০, ৫০ বছর আগে দেশের এক ভাগ এলাকা এই সময় পানির তলায়ই থাকত।

একটা এলাকা কতটা পানির তলায় থাকবে তার একটা স্বাভাবিক মাত্রা আছে। যেমন সুনামগঞ্জের তাহিরপুর বা জামালগঞ্জে হাওরাঞ্চলে এখন ১৫/২০ ফুট পানি থাকা খুবই স্বাভাবিক। স্যাটেলাইটের মাধ্যমে দেখলে দেখা যাবে, এখন ওই এলাকা পুরো পানিতে ডুবে আছে।

বলা হলো, লোকজন পানিবন্দী, কথাটা একেবারে বেঠিক। কারণ ওই এলাকায় কী উচ্চতায় পানি আসবে, সেটা জেনেই জমির ব্যবহার করা হয়, অর্থাৎ হাওরে বর্ষাকালে কোনো ধান লাগানো হয় না এবং একটা উঁচু ঢিবির উপরে গ্রামটা বানানো হয়। গ্রামে কি পানি উঠেছে? উঠানে কি পানি উঠেছে? উত্তর হচ্ছে না। কাজেই মাঠে ধান নেই, বাড়ির উঠানে পানি ওঠেনি, তাহলে তো ওই এলাকার লোকজন এটাকে স্বাভাবিক বলেই জানে।

ফরিদপুর বা গোপালগঞ্জ এলাকা আরো ৫০/৬০ বছর আগে বর্ষায় ডুবে যেত। যে জমিতে পাট আছে, আউশ ধান আছে, তা তিন/চার দিন পানিতে ডুবে থাকলেও তেমন ক্ষতি হতো না। গ্রামগুলো ঢিবির উপরে ছিল। কিন্তু পরে আমরা কৃষিতে উৎপাদন বাড়াতে দেশীয় প্রজাতির ধানের পরিবর্তে উচ্চ ফলনশীল ধান লাগানোর জন্য নদীগুলোতে বাঁধ দিলাম। যাতে নদীর পানি ভেতরে ঢুকতে না পারে। এটা করে আমরা প্লাবনভূমিগুলো শুকনা বানিয়ে ফেললাম। এ কাজটি হয়েছে ৬০, ৭০, ৮০’র দশকে এবং এখন্ও হচ্ছে।

বিপদসীমার ওপরে পানি। বন্যা প্রতিরোধে বাঁধগুলোর ভূমিকা 

আইনুন নিশাত: দেশের শতকরা ৭০-৮০ ভাগ এলাকাতে বন্যা নিয়ন্ত্রণকারী বাঁধ হয়েছে অথবা রাস্তা তৈরি হয়েছে, যেটার কারণে পানি নদী থেকে আর ভেতরে ঢোকে না, প্লাবনভূমিগুলো আর ডোবে না। এভাবে আস্তে আস্বে আমরা প্লাবনভূমিতে পানি আসার কথা ভুলে গেলাম। উঁচুতে বাড়ি না করে সমতলেই বাড়ি করা শুরু করলাম। অর্থাৎ আমরা মানুষকে একটা নিরাপত্তা দিলাম। যে লোকগুলো ওই নিরাপত্তা বেষ্টনীর বাইরে আছে, যেমন চরাঞ্চলের বাড়ি ডুববে, উঠান ডুববে এটাই স্বাভাবিক।

বিপদসীমা এটাতো একটা আরবিটরারি টার্ম। নদীর পাড় উপচে যেখানে বাঁধ আছে সেখানে বাঁধের ওপর থেকে তিন চার ফুট নিচ পর্যন্ত বলা হয় বিপদসীমা। অর্থাৎ বাঁধটি না থাকলে জমিতে কিন্তু তিন-পাঁচ ফুট পানি থাকত, আর স্বাভাবিকভাবেই বিপদসীমা ছুঁইছুঁই হলেই চরটা ডুবে যাওয়ার কথা। চরে উঁচু করে যারা বাড়ি বানিয়েছে, তারা নিরাপদ। আর বাঁধের ভেতরে যারা আছে তাদের নিরাপত্তা নির্ভর করছে বাঁধের স্থায়ীত্বের ওপর। এখন নির্মাণের ত্রুটির কারণে, রক্ষণাবেক্ষণের অভাবে যদি বাঁধের ক্ষতি হয়, তবে তো বন্যা হবেই। তাই এটাকে আমি প্রাকৃতিক বন্যা বলব না, বলব মানবসৃষ্ট বন্যা। কারণ, নদীতে যে পরিমাণ পানি থাকার কথা সেটা স্বাভাবিকভাবেই আছে। যেমন যমুনার আরিচায় পানি এখন বিপদসীমার সামান্য ওপরে। এটা এ সময়ে খুবই স্বাভাবিক। এখানে সেপ্টেম্বরে তৃতীয় সপ্তাহ পর্যন্ত পানি বিপদসীমার ওপরে থাকতে পারে। কাজেই কিছু ব্যতিক্রম ছাড়া নদী খুব স্বাভাবিক আচরণই করছে। এ বছর খুব খারাপ অবস্থা গেছে ডালিয়া জুড়ে।

জুন মাসের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত যে কোনো সময় পানি বাড়তে পারে। কিন্তু বাড়লে আবার খুব দ্রুত নেমেও যায়। এখন আরিচার পানি জুলাইয়ের ৫/৬ তারিখ বিপদসীমার নিচে ছিল। আস্তে আস্তে এটা বাড়ছে। আরো ৫/৬ দিন বাড়বে। কারণ যমুনা দিয়ে ভারত থেকে যে পানিটা আসছে সেটা নেমে যাচ্ছে। কয়েকদিন পর চাঁদপুরে পানি বাড়বে।
বন্যা পূর্বাভাস বুঝতে হবে। কৃষির জন্য পূর্বাভাস কাজে আসবে না। কারণ ধান লাগিয়ে ফেললে তো ডুবে যাবে। কিন্ত যেখানে বাঁধ আছে, বাঁধের ভেতরে লোকদের নিরাপদ থাকার কথা।

 

চট্টগ্রামে পানি বেড়েছে, ঢাকায়ও বন্যা হতে পারে

আইনুন নিশাত: এখন টট্টগ্রাম শহরের অবস্থা খুব খারাপ। ঢাকাতে কয়েকদিনের মধ্যেই পানি চলে আসতে পারে। এখন ডেমরা এলাকায় পানি বিপদসীমার নিচে থাকলেও আস্তে আস্তে বাড়ছে। আগামী ১০ দিন পানি বাড়বে। আগামী ২৫/২৬ তারিখ নাগাদ পানি বিপদসীমা অতিক্রম করবে। পানি বাড়লেও শহরের পশ্চিমাংশ (আশুলিয়া হয়ে মিরপুর, কল্যাণপুর, মিডফোর্ড, বুড়িগঙ্গা ১ নম্বর সেতু, মেয়র হানিফ সেতু, সায়দাবাদ, বিশ্বরোড, মালিবাগ, এয়ারপোর্ট) সুরক্ষিত থাকার কথা। বুড়িগঙ্গা ও তুরাগের থেকে ঢাকা সুরক্ষিত। এ বাঁধটি না থাকলে হয়ত পল্লবী, আদাবার আজ পানির নিচে থাকত। ঢাকার পূর্ব দিকে কোনো প্রকেটশন নেই। দক্ষিণের বালু নদীর আশপাশের এলাকা প্লাবিত হবে এবং এর জন্য গ্রামের লোকও প্রস্তুত। ওই এলাকায় আর সাতদিন পরে স্বাভাবিকভাবেই অনেক পানি আসবে।

 

দক্ষিণ ডিএনডি এলাকা সংরক্ষিত। সেখানে বাইরে থেকে পানি আসে না। সমস্যা হচ্ছে সংরক্ষিত এলাকার ভেতরের পানি বের করার ব্যবস্থা নেই। ভেতরের বৃষ্টির পানি বের করে দেওয়ার পাম্প (গোড়ান, কল্যাণপুর, নারিন্দা, কমলাপুর, হাতিরঝিলের পাম্প) স্টেশনগুলো কাজ করছে না।
৪/৫ দিন আগে আষাঢ়ে পূর্ণিমা ছিল। সে সময় সমুদ্রের ভরা কটাল অনেক উঁচুতে ছিল। সেই সঙ্গে নিম্নচাপ থাকায় পানি ফুলে উঠেছিল। ওদিকে চট্টগ্রামের পাহাড় অঞ্চলেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি নামতে পারেনি কারণ নদীও ভরাট। সমাধান হচ্ছে কর্ণফূলী ঘেঁষে নদীর বাঁধ বানাতে হবে, খালগুলোর মুখে অবকাঠামো নির্মাণ করতে হবে। অর্থাৎ ভেতরের পানি বের করার জন্য রেগুলেটর লাগবে আর বাইরের পানি যাতে না ঢুকতে পারে সেজন্য বাঁধ বানাতে হবে।

নদীগুলোর নাব্যতা কমার কারণ

আইনুন নিশাত: বাংলাদেশ বন্যার দেশ। হাজার বছর ধরে বন্যার মধ্য দিয়েই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আমরা নদীর দিকে গত ৫০/৬০ বছরে কোনো নজর দেইনি, যত্ন ও রক্ষণাবেক্ষণ করিনি। ফলে নদীগুলো অনেক প্রশস্ত হয়ে গেছে। যেমন হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নদী ১.৮ কিলোমিটার প্রশস্ত। কিন্তু আরেকটু ভাটিতে এলে ৬ কি.মি.। কাজেই নদীগুলোর দিকে নজর দিতে হবে যাতে তার গভীরতা বাড়ে। ড্রেজিং করে গভীরতা বাড়বে না। কারণ উজান থেকে পলি আসবে। ড্রেজিং করলে দুই বছরের মধ্যে ভরাট হয়ে যাবে। আমার ধারণা ইতোমধ্যেই সরকার কয়েক হাজার কোটি টাকা ড্রেজিংয়ের পেছনে ঢেলেছে। কারিগরি বিশেষজ্ঞরা সেডিমেন্ট মুভমেন্টের বিষয়টি মাথায় না রেখেই ড্রেজিংয়ের পরামর্শ দিচ্ছেন। ড্রেজিংয়ের সঙ্গে যদি নদী শাসনকে সম্পৃক্ত করে নদীর পলি পরিবহন ক্ষমতা বিবেচনায় না আনা হয়, তবে ড্রেজিংয়ের পেছনে হাজার কোটি টাকা প্রতি বছর খরচ করেও কোনো লাভ হবে না।


বাঁধগুলো রক্ষণাবেক্ষণ

আইনুন নিশাত: এ কাজে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে করতে হবে। ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাজে লাগাতে হবে। বড় সংস্কার লাগলে পানি উন্নয়ন বোর্ড করবে। আর বন্যা পূর্বাভাসটা ঠিক মতো বুঝতে হবে।

বাঁধকে যদি রাস্তা হিসেবে ব্যবহার করতে পারলে ভালো। টঙ্গী-আশুলিয়া-মিরপুর বাঁধ রাস্তা হিসেবে চমৎকার কাজ করছে। তারপরও চরম অবস্থা আসতেই পারে, যেমন তিস্তার ডালিয়া পয়েন্টে এবার কয়েক ঘণ্টার জন্য পানির স্তর সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জের নদীগুলোর অবস্থাও ভালো নয়। সেখানকার পানির সীমারেখা বারবার আগের সীমা অতিক্রম করছে, কারণ অববাহিকাগুলো নষ্ট হয়ে গেছে। অববাহিকার পানি ধারণ ক্ষমতা নষ্ট হয়ে গেছে।

 জনগণের করণীয়

আইনুন নিশাত: আমাদের এখানে পানি উন্নয়ন বোর্ডের অত্যন্ত আপডেটেড বন্যা পূর্বাভাস আছে। সে অনুযায়ী প্রস্তুতিমূলক ব্যবস্থা নিলেই হবে। বাঁধের বাইরে যারা আছেন, যাদের জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই, তাদের এলাকা পানিতে ডুববেই। সেজন্য সেভাবে তাদের ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ জুলাই মাসে তাদের ধান লাগানো উচিত না। বর্ষার পানি নেমে গেলে ধান লাগাবেন। পাট লাগানোর কথা চিন্তা করতে পারেন ওই সময়।

এ ক্ষেত্রে সরকারের করণীয়

আইনুন নিশাত: বন্যা ব্যবস্থাপনা থেকে আমাদের নজর সরে গেছে। আর এখন একটা হুজুগ হচ্ছে, কোনো জায়গায় পানি উঠলেই সরকারকে দোষারোপ করা যে ত্রাণ দিচ্ছে না। আমি আবারও বলছি, কোন জায়গায় কী ধরনের পানি হতে পারে এটা আমরা জানি, তাহলে সে অনুযায়ী আমাদের প্রস্তুতি থাকবে না কেন? সরকার, মন্ত্রী-এমপি ও আমলারা ত্রাণ দিতে পছন্দ করেন। আমি মনে করি, তাদেরই ত্রাণ দেওয়া উচিত, যারা প্রকৃত দাবিদার, বৃদ্ধ, অনাথ, বিধবাদের দেওয়া উচিত। বন্যার সময় একটা অসুবিধা হয়, ওই এলাকায় স্বাভাবিক আয়ের রাস্তা বন্ধ হয়ে যায়, শ্রমের চাহিদা কমে যায়, কাজকর্ম থাকে না। কাজেই আমাদের যে অতি উন্নত মানের ব্যবস্থাপনা যেটা ৬০ বা ৭০’র দশক থেকে আস্তে আস্তে গড়ে তোলা হয়েছে, সেটা কার্যকর করার জন্য কোথায় কী অবস্থা হতে পারে স্থানীয়দের সেটা জানিয়ে আগে থেকেই তাদের প্রস্তুতিটা বাড়ানো যেতে পারে।

ঢাকা শহরে ৩০-৪০ মিলি মিটার বৃষ্টি হলেই অবস্থা খারাপ হয়ে যায়। ৩০০ মিলিমিটার বৃষ্টিপাতেও যাতে সমস্যা না হয় সেভাবে ঢাকা শহরের নকশা করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রাখতে হবে।


প্লাবনভূমিতে জনবসতি

আইনুন নিশাত: আসলে জনসংখ্যা বেড়েছে। আগে প্লাবনভূমিতে কেউ বসবাস করত না, স্বাভাবিক বন্যার পানি থাকত এবং এ পানি তো প্রকৃতির জন্য ভালো, মাছের জন্য ভালো, পাখির জন্য ভালো, জলজ উদ্ভিদের জন্য ভালো। ইকোসিস্টেমের জন্য তো এটা প্রয়োজন।

বার্তাটোয়েন্টিফোর.কম: আপনাকে অনেক ধন্যবাদ।

আইনুন নিশাত: আপনাকেও ধন্যবাদ।

   

রাতের আঁধারে শিক্ষার্থীদের ক্লাস, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৬



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

গাজীপুরের কালিয়াকৈরে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজ নামে বেসরকারি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রাতের আঁধারে ক্লাস করাতে গিয়ে ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি গোপন রেখে অসুস্থ ওই শিক্ষার্থীদের কালিয়াকৈর সদরের রুমাইসা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাদের পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টান কালিয়াকৈর এলাকার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজের একটি ক্লাস কক্ষে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে অসুস্থ শিক্ষার্থীদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও শিক্ষার্থীদের পরিবার সূত্র জানায়, সারাদেশে তীব্র তাপদাহের কারণে স্কুল কলেজ বন্ধ থাকলেও বৃহস্পতিবার রাতে এইচএসসি পরিক্ষার্থীদের রাতের আঁধারে ক্লাস করানো হচ্ছিল। এসময় তীব্র গরমে ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব মাইক্রোবাসে করে হাসপাতালে নেওয়া হয়। পরে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে তাদের চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায়।

অন্যদিকে কিছু শিক্ষার্থীর অবস্থা বেশি খারাপ থাকায় তাদের পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী সরকারি কলেজ ও হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায়।

এ বিষয়ে জানতে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজের পরিচালক মো. সোহাগ রহমানের ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে তাকে পাওয়া যায়নি।

তবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের নৈশপ্রহরী নাম প্রকাশ না করে বলেন, ভেতরে ক্লাস চলছিল। কিছুক্ষণ পর গরমে অনেকেই ক্লান্ত হয়ে যায়। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

;

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

  • Font increase
  • Font Decrease

চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে টুটুল হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর দুই আরোহী মিলন হোসেন (২৫) ও জাব্বারুল (১৭)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সড়কের খোরদ কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশে নিহত টুটুলের মরদেহ উদ্ধার করে ও আহত দুজনকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।

নিহত টুটুল আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে টাইলস কিনে চুয়াডাঙ্গা শহর থেকে মহেশপুর গ্রামে ফিরছিলেন টুটুলের পিতা ইলিয়াস। পথে ভালাইপুর বাজারের অদূরে টাইলসবাহী গাড়িটি বিকল হয়ে পড়লে ইলিয়াস ছেলে টুটুলকে ফোন দিয়ে ডাকেন। টুটুল মোটরসাইকেলযোগে বাড়ি থেকে মিলন ও জাব্বারুলকে নিয়ে ভালাইপুরের উদ্দেশে বের হন। পথে হাটবোয়ালিয়া সড়কের খোরদ কবরস্থানের সামনে পৌঁছালে সামনে থেকে আসা একটি লাটাহাম্বারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টুটুলের মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় মিলন হোসেন ও জাব্বারুল নামের দুই যুবক জরুরি বিভাগে আসে। আহতদের মধ্যে মিলনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এবং জাব্বারুলকে ভর্তি রাখা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, ঘটনাস্থলেই টুটুলের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

;

দেশে ফিরল সিঙ্গাপুরে রড চাপায় বাংলাদেশি শ্রমিকের মরদেহ



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
দেশে ফিরল সিঙ্গাপুরে রড চাপায় বাংলাদেশি শ্রমিকের মরদেহ

দেশে ফিরল সিঙ্গাপুরে রড চাপায় বাংলাদেশি শ্রমিকের মরদেহ

  • Font increase
  • Font Decrease

সিঙ্গাপুরে কাজ করার সময় রড চাপায় নিহত রাকিব হোসেন (২৪) নামের এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে এসেছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে নিহতের মরদেহ বেনাপোলে নিজ বাড়িতে এসে পৌঁছায়।

নিহত রাকিব বেনাপোল বন্দর থানার ঘিবা গ্রামের মমিনুর রহমানের ছেলে।

এর আগে, গত ৩ এপ্রিল সিঙ্গাপুরে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত রডের নিচে চাপা পড়ে মারাত্মক আহত হয় রাকিব। দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (২০ এপ্রিল) রাতে তিন সিঙ্গাপুরে মারা যান।

নিহত রাকিবের চাচা মিলন হোসেন জানান, গত ৩ এপ্রিল রাকিব কনস্ট্রাকশনের কাজ করার সময় রড চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

রাকিবের বাবা মমিনুর রহমান জানান, সংসারের হাল ধরতে এক বছর হলো রাকিব সিঙ্গাপুর গিয়েছিল। সে কনস্ট্রাকশনের কাজ করতো। গত ৩ এপ্রিল প্রতিদিনের মতো সে কাজে যায়। এক পর্যায়ে ওইদিন বিকাল ৫টার দিকে ভবনের উপরে তোলার সময় তার ছিঁড়ে রডের নিচে চাপা পড়ে রাকিব। পরে তাকে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্সের উদ্ধারকারীরা এবং সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ২০ এপ্রিল রাত ১১টার দিকে সে মারা যায়।

বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ বলেন, সিঙ্গাপুরে নিহত রাকিব আমার ইউনিয়নের ঘিবা গ্রামের বাসিন্দা। তার পরিবারের মাধ্যমে জেনেছি সে সিঙ্গাপুরে কাজ করার সময় রড চাপায় মারা গেছে। তার মৃতদেহ বৃহস্পতিবার রাতে দেশে আনা হয়েছে।

;

প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায়, যুবক গ্রেফতার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় ও অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি সংরক্ষিত মোবাইল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের লাল মিয়া মাঝি বাড়ি থেকে নুরুল ইসলামকে (৪০) গ্রেফতার করা হয়।

নুরুল ইসলাম সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের ৮ িনম্বর ওয়ার্ডের শ্যামেরগাঁও গ্রামের আবদুস সাত্তার ভূঁইয়ার ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগীর স্বামী আমেরিকা প্রবাসী। ২০২২ সালের ২২ জানুয়ারি মোবাইলে সমস্যা দেখা দিলে ভিকটিম মোবাইল ঠিক করতে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের আরডি শপিং মলে যায়। অভিযুক্ত নুরুল ইসলাম নিজেকে মোবাইল মেকানিক পরিচয় দিয়ে গৃহবধূর মোবাইল ঠিক করে দেওয়ার কথা বলে নেয়। একপর্যায়ে ভিকটিমের মোবাইল নম্বর সংগ্রহ ও ভিকটিমের মোবাইল ফোনের গ্যালারি থেকে ব্যক্তিগত ছবি কৌশলে তার মোবাইলে ট্রান্সফার করে নিয়ে যায়।

পুলিশ আরও জানায়, এরপর ভিকটিমের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ভিকটিম সম্মানহানির ভয়ে ও তার সংসার টিকানোর জন্য ২ লাখ ৫০ হাজার টাকা দেয়। এতে সে সন্তুষ্ট না হয়ে বাকি আরও আড়াই লাখ টাকা দাবি করে। অন্যথায় ভিকটিমকে তার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। ভিকটিম প্রস্তাবে রাজি না হওয়ায় নুরুল ইসলাম ভিকটিমের ছবি ও নাম ব্যবহার করে টিকটক আইডি খুলে ব্যক্তিগত ছবি ছেড়ে দেয়। বিষয়টি ভুক্তভোগীর নজরে আসলে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। একই সাথে ভিকটিমের ব্যক্তিগত ছবি ও তার নাম এবং ছবি ব্যবহার করা টিকটিক আইডি সংরক্ষিত মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

;