জাপান সহায়তায় প্রথম, সবার নিচে আমেরিকা



সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

  • Font increase
  • Font Decrease

জাপান বাংলাদেশকে এক বছরে যে আর্থিক সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ১৪ বছরে দিয়েছে তার মাত্র ৫ ভাগের সমান। সহায়তা দেওয়ার দিক থেকে ফ্রান্সের পরে এমনকি দক্ষিণ কোরিয়ারও পরে অবস্থান করছে ‘বিশ্ব মোড়ল’ আমেরিকা।

অন্যদিকে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সহায়তাকারী হিসেবে প্রায় এক দশক ধরে শীর্ষে রয়েছে জাপান। কোনো কোনো বছর বিশ্বব্যাংকের নমনীয় ঋণের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) চেয়েও বেশি সহায়তা দিয়েছে সূর্যোদয়ের দেশটি।

পৃথিবীর পূর্বপ্রান্তের দ্বীপ রাষ্ট্রটি ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশকে আর্থিক সহায়তা প্রদানের দিক থেকে শীর্ষে রয়েছে। ১ হাজার ৫৪৪ দশমিক ২২ মিলিয়ন ইউএস ডলার দিয়ে আইডিএ এবং এডিবিকে টেক্কা দিয়েছে জাপান। ওই বছরে আইডিএ সহায়তা দিয়েছে ১ হাজার ৪২২ দশমিক ৬৫ মিলিয়ন ইউএস ডলার। একই সময়ে এশিয়ার অন্যতম উন্নয়ন সহযোগী এডিবি সহায়তা দিয়েছে মাত্র ৯৩৮ দশমিক ২১ মিলিয়ন ইউএস ডলার।

বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রায় সব ইস্যুতে ‘প্রেসক্রিপশন’দাতা মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিমাণে খবরদারি করেছে সেই তুলনায় সহায়তা নেই বললেই চলে। বিগত ১৪ অর্থবছরে বাংলাদেশকে তারা মোট সহায়তা দিয়েছে ৮৫ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বাংলাদেশকে দেওয়া দক্ষিণ কোরিয়ার সহায়তার পরিমাণ ৪৩৪ দশমিক ৮৫ মিলিয়ন ইউএস ডলার।

অর্থ মন্ত্রণালয়ের এক সমীক্ষায় (২০০৫-০৬ অর্থবছর থেকে) দেখা গেছে। প্রায় সবসময়ে আর্থিক সহায়তা দেওয়ায় শীর্ষে থেকেছে আইডিএ। আর দ্বিতীয় অবস্থানে থেকেছে এডিবি। একক রাষ্ট্র হিসেবে জাপান এখন শীর্ষে চলে এলেও ২০১২-১৩ পর্যন্ত শীর্ষে ছিলে যুক্তরাজ্য।

২০১২ সালের পর থেকে প্রতি বছর যুক্তরাজ্যের সহায়তার পরিমাণ কমেছে। যুক্তরাজ্য ২০০৫-০৬ অর্থবছরে সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশকে। ওই বছরে সহায়তার পরিমাণ ছিলো ১৫৬ দশমিক ৮০ মিলিয়ন ডলার। এরপর ২০১৩-১৪ পর্যন্ত সহায়তার পরিমাণ তিন অংকের ঘরে থাকলেও ২০১৪-১৫ থেকে নেমে এসেছে দুই অংকে। এরপর থেকে প্রতি বছরই কমেছে সহায়তার পরিমাণ। বিদায়ী অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত আর্থিক সহায়তা দিয়েছে মাত্র ৪ দশমিক ৭৩ মিলিয়ন ইউএস ডলার।

graph
কোন দেশ কত সহায়তা করে সে তালিকা, ছবি: বার্তা২৪.কম

 

বিগত ১৪ বছরের সমীক্ষায় চীনের নাম অন্তর্ভুক্ত হয়েছে ২০১২-১৩ অর্থবছরে। দেশটির প্রথম বছরে দেওয়া সহায়তার পরিমাণ যুক্তরাষ্ট্রের চৌদ্দ বছরের যোগফলের প্রায় সমান। চীন প্রথম বছরেই সহায়তা দিয়েছে ৭৭ দশমিক ৪ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এই রাষ্ট্রটি ২০১৩-১৪ অর্থবছরে এডিবিকে টেক্কা দিয়েছে পরিমাণের ক্ষেত্রে। ওই বছর এডিবি সহায়তা দিয়েছে ৪৬৪ দশমিক ৬৮ মিলিয়ন ইউএস ডলার। আর চীন একাই দিয়েছে ৪৭২ দশমিক ৭১ মিলিয়ন ডলার। এরপর ধারাবাহিকভাবে সূচকের পতন হলেও ২০১৭-১৮ অর্থবছরে গিয়ে আবার এডিবিকে টেক্কা দেয় চীন।

তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রাশিয়ার নাম উঠে আসে ২০১৪-১৫ অর্থবছরে। প্রথম ধাপেই আমেরিকার যোগফলকে ছাড়িয়ে যায় দেশটি। প্রথম বছরে তারা ১১৩ দশমিক ৯১ মিলিয়ন ইউএস ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশকে। বিদায়ী অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত রাশিয়া বাংলাদেশকে সহায়তা দিয়েছে ৭৪৬ মিলিয়ন ডলার।

প্রতিবেশী রাষ্ট্র ভারতের নাম দেখা গেছে ২০১২-১৩ অর্থবছর থেকে। ২০১৮-১৯ অর্থবছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারত সহায়তা দিয়েছে ৬৯৭ দশমিক ৭১ মিলিয়ন ইউএস ডলার। যা একই সময়ে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তার যোগফলের তুলনায় প্রায় ছয় গুণের বেশি।

প্রাতিষ্ঠানিক সহায়তার দিক থেকে এডিবির পরে রয়েছে জাতিসংঘের সংস্থাসমূহ। এরপর যথাক্রমে রয়েছে— ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ) এবং তেল রপ্তানিকারক দেশের সংগঠন (ওপেক)।

   

কটিয়াদীতে ভাতিজার টেটা-বল্লমের আঘাতে চাচা খুন



উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচা মতিউর রহমান বাদশাকে (৬২) দেশীয় অস্ত্র টেটা-বল্লম দিয়ে জখম করে হত্যার অভিযোগ উঠেছে নিহতের ভাতিজার বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে (১৮ এপ্রিল) মতিউর রহমান বাদশা মিয়ার ছেলের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান উপজেলা মসুয়া ইউনিয়নেন চরবেতাল গ্রামে মৃত ফালু মিয়ার ছেলে।

নিহতের চাচাত ভাই জসিম উদ্দিন জানান মতিউর রহমান বাদশা সঙ্গে চাচাত ভাতিজা ইসমাঈলের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে মতিউর রহমান তার ছেলের বাড়িতে যাওয়ার পর তার ভাতিজাসহ বাড়ির লোকজন মিলে মতিউর রহমানকে টেটা-বলম দিয়ে আগাত করলে বল্লমের আচার ভেঙ্গে টেটা-বল্লম বুকে আটকে যায়। আহত অবস্থায় বাদশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মৃত্যু বরণ করেন।

কটিয়াদী মডেল থানার (ওসি) তদন্ত মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘনটার ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলেই মামলা হবে। হত্যাকারীদের বিরুদ্ধে গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।

;

রাজশাহীতে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

রাজশাহীর পবায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার মুরাদীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দামকুড়া উপজেলার নতুন কশবা এলাকার লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯), সুত্রাবন এলাকার আলমগীরের ছেলে সুইট (৩১) ও লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি এলাকার মো. জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)।

অপরদিকে আহতরা হলেন, মো. জুলহাস উদ্দিন (৩২) ও মো. রিমন হোসেন (৩৫)। জুলহাস জেলার দামকুড় উপজেলার আলীগঞ্জ এলাকার মো. রবিউল ইসলামের ছেলে ও রিমন একই উপজেলার নতুন কশবা এলাকার মো. মানিক মিয়ার ছেলে।

দামকুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, বিকেলে উপজেলার মুরাদীপুর এলাকায় বালুবাহী একটি ডাম্পট্রাক দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় পাঁচ আরোহীর মধ্যে দুজন ঘটনাস্থলে মারা যান। আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনগত ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

;

চট্টগ্রামে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু!



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মোছাম্মৎ সাফা নামের ছয় মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের ধারণা, অতি গরমে শিশুটি হিট স্ট্রোকে মারা গেছে।

শুক্রবার (১৯ এপ্রিল) উপজেলার পশ্চিম শাকপুরা ২নং ওয়ার্ড আনজিরমারটেক সৈয়দ আলমের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি নাম মো. নিজাম উদ্দীনের মেয়ে।

নিহতের বাবা নিজাম উদ্দীন বলেন, ভোরে মায়ের বুকের দুধ পান করার কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে। সে সময় ঘরে বিদ্যুৎ ছিলো না। সকাল সাতটায় মেয়েকে কোলে নেয়ার পর তার শরীর ঠাণ্ডা অনুভব হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার সাবরিনা আকতার তাকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার সাবরিনা আকতার বলেন, হিট স্ট্রোকে মারা গেছে কিনা সেটা পুরোপুরি বলা যাচ্ছে না। ময়নাতদন্ত করলে তার প্রতিবেদনের ভিত্তিতে বলা যাবে আসলে কি হয়েছিল শিশুটির। তবে ধারণা করা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কমপক্ষে দুই ঘণ্টা আগে সে মারা যায়।

প্রচণ্ড গরমে শরীর উত্তপ্ত হয়ে অতি দুর্বলতা, বমির উদ্রেক, মাথাব্যথা, শরীর ঝিমঝিম করা, খিঁচুনি, শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণকে হিট স্ট্রোক বলে। হঠাৎ করে এমন সমস্যা দেখা দেয়। এটি একটি অতি জরুরি অবস্থা। যাকে বলা হয় মেডিকেল ইমার্জেন্সি।

 

;

বরিশালে গতিসীমা নিয়ন্ত্রণে অভিযান, ১৩ গাড়িকে জরিমানা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঈদের যাত্রায় বরিশাল জেলার মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্ন নিশ্চিত করতে গতিসীমা নিয়ন্ত্রণে বরিশালের জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল থেকে জেলা প্রশাসনের নিরবচ্ছিন্ন ভাংগা-কুয়াকাটা মহাসড়কের বরিশাল জেলার গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ, বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ যাত্রী ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে করতে মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ অভিযান পরিচালনা করেন।

এ সময় তারা স্পিডোমিটার দিয়ে গাড়ির গতিসীমা পরীক্ষা করেন। দূরপাল্লার গাড়িগুলোকে মহাসড়কে গতিসীমা মেনে চলতে সতর্ক করা হয়।

এ সময় রুটপারমিট বিহীন গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিধান মোতাবেক ১৩টি মামলায় ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। যাত্রী ও সড়ক নিরাপত্তায় জেলা প্রশাসন বরিশালের এ অভিযান অব্যাহত থাকবে।

;