চট্টগ্রামে কাপড় চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
গ্রেফতারকৃত কাপড় চোর চক্রের সদস্যরা / ছবি: বার্তা২৪

গ্রেফতারকৃত কাপড় চোর চক্রের সদস্যরা / ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

অভিনব কৌশলে চট্টগ্রামের বিভিন্ন মার্কেট থেকে কাপড় চোর চক্রের এক নারীসহ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) গভীর রাতে নগরীর শাহ আমানত ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতর হলেন- তাছলিমা বেগম, আবুল বশর, মো. আরিফ হোসেন প্রকাশ আরিফ, মো. শাহীন ও বাচ্চু মিয়া প্রকাশ বাচাইয়া (৩২)। এদের কাছ থেকে চারটি বিভিন্ন সাইজের শার্ট, আটটি জিন্স প্যান্ট,পাঞ্জাবিসহ বিভিন্ন নতুন কাপড় উদ্ধার করা হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/29/1559131775496.jpg

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বার্তা২৪.কমকে জানান, তারা ক্রেতা সেজে শপিং মলে প্রবেশ করে। একই সাথে তিন জন কাপড় পছন্দ করে বিক্রেতাকে ব্যস্ত করে তোলে। ওই সময় বিক্রেতা অন্য কোনো ক্রেতার প্রতি মনেযাগী হলে কৌশলে তারা কাপড় নিয়ে সটকে পড়ে। আর বিক্রেতারা ভিড়ের কারণে বুঝতে পারে না।

তিনি আরও জানান, চক্রটি দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে এমন কৌশলে কাপড় চুরির কথা জানিয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

   

বাবুগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে বিক্ষোভ: ধাওয়া-পাল্টা ধাওয়া



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে অবরুদ্ধ করে বিক্ষোভের ঘটনায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম বেপারী ও তার ভাড়াটিয়া লোকজনদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগী এলাকাবাসী।

এর আগে চেয়ারম্যান ও মেম্বর সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ইউপি সদস্য মো. মুসা আলী, আব্দুস সালামসহ নয়জন ইউপি সদস্য অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারী সরকার থেকে বরাদ্দ ত্রাণের টিন, কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টিআর (টেস্ট রিলিফ), গ্রামীণ অবকাঠামোর চাল, গম ও অর্থ আত্মসাৎ করেছেন।

এছাড়াও দুস্থদের জন্য বরাদ্দ ভিজিডি চাল, ইউনিয়ন পরিষদ সংস্কারের ১০ লাখ টাকা কোনো কাজ না করে পুরোটাই আত্মসাৎ করেছেন। কার্ডধারী ৫শ ১২ জেলের জন্য ৪০ কেজি করে বরাদ্দ করা চাল কালোবাজারে বিক্রিও করেছেন।

তারা আরও অভিযোগ করেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারী প্রভাব বিস্তার করে একের পর এক অপকর্ম করে পার পেয়ে যাচ্ছেন। ইতোমধ্যে, ক্ষমতার অপব্যবহার করে ইউপি চেয়ারম্যান অঢেল সম্পদের মালিক হয়েছেন।

ইউপি সদস্যরা জানান, চেক জালিয়াতির মামলায় ইতোমধ্যে ইউপি চেয়ারম্যানকে এক বছরের কারাদণ্ড ও ১৩ লাখ ১৫ হাজার ৩শ ৮৫ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া ভিজিডি ও জেলেদের চাল পাচারের সময় ৫ হাজার ১শ ৫২ বস্তা চাল উদ্ধারের ঘটনায় র‌্যাবের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলারও আসামি চেয়ারম্যান নুরে আলম। এ বাদে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, জাল-জালিয়াতির মাধ্যমে খাসজমির দলিল করে দখলের অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের প্রমাণসহ তার (ইউপি চেয়ারম্যান) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে নয়জন ইউপি সদস্য ইতোমধ্যে বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১০টি দফতর প্রধানের কাছে লিখিত আবেদন করেছেন।

কেদারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম বলেন, আবেদনের ভিত্তিতে উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান উপজেলা পল্লীদারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. কবির হোসেন মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে তদন্তে আসেন।

এসময় চেয়ারম্যান ও তার ‘ভাড়াটিয়া সন্ত্রাসী’রা মোটরসাইকেল বহর নিয়ে পরিষদে প্রবেশ করে আবেদনকারী ইউপি সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেন। এনিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে চেয়ারম্যানের ‘ভাড়াটিয়া সন্ত্রাসী’রা মেম্বরদের ওপর হামলার চেষ্টা করেন। তখন উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরেজমিন মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দেখা যায়, তদন্তকারী কর্মকর্তা চলে যাওয়ার পর পরই ইউপি চেয়ারম্যান নুরে আলম ও তার সহযোগীরা মোটরসাইকেল বহরযোগে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকা ত্যাগ করার চেষ্টা করেন। এ সময় সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ইউনিয়নের কয়েকটি গ্রামের শত শত ভুক্তভোগী চেয়ারম্যান ও তার সহযোগীদের অবরুদ্ধ করে নানান স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

তখন ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীরা উপস্থিত জনতার ওপর চড়াও হলে বিক্ষুব্ধরা তাদের ধাওয়া করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ বিক্ষুব্ধদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চেয়ারম্যানকে রক্ষা করে।

তবে ইউপি সদস্যদের আনীত সব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে অভিযুক্ত কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম বেপারী বলেন, ‘প্রতিপক্ষের লোকজন ইউপি সদস্যদের পুঁজি করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে’।

;

পরকীয়ায় আসক্ত স্বামী, স্ত্রীর সংবাদ সম্মেলন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নওগাঁর মান্দায় পরকীয়ায় আসক্ত স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রোকেয়া (২০) নামের এক গৃহবধূ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার প্রসাদপুর ইউপি’র গোটগাড়ি বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন, ইনায়েতপুর গ্রামের ভুক্তভোগী গৃহবধূর বাবা রফিকুল ইসলাম, মা নার্গিস বেগম ও জ্যাঠাতো বোন রিমা খাতুন প্রমুখ।

সংবাদ সম্মেলনে স্ত্রীসহ বক্তারা অভিযোগ করে বলেন, গত ১ বছর আগে একই উপজেলার পার-এনায়েতপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ইউসুফ আলীর (২৩) সঙ্গে ২ লাখ ২০ টাকা দেনমোহরে রোকেয়ার বিয়ে হয়। বিয়ের পর চাকরির সুবাধে তারা স্বামী-স্ত্রী দু’জনে ঢাকার মোহাম্মদপুরে থাকতো। সেখানে থাকাবস্থায় ভুক্তভোগী রোকেয়ার স্বামী ইউসুফ আলী পরকীয়ায় আসক্ত হয়ে প্রতিনিয়ত রোকেয়াকে যৌতুকের জন্য শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করতো। এক পর্যায়ে ইউসুফ আলী তার চাচাতো ভগ্নীপতি আতিকুর রহমান ও বোন মীমের প্ররোচনায় ভুক্তভোগী গৃহবধূ রোকেয়াকে ব্ল্যাকমেইল করে খুন-জখমের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বকভাবে ১০০ টাকা মূল্যের দু’টি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয় এবং ২ লাখ টাকা দাবি করে। তার দাবিকৃত টাকা পরিশোধ করতে না পারায় গত ৫ মাস পূর্বে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। বর্তমানে সে বাবার বাড়িতেই অবস্থান করছে।

বিষয়টি সমাধানের জন্য একাধিকবার বসার জন্য বলা হলেও তারা কোন কর্ণপাত না করায় প্রতিকার চেয়ে ব্র্যাকের আইন সহায়তা কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তারা। এছাড়াও স্ট্যাম্পগুলো উদ্ধার করাসহ পরকীয়ায় আসক্ত জামাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।

এ বিষয়ে জানতে চাইলে ইউসুফ আলী বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট।

;

প্রার্থী অপহরণ, ফেঁসে যাচ্ছেন প্রতিমন্ত্রীর শ্যালক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসনেকে তুলে নিয়ে মারধরের ঘটনার সত্যতা মিলেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

যার বিরুদ্ধে অভিযোগ তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল হাবীব।

ইসির অতিরিক্ত সচিব বলেন, তদন্ত প্রতিবেদন পেয়েছি। সেখানে ঘটনার সতত্য মিলেছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে কমিশন সভায় বিষয়টি উত্থাপন করা হবে। কমিশন পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এর আগে, সোমবার (১৪ এপ্রিল) নাটোর জেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলা নির্বাচনে চেয়ার‌ম্যান প্রার্থী দোলায়ার হোসেনকে একটি কালো গাড়িতে করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে মেরে প্রার্থীর বাড়ির পাশে আহত অবস্থায় ফেলে রেখে যায়।

ভুক্তভোগী প্রার্থীর পরিবার এই ঘটনার জন্য আরেক প্রার্থী লুৎফুল হাবীব ও তার সমর্থকদের দায়ী করেন। দেলোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিলের আগে লুৎফুল হাবীব ছিলেন একক প্রার্থী।

অপহরণ ও মারধরের ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ হলে স্বপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে নির্বাচন কমিশন (ইসি)।

;

এক সপ্তাহে বঙ্গবন্ধু টানেলে টোল আদায় ৮১ লাখ টাকা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ফাইল ছবি

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

ঈদের ছুটিতে গত এক সপ্তাহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে ৩৩ হাজার ৭৭৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৮০ লাখ ৯৭ হাজার ৭৫০ টাকা। তবে এই যানবাহনের মধ্যে অধিকাংশই পর্যটকবাহী। পর্যটকবাহী এই গাড়িগুলো ঈদের দিন থেকে চলাচল করেছে।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাপিক) তানভীর রিফা জানান, ঈদের আগে ও পরে এক সপ্তাহে টানেল দিয়ে যান চলাচল ও টোল আদায়ের তথ্য এটি। এদিকে ঈদযাত্রায় টানেল ব্যবহার নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন অনেক যাত্রী।

ঢাকা থেকে আসা বাসযাত্রী নাজমুল ইসলাম বলেন, কোনো যানজট ছাড়াই চট্টগ্রামের এক প্রান্ত থেকে মাত্র তিন মিনিটে অন্য প্রান্তে চলে এসেছি, ঢাকা থেকে সাত ঘণ্টার মধ্যে কক্সবাজার পৌঁছে যাব।

আরিফুল ইসলাম নামে আরেক যাত্রী জানান, টানেল হয়ে আনোয়ারা প্রান্তে এসে আবার পটিয়া সড়ক দিয়ে যেতে হয়, এতে ভোগান্তি বেশি। তাই আনোয়ারা থেকে বাঁশখালী-পেকুয়া হয়ে কক্সবাজারের সড়ক হলে ভোগান্তি ছাড়া দ্রুত সময়ে কক্সবাজার টেকনাফে পৌঁছানো সম্ভব হবে।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর উদ্বোধন হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ১০ হাজার ৩৭৪ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে এই টানেল উদ্বোধনের পর দৈনিক ১৭ হাজার ২৬০ এবং বছরে ৭৬ লাখ যানবাহন চলাচলের সংবাদ প্রচার করা হয়। এতে বছরে ০.১৬৬ শতাংশ প্রবৃদ্ধি বাড়াতেও সাহায্য করবে বলে সেতু মন্ত্রণালয় জানায়। তবে টানেলের আনোয়ারা প্রান্তে সড়কের কাজ সম্পন্ন না হওয়া এবং টানেল নিয়ে বিকল্প নতুন সড়ক না হওয়ায় যানবাহন চলাচল বাড়ছে না। এতে করে টানেলের কাঙ্খিত আয়ও পূরণ হচ্ছে না বলে জানা যায়।

;