নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে কেন ‘অনাদরে’ সংবাদকর্মীরা



উবায়দুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
দাঁড়িয়েই সংবাদ সংগ্রহ করতে হয় সাংবাদিকদের, ছবি: বার্তা২৪.কম

দাঁড়িয়েই সংবাদ সংগ্রহ করতে হয় সাংবাদিকদের, ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বিষয়টি নতুন নয় মোটেও। প্রতিবারই কবির বাল্য স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর উৎসব হবে। ঘটা করে অনুষ্ঠান হবে সেখানে। মন্ত্রী আসবেন। সংবাদকর্মীদের হুড়োহুড়ি শুরু হবে। অনুষ্ঠানে দারুণ কাভারেজ পেয়ে পুলকিত হবেন জেলা প্রশাসনের কর্তারা।

এবারও ব্যতিক্রম হয়নি। শিক্ষামন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এলেন। কবির শৈশবের গল্প, জয় বাংলা স্লোগানের উৎসসহ নানাভাবে বিশ্লেষণ করলেন সাম্য ও মানবতার কবির কর্মকে।

কিন্তু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের কর্মীদের প্রতি অন্য সময়ের মতো এবারও জুটল অনাদরই। বসার চেয়ার নেই। একটি টেবিলে সংবাদ কর্মীদের ব্যাকপ্যাক, ল্যাপটপ, ক্যামেরা রাখারও জায়গা নেই। যেখানে পাতা হয়েছে টেবিল, সেখানে আবার বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সাংবাদিকদের জন্য নির্দিষ্ট চেয়ারগুলোও গেছে স্থানীয়দের দখলে। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যে বসার জায়গা না পেয়ে ঠাঁই দাঁড়িয়েই পুরো অনুষ্ঠান কাভার করতে হলো সংবাদকর্মীদের। ফলে সব মিলিয়ে পুরো বিষয়টিই তাদের ‘অগ্নিশর্মা’ করে তুললেও দায়িত্ববোধের জায়গা থেকেই অনুষ্ঠান ফেলে আসতে পারেননি সাংবাদিকরা।

শনিবার (২৫ মে) বিকেলে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে সংবাদকর্মীদের এমন ক্ষোভ প্রত্যক্ষ করেছেন স্বয়ং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। অবশেষে তার হস্তক্ষেপে আরেকটি টেবিল জুটলেও স্থানীয়দের দখলে থাকা চেয়ারগুলোতে আর বসা হলো না তাদের।

ক্ষোভ জানিয়ে স্থানীয় ও ময়মনসিংহের সাংবাদিকরা বলেন, প্রতি বছরই মঞ্চের পশ্চিম পাশে সাংবাদিকদের জন্য চেয়ার ও টেবিলের ব্যবস্থা করা হয়। কিন্তু এ চেয়ার-টেবিলগুলো নিজেদের মত করে ব্যবহার করেন স্থানীয় লোকজন ও নেতাকর্মীরা। এতে সাংবাদিকদের দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না।

Journalist
সাংবাদিকদের জন্য রাখা চেয়ার স্থানীয়দের দখলে, ছবি: বার্তা২৪.কম

 

একাধিক গণমাধ্যমকর্মী বলেন, জেলা ও উপজেলা প্রশাসন অনুষ্ঠানের শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলেন। পুরো অনুষ্ঠানস্থলের বাকি সব কিছু ঠিক থাকলেও সাংবাদিকদের জায়গা নিয়ে তারা যেন একটু উদাসীন। যে জায়গাটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় সেখানটাই রাখা হয় সাংবাদিকদের জন্য। আর যেটুকু রাখা হয় তাও থাকে অন্যদের দখলে।

এটি গণমাধ্যমকর্মীদের প্রতি জেলা প্রশাসনের রীতিমত অবজ্ঞা আর অবহেলা বলে মনে করেন সংবাদকর্মীরা।

তারা বলেন, এত চমৎকার অনুষ্ঠান জাতীয় পরিমণ্ডলে উপস্থাপন করেন সংবাদকর্মীরা। এতে জেলা প্রশাসনের সুনাম-ভাবমূর্তি উজ্জ্বল হয়। কিন্তু যারা অকৃত্রিম মন নিয়ে কবি নজরুলের জন্য এ কাজটি করে চলেছেন তাদের জন্য প্রশাসনের এমন অবজ্ঞা প্রকারান্তরে কাণ্ডজ্ঞানহীনতারই শামিল।

কেন বারবার সংবাদকর্মীদের জন্য এমন বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয় সেই উত্তর জানতে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া মেলেনি।

   

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তবে এসময় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছরের ১৯ এপ্রিল পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৫২ জন।

শুক্রবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) চার জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাতজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুই জন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে মোট সাতজন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট এক হাজার ৮২৬ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২৪ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং জন ১৩ জন নারী।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

;

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তবে এসময় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছরের ১৯ এপ্রিল পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৫২ জন।

শুক্রবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) চার জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাতজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুই জন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে মোট সাতজন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট এক হাজার ৮২৬ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২৪ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং জন ১৩ জন নারী।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

;

বিএনপি নেতাদের বক্তব্য সার্কাস মনে হয়: হাছান মাহমুদ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বিএনপি নেতা কর্মীদের বক্তব্য ও কর্মকাণ্ড সার্কাস মনে হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে 'ভুবনজোড়া শেখ হাসিনার আসন খানি' নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বানর যেমন নাচে সার্কাসে বিএনপি নেতা কর্মীর কার্যক্রম সে রকম ভাবেই ফুটে উঠে। কোনো কিছু হলেই তারা বিদেশিদের ধরনা দেয়। বিএনপির রাজনৈতিক দুর্বলতা সেখানেই। চেয়ে চেয়ে তারা মিটিং নেন, বিদেশিদের সাথে আলোচনা করেন। জনগণের কাছে যদি বিএনপি না যায় কোন বিদেশি তাদের ক্ষমতার আসনে বসাতে পারবে না। কারণ বাংলাদেশের ক্ষমতার মালিক এ দেশের জনগণ।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে নানা অপ্রচার চালানো হয়েছে। ইতিহাস পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। স্বাধীনতার খল নায়ককে (জিয়াউর রহমানকে) নায়ক বানানোর অপচেষ্টা করা হয়েছে। তবে এ অপচেষ্টার ফলে যে বিতর্কের সৃষ্টি হয়েছে। সে বিতর্কের কবর রচনার প্রজেক্ট নেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে শেখ হাসিনার জন্য। খালেদা জিয়া পহেলা বৈশাখ পালনে বাধা দিয়েছিলেন। তবে শেখ হাসিনা পহেলা বৈশাখে ছুটি ঘোষণা দিয়েছেন। ভাতা চালু করেছেন। সংস্কৃতি রক্ষায় প্রধানমন্ত্রীর যে চেষ্টা তা সব স্থানেই প্রশংসিত।

শেখ হাসিনাকে মৃত্যুঞ্জয়ী উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান ও এরশাদের পৃষ্টপোষকতায় বার বার প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা চালানো হয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছে। তবে তিনি তো মৃত্যুঞ্জয়ী। বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে তিনি জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।

এসময় বিশ্বের প্রতিটি দেশে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা আছে উল্লেখ করে বলেন, নারী নেত্রী হিসেবে শেখ হাসিনার নেতৃত্ব অর্জন বিশ্বে বিরল।

;

কটিয়াদীতে ভাতিজার টেটা-বল্লমের আঘাতে চাচা খুন



উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচা মতিউর রহমান বাদশাকে (৬২) দেশীয় অস্ত্র টেটা-বল্লম দিয়ে জখম করে হত্যার অভিযোগ উঠেছে নিহতের ভাতিজার বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে (১৮ এপ্রিল) মতিউর রহমান বাদশা মিয়ার ছেলের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান উপজেলা মসুয়া ইউনিয়নেন চরবেতাল গ্রামে মৃত ফালু মিয়ার ছেলে।

নিহতের চাচাত ভাই জসিম উদ্দিন জানান মতিউর রহমান বাদশা সঙ্গে চাচাত ভাতিজা ইসমাঈলের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে মতিউর রহমান তার ছেলের বাড়িতে যাওয়ার পর তার ভাতিজাসহ বাড়ির লোকজন মিলে মতিউর রহমানকে টেটা-বলম দিয়ে আগাত করলে বল্লমের আচার ভেঙ্গে টেটা-বল্লম বুকে আটকে যায়। আহত অবস্থায় বাদশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মৃত্যু বরণ করেন।

কটিয়াদী মডেল থানার (ওসি) তদন্ত মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘনটার ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলেই মামলা হবে। হত্যাকারীদের বিরুদ্ধে গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।

;