বিআরটিসি টার্মিনালে প্রতারণা, কলকাতার নামে যাত্রী নামায় বেনাপোলে



সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
বিআরটিসি  কাউন্টার।

বিআরটিসি কাউন্টার।

  • Font increase
  • Font Decrease

দু’মাস আগে মামুনুর রহমান (ছদ্মনাম) নামের একজন যাত্রী ঢাকা থেকে কলকাতা যাওয়ার জন্য কমলাপুর বাসস্ট্যান্ড থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে টিকিট কাটেন। কাউন্টার কর্মকর্তাদের কথা অনুযায়ী তাকে কলকাতায় নামানোর কথা থাকলেও নামানো হয় বেনাপোলে। পরে অনেক ঝক্কিঝামেলার মধ্য দিয়ে সীমান্ত পার হয়ে আবার গাড়িতে উঠে তাকে গন্তব্যে পৌঁছাতে হয়। ফলে তিনি এক প্রকার প্রতারণার শিকার হন। দেশে ফিরে এ নিয়ে থানায় অভিযোগও করেন তিনি। কিন্তু কোনো সুরাহা মেলেনি।

ওই অভিযোগের সূত্র ধরে অনুসন্ধান করে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের সঙ্গে প্রতারণা করে ঢাকা-কলকাতা রুটের নামে যাত্রী টানছে ১৩-১৪টি পরিবহন কোম্পানি। অধিকাংশ যাত্রী প্রথমবার গিয়ে দ্বিতীয়বার এসব পরিবহনে আর যেতে চান না।

জানা গেছে, রাজধানীর কমলাপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) আন্তর্জাতিক টার্মিনালে এমন একটি বাস কোম্পানি কাউন্টার খুলে যাত্রীদের সঙ্গে প্রতারণা করছে। এতে সরকার নির্ধারিত পরিবহন কোম্পানিকে ঢাকা-কলকাতা রুটে যাত্রী সংকটে পড়তে হচ্ছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/04/1536058874045.jpg
সরাসরি কলকাতা যাওয়ার একমাত্র পরিবহন ‘শ্যামলী এন আর ট্রাভেলস’।

 

বিআরটিসি সূত্রে জানা গেছে, ঢাকার সঙ্গে কলকাতা-আগরতলা যুক্ত হয়ে ৫টি আন্তর্জাতিক বাস রুট আছে। এ বছরের ফেব্রুয়ারিতে দরপত্র প্রক্রিয়া শেষে `শ্যামলী এন আর ট্রাভেলস’ কোম্পানিকে ঢাকা-কলকাতাসহ ৪টি রুটের বাস পরিচালনার অনুমতি দেয় বিআরটিসি। কোম্পানিটির কাউন্টার কমলাপুরে বিআরটিসি ডিপো সংলগ্ন। বিআরটিসির আন্তর্জাতিক টার্মিনাল ও কাউন্টার হিসেবে এখান থেকেই বাস ছাড়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিআরটিসি’র আন্তর্জাতিক টার্মিনাল ও কাউন্টারের ঠিক সমানের অংশে ঢাকা-কলকাতা রুটের নামে টিকিট বিক্রি করছে ‘শ্যামলী এসপি পরিবহন’। কিন্তু ওই রুটে বাস পরিচালনার অনুমোদন নেই  কোম্পানিটির। দু’বছর আগে কাউন্টারটি ঢাকা-বরিশাল রুটের টিকিট বিক্রির জন্য বরাদ্দ নিয়েছিল তারা।

যাত্রী সেজে ওই কাউন্টারে গিয়ে দু’জনকে পাওয়া যায়। ঢাকা-কলকাতার টিকিট কিনতে এসেছি বলে জানালে তারা টিকিট কাটা শুরু করেন। এ সময় বিআরটিসি’র সরাসরি কলকাতা রুটের বাস কাউন্টার কোথায়- জানতে চাইলে তারা জানেন না বলে জানিয়ে দেন। অথচ ভবনের ভেতরেই আন্তর্জাতিক রুটের কাউন্টার রয়েছে।

অভিযোগ আছে, যাত্রীদের বিআরটিসি’র কাউন্টার না দেখিয়ে শ্যামলী এসপি পরিবহন সার্ভিসের টিকিট কাটতে বাধ্য করা হয়। কলকাতার বাস বলে যাত্রীদের গাড়িতে উঠিয়ে দিয়ে বেনাপোল নামিয়ে দেয়। সেখান থেকে সীমান্ত পার হয়ে ভারত অংশে গিয়ে অন্য বাস ধরতে হয় যাত্রীদের। ফলে নানা ঝাক্কি ঝামেলার পর তাদের গন্তেব্যে পৌঁছাতে হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/04/1536059129541.jpg

কলকাতায় যেতে এমনই প্রতারণার শিকার হন জেবিন আহমেদ। দু’মাস আগে রাজারবাগ থানায় অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। পরে বাধ্য হয়ে তিনি ভোক্তা অধিকার আইনে অভিযোগ করেন।

এ বিষয়ে বিআরটিসি’তে অভিযোগ করেছে শ্যামলী এন আর ট্রাভেলস কর্তৃপক্ষ। কিন্তু এখনও এ প্রতারণার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া জানান, দুই দেশের মধ্যে অবৈধ কাটা সার্ভিস বন্ধে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়া হয়েছে।

কিন্তু বিআরটিসি’র নিজস্ব ভবনে কেন এ ধরণের অবৈধ কাটা সার্ভিসের টিকিট কাউন্টার খোলার অনুমতি দেওয়া হলো- এমন প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি তিনি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিআরটিসি সংশ্লিষ্ট বিষয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব এহসান-ই-এলাহী জানান, বিআরটিসি টার্মিনালে কলকাতার রুটের নামে এরকম কাউন্টারের বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে অভিযোগ লিখিত পেলে তারা বিষয়টি খতিয়ে দেখবেন।

এদিকে শ্যামলী এন আর ট্রাভেলস’র মালিক রমেন্দ্রনাথ ঘোষ গত মে মাসে বিআরটিসি মতিঝিল বাস ডিপো ম্যানেজার বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ঢাকা-কলকাতা রুটে বাস সার্ভিস চালুর পর প্রথম ৪ মাসে সরকারকে তারা প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব দিয়েছে। কিন্তু আগে যারা (শ্যামলি এসপি) ঢাকা-কলকাতাসহ আন্তর্জাতিক রুটে বাস অপারেট করতেন তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। ফলে সুষ্ঠুভাবে বাস পরিচালনা করতে বাঁধার মুখে পড়তে হচ্ছে। শ্যামলী এন আর ট্রাভেলস একমাত্র সরকার অনুমোদিত অপারেটর হলেও কয়েকটি কোম্পানি সরাসরি কলকাতায় নেওয়ার নামে যাত্রীদের সঙ্গে প্রতারণা করছে। ফলে যাত্রী হারাচ্ছে বিআরটিসি-শ্যামলী বাস। আর সরকার হারাচ্ছে রাজস্ব।

   

বরিশালে মোবাইল কোর্ট অভিযান, ৪ ব্যবসায়ীকে জরিমানা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৪ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল শহিদুল ইসলামের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন, বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান, মোঃ শহীদ উল্লাহ ও শাহরুখ আলম শান্তনু।

এ সময় তারা নগরীর পোর্ট রোড পাইকারী ও খুচরা বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কৃষিপণ্য বিপণন আইন ও ভোক্তা অধিকার আইনে মূল্যে পণ্যসামগ্রী বিক্রয়ের বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়।

এছাড়াও, মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূলে বিভিন্ন পণ্য বিক্রয়ের অপরাধে ৪টি মামলায় ৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৮ এর ৩টি টিম।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

;

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের বায়েজিদের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। তবে কিভাবে এই আগুন লেগেছে তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলে কন্ট্রোল রুম থেকে বার্তা২৪.কমকে জানায়, ৪টা ১০মিনিটে বায়েজিদে একটি কুরিয়ান পোশাক কারখানায় আগুন লাগার খবর পায়। প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটিসহ বর্তমানে ৫টি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এবং এ ঘটনায় হতাহতের কোনো খবরও পায়নি।

;

বগুড়ায় মহাসড়কে চলছে উন্নয়ন কাজ, ঈদে দুর্ভোগের আশঙ্কা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঢাকা- রংপুর মহাসড়কের বগুড়া অংশে চলছে উন্নয়ন কাজ। এতে ঈদে কমপক্ষে ১০ থেকে ১২টি পয়েন্টে যানজটের আশঙ্কা প্রকাশ করেছেন একাধিক বাসচালক। আর যানজটে তীব্র ভোগান্তিতে পড়বে ঈদে ঘরে ফেরা মানুষেরা। তবে বগুড়া জেলা পুলিশ মহাসড়কে যানজট হতে পারে এমন ৮টি পয়েন্ট চিহ্নিত করেছেন।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, ঢাকা- রংপুর মহাসড়কে বগুড়া অংশে ৬৫ কিলোমিটার মহাসড়ক রয়েছে। মহাসড়ক উন্নয়ন কাজ চলমান থাকলেও এবার কোন যানজট হবে না। কারণ হিসেবে তিনি বলেন, যানজট হয় এমন স্থান গুলোতে ফ্লাইওভার এবং আন্ডারপাস চালু হয়েছে। সর্বশেষ গত ২৭ মার্চ মাঝিড়া ক্যান্টনমেন্ট সংলগ্ন বিব্লক আন্ডার পাস, বগুড়া শহর সংলগ্ন ফুলতলা আন্ডার পাস এবং বগুড়া তিনমাথা রেলগেট ফ্লাই ওভার যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।

তিনি বলেন, মহাসড়কে যে সকল পয়েন্টে উন্নয়ন কাজ চলছে সেই স্থান গুলোতে যানবাহন চলাচলের জন্য বিকল্প সড়ক করা হয়েছে। এছাড়াও বগুড়া শহরতলীর বনানী এবং মাটিডালী মোড়ে দ্রুত গতিতে সড়ক উন্নয়ন কাজ চলছে। এক সপ্তাহের মধ্যে এই দুই স্থানে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

রংপুর -ঢাকা রুটে চলাচলকারী টি আর পরিবহনের চালক সিকদার, শ্যামলী পরিবহনের চালক করিম, একতা পরিবহনের চালক সাব্বির বলেন, মহাসড়কের দক্ষিণে চান্দাইকোনা থেকে উত্তরে রহবল পর্যন্ত মহাসড়কে কমপক্ষে ১০ থেকে ১২টি স্থানে এবার যানজট হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা বলেন, মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড, ভটভটি চলাচল এবং মালবাহী ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করতে না পারলে ঈদে ঘরে ফেরা মানুষদেরকে যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হবে।

এছাড়াও মহাসড়ক উন্নয়ন কাজের জন্য বিভিন্ন স্থানে সড়কের মাঝে বালুর ঢিবি করে রাখার কারণে দুর্ঘটনা ছাড়াও যানবাহনের গতি স্বাভাবিক রাখা যাবে না। ফলে ওই সকল স্থান গুলোতে যানবাহনের জট লেগে থাকতে পারে।

এদিকে বগুড়া জেলা পুলিশ মহাসড়কের বগুড়া অংশে যানজট হতে পারে এমন ৮টি পয়েন্ট চিহ্নিত করেছেন। সেগুলো হচ্ছে, শেরপুরের চান্দাইকোনা বগুড়া বাজার, শেরপুরের ধুনট মোড়, শাজাহানপুরের লিচুতলা বাইপাস ও বনানী মোড়, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, বগুড়া শহরতলীর চারমাথা বাস টার্মিনাল, মাটিডালী এবং শিবগঞ্জের মোকামতলা বন্দর।

বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ঈদে ঘরে ফেরা মানুষদেরকে যেন মহাসড়কে দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য ৮টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এই পয়েন্ট গুলোতে ঈদের এক সপ্তাহ আগে থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে যানবাহন চলাচল স্বভাবিক রাখতে কাজ করবে।

তিনি বলেন, ঈদ উপলক্ষে মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ বেড়ে যায়। এ কারণে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সমন্বয় করে মহাসড়ক মানুষের দুর্ভোগ কমাতে কাজ করে যাবে। আশা করি এবার যানজট সহনীয় পর্যায়ে থাকবে।

;

বঙ্গবন্ধুর আদর্শে শিশুদের গড়ে তুলতে হবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
বঙ্গবন্ধুর আদর্শে শিশুদের গড়ে তুলতে হবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

বঙ্গবন্ধুর আদর্শে শিশুদের গড়ে তুলতে হবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

  • Font increase
  • Font Decrease

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে শিশুদের গড়ে তোলার আহবান জানিয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনাসভা এবং সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন এবং একটি মানবিক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তিনি শিশুদের অত্যাধিক ভালবাসতেন বলে তাঁর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তাঁর আদর্শ ধারণ করে প্রত্যেকটি শিশুকে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার মনোভাব নিয়ে বড় হতে হবে।

মন্ত্রী বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দু’জনেই আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করার উদ্যোগের জন্য তিনি শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া, ঢাকা ১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার, শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র ও সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, চিত্রনায়িকা মেহজাবিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনাসভার শেষে মন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের পক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার তুলে দেন।

;