গোল উৎসবের সুপার কাপ অ্যাথলেটিকো মাদ্রিদের



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

রিয়াল মাদ্রিদ ২ : অ্যাথলেটিকো মাদ্রিদ ৪

-রোনালদো চলে গেছে তো কি হয়েছে। রিয়াল মাদ্রিদ রোনালদোকে ছাড়াও জিততে জানে।

ম্যাচের একদিন আগে বেশ গর্ব নিয়েই এই মন্তব্য করেছিলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্গেই রামোস। কিন্তু হলো কি? রোনালদোবিহীন নিজেদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই হেরে গেল রিয়াল মাদ্রিদ। যেন তেন কোনো ম্যাচে নয়, উয়েফা সুপার কাপে! তাও আবার কার কাছে? অ্যাথলেটিকো মাদ্রিদ! একই শহরের অন্যপ্রান্তের আরেকটি ক্লাব।

নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। বাড়তি সেই সময়ে অ্যাথলেটিকো মাদ্রিদ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে হারিয়ে দেয় ফেভারিট রিয়াল মাদ্রিদকে। অতিরিক্ত সময়ে দুটো গোল করে সাউল ও কোকে। ৪-২ গোলে ম্যাচ সুপার কাপ জিতে অ্যাথলেটিকো মাদ্রিদ। এই প্রথম সুপার কাপের ডার্বিতে রিয়াল মাদ্রিদকে হারাল অ্যাথলেটিকো। তবে সুপার কাপ কখনোই অ্যাথলেটিকো মাদ্রিদকে বিমুখ করেনি। তিনবার এই সুপার কাপে খেলেছে অ্যাথলেটিকো। এবং তিনবারই শিরোপা জিতেছে!

বুধবার রাতে গোলোৎসবের এই ম্যাচে অ্যাথলেটিকো এগিয়ে যায় খেলা শুরুর বাঁশি বাজার প্রথম মিনিটেই। দিয়োগো কস্তা ম্যাচের ৪৯ সেকেন্ডের মধ্যেই গোল করে অ্যাথলেটিকো লিড এনে দেন। উয়েফা সুপার কাপের ইতিহাসে এটি ম্যাচের দ্রুততম গোলের রেকর্ড।

তবে প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। গ্যারেথ বেলের বানিয়ে দেয়া বলে বেনজেমা হেড করে ম্যাচের ২৭ মিনিটের সময় স্কোরলাইন ১-১ করে দেন। বিরতির পর রামোসের পেনাল্টি থেকে ম্যাচে প্রথমবারের মতো লিড পায় রিয়াল মাদ্রিদ। ৬৩ মিনিটে ডি বক্সে জুয়ানফ্রান হ্যান্ডবল করলে রামোস স্পটকিক থেকে গোল করেন। এই এগিয়ে থাকা গোলের উৎসব বেশিসময় রিয়াল মাদ্রিদ ধরে রাখতে পারেনি। ৭৯ মিনিটে ফের দিয়োগো কস্তা আরেকবার অ্যাথলেটিকোকে স্বপ্ন দেখান ২-২। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার মিনিট খানেক আগে অবশ্য ম্যাচ জেতানোর সুবর্ণ সুযোগটা মিস করেন রিয়ালের ফুলব্যাক মার্সোলো।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/16/1534396382856.jpg

অতিরিক্ত সময়ের পর্বে অ্যাথলেটিকো মাদ্রিদ শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলে। সাউলের গোলে ম্যাচের ৯৮ মিনিটের সময়ে অ্যাথলেটিকো আরেকবার ম্যাচে এগিয়ে যায় ৩-২। পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ ডিফেন্স অরক্ষিত রেখে পুরো দলই প্রায আক্রমনে উঠে আসে। সেই সুযোগে ম্যাচে ‘বোনাস গোলটা’ তুলে নেয় অ্যাথলেটিকো মাদ্রিদ। ১০৪ মিনিটে স্প্যানিশ তারকা কোকের করা এই গোলটাই ম্যাচের ‘কিলার গোল’ হয়ে দাড়ায় ৪-২।

সুপার কাপের লড়াই মানেই স্প্যানিশ ক্লাবের মুখোমুখি লড়াই। পেছনের পাঁচটি সুপার কাপের মধ্যে এনিয়ে চারবার মুখোমুখি হল স্প্যানিশ ক্লাবগুলো। অবশ্য এই লড়াইয়ে এবারই প্রথমবারের মতো একই শহরের দুই দল রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ একে অন্যের প্রতিপক্ষ হল। আর সেই প্রথমের লড়াইয়ে শিরোপা জিতল অ্যাথলেটিকো মাদ্রিদ।

স্ট্রাইকিং পজিশনে রোনালদো নেই। ডাগআউটে কোচ জিনেদিন জিদান নেই। এই দুই তারকাকে ছাড়া রিয়াল মাদ্রিদকে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই বড্ড বেশি ‘অসহায়’ দেখাল! রোনালদোর জায়গা আক্রমনভাগের মূলে খেলা বেনজেমা গোল পান। খেলেন বেশ ভালো। তারপরও রিয়াল মাদ্রিদের খেলা দেখে মনে হল কিসের যেন অভাব তাদের!

-হ্যাঁ, রোনালদোর অনুপস্থিতি!

   

শিরোপার দৌড়ে পিছিয়ে গেল লিভারপুল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার জন্য চলতি মৌসুমে চলছে ত্রিমুখী লড়াই। আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি একে অপরকে টপকে যাচ্ছে প্রতি ম্যাচ পরপরই। শিরোপা জিততে জয়ের দিকেই বর্তমানে নজর রাখছে এই তিন দল।

তবে গতরাতে এভারটনের মাঠে যেয়ে তাদের কাছে ২-০ গোলে হেরে এসেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। পয়েন্ট হারানোর ফলে লিগ শিরোপার দৌড়ে বাকি দুই দলের চেয়ে তাই কিছুটা পিছিয়ে গেল তারা। ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্টের সঙ্গে পয়েন্ট টেবিলের দুইয় অবস্থান করছে অল রেডরা। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল এবং দুই ম্যাচ কম খেলে ৭১ পয়েন্টে নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি।

এভারটনের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়াটা খুবই প্রয়োজন ছিল লিভারপুলের জন্য। এতে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট সমান করতে পারত তারা। তবে নিজেদের ভুলে তা আর সম্ভব হলো না।

ম্যাচে ৭৭ শতাংশ বলের দখল এবং ২৩টি গোলের উদ্দেশ্যে শট নিয়েও একটি গোলের দেখা পেল না লিভারপুল। অপরদিকে দুই অর্ধে দুটি গোল আদায় করে খুব ঠান্ডা মাথায় ম্যাচটি নিজেদের নামে করে নিয়েছে এভারটন।

প্রিমিয়ার লিগের শিরোপা উঁচিয়ে ধরতে হলে বাকি আর চারটি ম্যাচেই জয় ছাড়া বিকল্প নেই লিভারপুলের কাছে। তাই পরের ম্যাচগুলোতে নিজেদের সর্বোচ্চটা নিয়েই মাঠে নামার চেষ্টা থাকবে তাদের।

;

শেষ বলে এসে গুজরাটকে আটকালো দিল্লি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলের চলতি আসরের ৪০তম ম্যাচে গত রাতে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স। যেখানে ঘরের মাঠে গুজরাটের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বল পর্যন্ত গড়িয়েছিল খেলা, অবশেষে ৪ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

এদিন টসে জিতে শুরুতে স্বাগতিক দিল্লিকে ব্যাটিংয়ে পাঠায় গুজরাট। ব্যাট হাতে দিল্লির দুই ওপেনার তেমন কিছু করে না দেখাতে পারলেও অক্ষর পাটেল ও অধিনায়ক রিশাভ পান্তের ব্যাট দারুণভাবে হেসেছে। অক্ষর ৪৩ বলে ৬৬ ও পান্ত ৪৩ বলে অপরাজিত ৮৮ রান করেছেন। শেষে ট্রিসান স্টাবসের ৭ বলে ২৬ রানের ক্যামেও ইনিংসের মাধ্যমে দিল্লির দলীয় সংগ্রহ দাঁড়ায় ২২৪ রান।

জবাবে ব্যাট হাতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। দ্বিতীয় ওভারে অধিনায়ক শুবমান গিল সাজঘরে ফেরত যান মাত্র ৬ রানে। তবে সাই সুদর্শন ও ড্যাভিড মিলারের ব্যাটে ভর করে জয়ের বেশ সন্নিকটে পৌঁছায় সফরকারীরা। তবে নিজের সর্বোচ্চ চেষ্টাটা করেও দলকে জয় তুলে এনে দিতে পারেননি আফগান ক্রিকেটার রশিদ খান। শেষে মাত্র ৪ রানের ব্যবধানে হারতে হয় তাদের।

এই ম্যাচের পর সমান ৯ ম্যাচে দিল্লির ও গুজরাটের পয়েন্ট ৮। তবে নেট রানরেটের হিসেবে তালিকার ছয়ে আছে দিল্লি এবং সাতে গুজরাট।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী–গাজী গ্রুপ

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

শাইনপুকুর–শেখ জামাল

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

মোহামেডান–প্রাইম ব্যাংক

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

৪র্থ টি–টোয়েন্টি

পাকিস্তান–নিউজিল্যান্ড

রাত ৮–৩০ মিনিট - এ স্পোর্টস ও জিও সুপার

আইপিএল

সানরাইজার্স হায়দরাবাদ–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রাত ৮টা - স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রাইটন–ম্যানচেস্টার সিটি

রাত ১টা - স্টার স্পোর্টস সিলেক্ট ১

;

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

  • Font increase
  • Font Decrease

বান্দরবানে এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৪ এপ্রিল) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মাদক কারবারি হলেন উম্যামং মার্মা (৫২)। সে বান্দরবান সদরের কুহালং নতুন চড়ই পাড়া এলাকার মৃত ক্যশৈ অং মার্মার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল দিবাগত রাত দেড়টায় বান্দরবান সদরের কুহালং ইউপির পশ্চিম মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার উম্যামং মার্মা গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের সদস্য মর্মে স্বীকার করেছেন। মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

;