মাঠ কর্মীদের কাজ নজরদারিতে আফগান দলের লালটুপি ‘গোয়েন্দা’!



এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম থেকে
মাঠ ঠিকভাবে পরিচর্যা হচ্ছে কীনা দেখছেন আফগানিস্তান টিম ম্যানেজমেন্টের এক সদস্য-বার্তাটোয়েন্টিফোর

মাঠ ঠিকভাবে পরিচর্যা হচ্ছে কীনা দেখছেন আফগানিস্তান টিম ম্যানেজমেন্টের এক সদস্য-বার্তাটোয়েন্টিফোর

  • Font increase
  • Font Decrease

শেষদিন সকাল সোয়া এগারোটায় স্টেডিয়ামের আকাশে কড়া রোদের ঝিলিক। বৃষ্টি ঝরাও থেমে গেলো। আরো খানিকক্ষণ বাদে মাঠ পরিচর্যার জন্য মাঠ কর্মীরা মাঠে নামলেন। সুপার সাপার দিয়ে পিচ কাভারের ওপর জমে থাকা পানি পরিস্কারের কাজ চললো। উইকেটে যাতে পানি না পড়ে সেজন্য বেশ সতর্কতার সঙ্গে কাজ করলেন তারা। প্রায় ৩০ জনের মতো স্থানীয় মাঠ কর্মীরা এই পরিচর্যার কাজে জড়িত ছিলেন। মাঠের প্রধান পিচ কিউরেটর প্রবীন হিঙ্গানিকার মাঠ প্রস্তুতের পুরো এই প্রক্রিয়া তদারকি করেন। সঙ্গে ছিলেন বিসিবির আরেক কিউরেটর জাহিদ রেজা বাবু।

মাঠে এই সময় আরেকজন ছিলেন। তিনি বিদেশি। মাথায় লাল টুপি। হাফপ্যান্ট পরা। গায়ে আফগানিস্তানের প্র্যাকটিস দলের জার্সি। খোঁজ নিয়ে জানা গেলো তিনি আফগানিস্তান টিম ম্যানেজমেন্টের এক সদস্য।

- তো মাঠে তিনি কি করছেন?

যা করছিলেন তার নাম পাহারা দেয়। তার নাম গোয়েন্দা নজরদারি!



মাঠ কর্মীরা ঠিকমতো কাজ করছে কিনা- সেটা পাশে দাড়িয়ে দেখলেন আফগান টিম ম্যানেজমেন্টের এই সদস্য। হ্যাঁ, মাঠ পরিচর্যার পুরোটা সময় জুড়েই তিনি মাঠে দাড়িয়ে দেখলেন। তীক্ষè নজর মাঠ কর্মীদের কাজে। কিভাবে পিচের কাভার তোলা হচ্ছে। পানি কিভাবে সরানো হচ্ছে। কাভার সরানোর সময় উইকেটে পানি ঢুকছে কিনা? এমনসব বিষয়ের দিকে কড়া নজর রাখেন লালটুপি পরা সেই আফগানি!

কখনো দুরে দাড়িয়ে। কখনো একেবারে কাছে ঘেঁষে। দুই হাত পেছনে। কিন্তু কড়া নজর মাঠ কর্মীদের ওপর। এতো লম্বা সময় মাঠে দাড়িয়ে থাকতে তার কষ্টও হচ্ছিলো। পরে তিনি মাঠে থাকা রোলারের ওপর বসে মাঠ কর্মীদের কাজেও গোয়েন্দা নজর রাখেন। আফগান দলের এই ‘গোয়েন্দার’ সঙ্গে খানিকবাদে আরও দুজন এসে যোগ দেন।



-মাঠের দিকে আফগানিস্তানের অতিরিক্ত এই নজরদারির কারণটা খুবই স্পষ্ঠ। সম্প্রতি বাংলাদেশ সফরে আফগান ‘এ’ দলের বিকেএসপিতে একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়েছিলো। আফগান দল অভিযোগ করেছিলো সেই ম্যাচে বৃষ্টির পানি সরাতে গিয়ে মাঠ কর্মীরা ইচ্ছে করে উইকেট ভিজিয়ে ফেলেছে! যাতে খেলা আর না হয়- সেজন্যই এমন অপকর্ম। সেই ম্যাচে আফগানিস্তান একেবারে জয়ের দ্বারপ্রান্তে ছিলো। কিন্তু বৃষ্টিতে ম্যাচটা শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। বিকেএসপির সেই ম্যাচের পরে আফগান ‘এ’ দলের অধিনায়ক আনুষ্ঠানিকভাবে তার ক্যাপ্টেন্স রিপোর্টে অভিযোগে জানান-মাঠ কর্মীরা ইচ্ছে করেই অমন অপকর্ম করেছে!

বিকেএসপির সেই ঘটনা থেকে ‘শিক্ষা’ নেয় আফগানিস্তান। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম খেলার উপযোগী করতে মাঠ কর্মীরা যাতে কোনো অবহেলা না করেন সেদিকে কড়া নজরদারি দেয় আফগানিস্তান টিম ম্যানেজমেন্ট।
 
তবে চট্টগ্রাম টেস্টের মাঠ প্রস্তুতিতে মাঠকর্মীদের চেষ্টায় গাফিলতির কোনো চিহ্নই মেলেনি।

   

আর্সেনালের গোলবন্যায় ভাসলো চেলসি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

‘লন্ডন ডার্বি’-তে গতরাতে নিজেদের মাঠে যেন সেরা ফর্মেই ছিল আর্সেনাল। চেলসির সঙ্গে রীতিমত ছেলেখেলা করেছে তারা। ব্লুজদের জাল বরাবর মোট ২৭টি শট চালিয়েছে গানাররা। বিপরীতে চেলসি নিয়েছে মাত্র একটি শট। এই পরিসংখ্যানেই বোঝা যায় যে ঘরের মাঠে গতরাতের ম্যাচে কেমন দাপুটে ছিল আর্সেনাল।

এমিরেটসে দলীয় নৈপুণ্যে মরিসিও পচেত্তিনোর দলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। আর এই জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে নিজেদের আরও এক ধাপ এগিয়ে নিল আর্সেনাল।

এদিন ম্যাচে শুরু থেকেই চেলসিকে চেপে ধরে আর্সেনাল। ইংলিশ মিডফিল্ডার ডেকলান রাইসের বাড়িয়ে দেওয়া বল থেকে জালের ঠিকানা খুঁজে নেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। পরপর আরও কিছু আক্রমণ করে স্বাগতিকরা ব্যস্ত রাখে নীল জার্সিধারী ডিফেন্ডারদের। তবে প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি তারা।

আক্রমণ কিংবা রক্ষণ, কোনো ক্ষেত্রেই একটুও নিয়ন্ত্রণ ছিল না চেলসির। বিরতির পর চেলসির ডিফেন্স লাইন যেন তাদের ঘরের মতো পুরোটাই ভেঙে পড়ে। কারণ মাত্র ১৮ মিনিটের ব্যবধানে চেলসি হজম করে পুরো এক হালি গোল। ৫২তম মিনিটে হোয়াইট, ৫৭ ও ৬৫তম মিনিটে হাভার্টজ এবং ৭০তম মিনিটে আবারও হোয়াইটের গোলে যেন পুরোপুরি উড়ে যায় চেলসি।

৩৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৭৭। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৭৪ এবং দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৩। সিটি নিজেদের পরের দুই ম্যাচের কোনটিতে হোঁচট খেলে শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে আর্সেনাল। তাই আপাতত টাইটেল রেসে আর্সেনাল এগিয়ে আছে তা বলাই যায়।

;

মৌসুমের চারটি শিরোপাই জিততে চান পিএসজি কোচ এনরিকে



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি বছরের শুরুতে তুলুজকে হারিয়ে ফরাসি সুপার কাপ জেতে পিএসজি। এই শিরোপা ছাড়াও মৌসুমে আরও তিনটি শিরোপার সামনে দাঁড়িয়ে ফ্রেঞ্চ জায়ান্টরা। চারটি শিরোপার তাই প্রত্যেকটি জিতে 'কোয়াড্রপল' তকমা নিজেদের নামের সঙ্গে জুড়তে চান পিএসজি কোচ লুইস এনরিকে।

লিগ ওয়ানেও দারুণ ছন্দে আছে পিএসজি। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা মোনাকোর চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে। এতে আজকের ম্যাচেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে লুইস এনরিকের দলের। এতে লরিয়ঁর বিপক্ষে জিততে হবে পিএসজিকে এবং রাতে আরেক ম্যাচে লিলের বিপক্ষে পয়েন্ট হারাতে হবে মোনাকোকে।

এদিকে ইউরোপ সেরার লড়াই চ্যাম্পিয়নস লিগে সেমিতে পৌঁছেছে পিএসজি। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা খেলবে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। এছাড়া আগামী ২৫ মে ফরাসি কাপের ফাইনালে লিওনের বিপক্ষেও লড়বে এমবাপে-মার্কিনিয়োসরা। সব মিলিয়ে তাই চারটি শিরোপা বা কোয়াড্রপলের হাতছানি। এটিকেই অনুপ্রেরণা হিসেবে ধরে সামনে এগোতে চান এনরিকে।

গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শিরোপার প্রসঙ্গে এনরিকে বলেন, 'কোয়াড্রপল? অবশ্যই এটি নিয়ে আমরা আলোচনা করি। এটি অনুপ্রেরণার। ক্লাব এবং এই শহরের ইতিহাস গড়ার সুযোগ এটি। তবে, আমরা কী জিতব সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আমাদের জয়ের ধরন, খেলার ধরন।'

আসরে এখনো অন্তত আটটি ম্যাচ বাকি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠবে যোগ হবে আরও একটি। সম্ভাব্য এই নয় ম্যাচে নিজেদের জয়ের নিবেদনটা একটি রাখার কথাও জানান পিএসজির এই স্প্যানিশ কোচ।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে আজ মাঠে নামবে দিল্লি ও গুজরাট। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা দুটি ম্যাচে নামবে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়াও টিভিতে যা যা থাকছে।


আইপিএল

দিল্লি-গুজরাট

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

ফ্রেঞ্চ লিগ ওয়ান

লরিয়ঁ-পিএসজি

রাত ১১টা, র‍্যাবিটহোল

মার্শেই-নিস

রাত ১টা, র‍্যাবিটহোল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যান ইউ-শেফিল্ড

রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

এভারটন-লিভারপুল

রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

;

ফের খরুচে মুস্তাফিজ, স্টয়নিসের বীরত্বে লক্ষ্ণৌয়ের জয়



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দুর্দান্ত ছন্দে আইপিএল শুরু করলেও ক্রমেই মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের হাড়গোড় বেরিয়ে পড়ছে। আরও একবার চেন্নাইয়ের সবচেয়ে খরুচে বোলারের তকমা জুটল মুস্তাফিজের। ৩.৩ ওভারে খরচ করলেন ৫১ রান, শেষ ওভারে ১৭ রান ডিফেন্ড করতে গিয়ে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিলেন। মুস্তাফিজের এমন দুঃস্বপ্নের দিনে তার দল চেন্নাই কয়েক দিনের ব্যবধানে ফের হেরেছে লক্ষ্ণৌয়ের কাছে। ৬ উইকেটের জয়ে লক্ষ্ণৌয়ের ‘বীর’ মার্কাস স্টয়নিস।

চেপকে টসে হেরে আগে ব্যাট করতে হয় চেন্নাইকে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের অসাধারণ সেঞ্চুরি আর শিবম দুবের চিরচেনা মারকাটারি ব্যাটিংয়ে চলতি আসরে প্রথমবারের মতো দুইশ ছাড়ানো সংগ্রহ পায় স্বাগতিকরা।

৫০ বলে এক ডজন চার আর ৩ ছক্কায় ১০৮ রানে অপরাজিত থাকেন রুতুরাজ। তাকে যোগ্য সঙ্গ দিয়ে চেন্নাইকে দুইশ পেরোনো স্কোর পেতে সাহায্য করেন দুবে। ২৭ বলে ৩ চার আর ৭ ছয়ে ৬৬ রান আসে তার ব্যাটে। চতুর্থ উইকেটে তাদের ৪৬ বলে ১০৪ রানের অবিশ্বাস্য জুটিতেই কুড়ি ওভারে ৪ উইকেটে ২১০ রানে পৌঁছায় চেন্নাই।

তবে ব্যাট হাতে অতিমানবীয় এক ইনিংস খেলে রুতুরাজ-দুবের দুর্দান্ত ব্যাটিং ভুলিয়ে দেন স্টয়নিস। ৬৩ বলে ১৩ চার এবং আধডজন ছক্কায় ১২৪ রানের হার না মানা ইনিংস খেলেন এই অজি অলরাউন্ডার। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি।

অথচ লক্ষ্ণৌয়ের ইনিংসের শুরুতেই দীপক চাহার রানের খাতা খোলার আগেই ফেরান কুইন্টন ডি কককে। মুস্তাফিজের বলে ধরাশায়ী হন লক্ষ্ণৌ অধিনায়ক কেএল রাহুল (১৬)। তবে স্টয়নিসের দিনে যে তিনি একাই যথেষ্ট, সেটারই এক প্রদর্শনী দেখিয়ে চেপককে স্তব্ধ করে দেন এই অজি।

এই জয়ে চেন্নাইকে টপকে লক্ষ্ণৌ উঠে এসেছে পয়েন্ট টেবিলের চারে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১০। সমান ম্যাচ খেলেও ২ পয়েন্ট কম নিয়ে পাঁচে চেন্নাই।

;