ক্রীড়াপ্রেমীদের ব্যস্ত এক দিন



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম
সন্ধ্যায় টি-টুয়েন্টি ম্যাচে লড়বে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড

সন্ধ্যায় টি-টুয়েন্টি ম্যাচে লড়বে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড

  • Font increase
  • Font Decrease

আজ রোববার থেকে মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। পাল্লেকেলেতে দুদলের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়।

রাত সাড়ে ৯টায় ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের আতিথ্য নেবে টটেনহ্যাম। লা লিগার ম্যাচে রাত ১টায় রিয়াল মাদ্রিদ খেলবে ভিয়ারিয়ালের মাঠে।  সেরি এ তে ইন্টার মিলান রাত ১২টা ৪৫ মিনিটে মোকাবেলা করবে ক্যালিয়ারিকে।

কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা মাঠে গড়াবে রাত সাড়ে ৮টায়। দর্শকদের জন্য থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের ম্যাচ সরাসরি দর্শকরা টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টেনিস আসর ইউএস ওপেনের লড়াইও দেখা যাবে টিভিতে। সব মিলিয়ে ক্রীড়াপ্রেমীদের ব্যস্ত একদিন কাটবে আজ।

চলুন দেখে নেই রোববার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড
প্রথম টি-টুয়েন্টি
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
সনি ইএসপিএন ও স্টার স্পোর্টস

ওয়েস্ট ইন্ডিজ-ভারত
দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিন
সরাসরি রাত সাড়ে ৮টা
সনি টেন ওয়ান

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
আর্সেনাল-টটেনহ্যাম
সরাসরি রাত সাড়ে ৯টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ওয়ান

লা লিগা
অ্যাটলেটিকো মাদ্রিদ-এইবার
সরাসরি রাত ১১টা
ফেসবুক লাইভ

ভিয়ারিয়াল-রিয়াল মাদ্রিদ
সরাসরি রাত ১টা
ফেসবুক লাইভ

সেরি এ
লাৎসিও-রোমা
সরাসরি রাত ১০টা
সনি টেন টু ও সনি টেন টু এইচডি

ক্যালিয়ারি-ইন্টার মিলান
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি টেন টু ও সনি টেন টু এইচডি

টেনিস
ইউএস ওপেন
সরাসরি রাত ৯টা
স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান
 
কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস টু

   

পূর্ণমেয়াদে নিয়োগ পেলেন ‘সেই’ মহসিন শেখ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মহসিন শেখ। পাকিস্তানি বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান নাগরিক অবশ্য এবারই প্রথম নয়, গত বছর নিউজিল্যান্ড সিরিজেও শান্ত-লিটনদের সঙ্গে কাজ করেছেন।

তবে সেটা ছিল খণ্ডকালীন দায়িত্ব। এবার পূর্ণ মেয়াদেই তাকে পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ২০২৬ সালে মে মাস পর্যন্ত চুক্তিতে এই পদে নিযুক্ত হলেন মহসিন।

জানা গেছে, মহসিন শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ৩ মে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সে সিরিজ মাঠে গড়ানোর বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে মহসিন শেখের অভিজ্ঞতা কম নয়। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগে আফগানিস্তান, পাকিস্তান আর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গেও সময় কাটিয়েছেন।

এছাড়া বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগেও দাপিয়ে বেড়িয়েছেন মহসিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও অস্ট্রেলিয়ার বিগব্যাশের মতো শীর্ষ লিগগুলোতে পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজের বিপুল অভিজ্ঞতা রয়েছে তার।

;

গোললাইন প্রযুক্তি না রাখা নিয়ে লা লিগা সভাপতির ‘অদ্ভুত’ যুক্তি



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এল ক্লাসিকো মানেই উত্তেজনায় ঠাঁসা এক ফুটবল মহারণ। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা দ্বৈরথের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত যায় আতশ কাঁচের নিচে। লা লিগায় চলতি মৌসুমে এই দুই দলের সবশেষ ম্যাচটাও ব্যতিক্রম ছিল না। গোললাইন প্রযুক্তি না থাকায় বার্সেলোনা একটা নিশ্চিত গোলবঞ্চিত হয়েছে বলে দাবি দলটির কোচ-খেলোয়াড়দের। তবে এই অভিযোগ মানতে নারাজ লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

শুরুতেই বলে রাখা ভালো, গত রাতে রিয়াল মাদ্রিদের কাছে ৩-২ গোলে হেরেছে বার্সেলোনা। এই হারে মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে গেছে বার্সেলোনা, শিরোপার দৌড় থেকে একপ্রকার ছিটকে গেছে তারা। ম্যাচ যখন ১-১ সমতায় ছিল, তখন বার্সেলোনার লামিন ইয়ামাল একবার বল জালে প্রায় পাঠিয়েই দিয়েছিলেন। রিয়াল গোলকিপার আন্দ্রি লুনিন কোনো মতে সে শট ঠেকান।

তবে বার্সেলোনার অভিযোগ, লুনিন শটটি ঠেকানোর আগেই বল গোললাইন অতিক্রম করেছিল। কিন্তু গোললাইন প্রযুক্তি না থাকায় তা নিশ্চিতভাবে বলা যায় না। ভিএআর বল গোললাইনের ভেতরে প্রবেশ করেছিল কিনা তার যথেষ্ট প্রমাণাদি না পাওয়ায় বার্সেলোনাকে গোল দেয়নি।

ম্যাচের পর বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন বার্সেলোনা কোচ জাভি ও দলটির গোলকিপার মার্ক-আন্দ্রে টার স্টেগেন। তবে তাদের সঙ্গে মোটেই একমত নন লা লিগা সভাপতি তেবাস। ম্যাচের পর এই বিষয়টিকে ইঙ্গিত করে একটি টুইট করেন তেবাস। সেখানে গোললাইন প্রযুক্তির খুঁত নিয়ে বেশকিছু সংবাদের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নো কমেন্টস।’

তেবাসের টুইট দেখে তেলেবগুনে জ্বলে ওঠেন বার্সেলোনা সমর্থকরা। তারা লা লিগা সভাপতিকে কমেন্টবক্সে ধুয়ে দেন। উল্লেখ্য, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে শুধু লা লিগাতেই এখনো গোললাইন প্রযুক্তি প্রয়োগ করা হয়নি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল লারগুয়েরোর বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানিয়েছে, গোললাইন প্রযুক্তির জন্য ২.৬ মিলিয়ন পাউন্ড খরচ করতে মোটেই আগ্রহী নন লা লিগা সভাপতি তেবাস।

;

আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে বড় শাস্তি পেলেন কোহলি



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোয় শাস্তি পেয়েছেন বিরাট কোহলি। আইপিএলের কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের দায়ে তাকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

গত রবিবার (২১ এপ্রিল) কলকাতার বিপক্ষে ব্যাটিংয়ের হার্শিত রানার একটি ফুল টসে ফিরতি ক্যাচ হন কোহলি। আম্পায়ার আঙুল উঁচিয়ে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন। কিন্তু বলটি তার প্রায় কোমর উচ্চতায় ধেয়ে আসায় নো বলের দাবি তোলেন কোহলি। রিভিউও নেন। তবে তার আপত্তি নাকচ হয়ে যায় রিভিউতে।

ক্রিজ ছেড়ে কিছুটা বেরিয়ে আসায় বলটি যখন তার ব্যাটে লাগে তখন কোমরের চেয়ে বেশি উচ্চতায় ছিল ঠিক, তবে কোহলি যদি তার পপিং ক্রিজে থাকতেন তাহলে বলটি তার কোমর উচ্চতার নিচেই আসত-এই যুক্তিতে নো বল না দিয়ে আউটের সিদ্ধান্ত দেন মাঠের আম্পায়ার ও তৃতীয় আম্পায়ার।

আউটের সিদ্ধান্তের পর আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান কোহলি। মাঠ ছাড়ার সময়ও উচ্চস্বরে চিৎকার করতে থাকেন। ডাগআউটে গ্লাভস ছুঁড়ে ফেলে একটা ডাস্টবিনেও আঘাত করে বসেন।

কোহলির এমন আচরণ আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.৮ ধারার সঙ্গে সাংঘর্ষিক। তাই তাকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। কোহলি দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন।

উল্লেখ্য, কলকাতার বিপক্ষে ওই ম্যাচে ১ রানে হেরে যায় কোহলির বেঙ্গালুরু। ৮ ম্যাচ থেকে কেবল ১ জয় নিয়ে এখন পয়েন্ট টেবিলের তলানিতে ধুঁকছে কোহলির দল।

;

অঙ্কন-মাহমুদউল্লাহর ব্যাটে মোহামেডানের দাপুটে জয়



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

শেখ জামাল-মোহামেডান ম্যাচে তিন অঙ্কের দেখা পেয়েছেন তিন ব্যাটার। শেখ জামালের সাইফ হাসান এবং তাইবুর রহমান আর মোহামেডানের মাহিদুল ইসলাম অঙ্কন। তবে দিন শেষে হাসি ছিল কেবল অঙ্কনের মুখেই। তার সেঞ্চুরির সঙ্গে মাহমুদউল্লাহর অনবদ্য ফিফটিতে ৫ উইকেটের জয় দিয়ে সুপার লিগ শুরু করেছে সাদাকালোরা।

ফতুল্লার খানসাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠায় মোহামেডান। ওপেনার সাইফ হাসান এবং টপ অর্ডারের আরেক ব্যাটার তাইবুর রহমানের জোড়া সেঞ্চুরিতে স্বাচ্ছন্দ্যে এগোয় শেখ জামাল। আহত অবসরে মাঠ ছাড়ার আগে ১২০ রান আসে সাইফ হাসানের ব্যাটে। তাইবুর অপরাজিত থাকেন ১০২ রানে।

জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে তাদের রান দাঁড়ায় ২ উইকেটে ২৫৯। মোহামেডানের পক্ষে সাকুল্যে একটি উইকেট পান স্পিনার নাসুম আহমেদ।

জবাব দিতে নেমে মোহামেডানের শুরুটা খুব ভালো হয়নি। ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। চতুর্থ উইকেট জুটিতে মোহামেডানের হাল ধরেন অঙ্কন এবং মাহমুদউল্লাহ। তাদের ১৬৯ রানের জুটিতে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় সাদাকালোরা।

১০১ রান করে অঙ্কন যখন সাজঘরের পথ ধরেন, জয় তখন মোহামেডানের হাতছোঁয়া দূরত্বে। বাকি কাজটা সারেন মাহমুদউল্লাহ। সমান তিনটি করে চার-ছক্কায় ৮৭ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয় এনে দেন এই অভিজ্ঞ ব্যাটার।

;