বিশ্বকাপ ক্রিকেটের ‘এ টু জেড’



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
ট্রফি নিয়ে লর্ডসের ড্রেসিংরুমে দ্বাদশ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দল- ছবি: আইসিসি

ট্রফি নিয়ে লর্ডসের ড্রেসিংরুমে দ্বাদশ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দল- ছবি: আইসিসি

  • Font increase
  • Font Decrease

পর্দা নেমেছে আইসিসি ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের। রোববার ফাইনালে সুপার ওভারের রোমাঞ্চে শিরোপা জিতেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরার ট্রফি জিতেছে ক্রিকেটের জনকরা। সেই ১৯৭৫ সাল থেকে শুরু ওয়ানডে ক্রিকেটের উত্তেজনা। এরপর শিরোপা সোনার হরিণ হয়েই ছিল ইংলিশদের। এবার মিলল সাফল্য।

৪৬ দিনে ৪৮ ম্যাচের লড়াই শেষে এখন চলছে হিসাব-নিকাশ। মিলছে অনেক প্রশ্নের উত্তর। চলুন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ‘এ টু জেড’ দেখে নেই এক নজরে-

চ্যাম্পিয়ন : ইংল্যান্ড
রানার্স আপ : নিউজিল্যান্ড
ম্যান অব দ্য টুর্নামেন্ট : কেন উইলিয়ামসন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/15/1563185720556.jpg

রানে এগিয়ে রোহিত শর্মা-

সদ্য সমাপ্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন রোহিত শর্মা। ভারতের এই ওপেনার ৯ ম্যাচে করেন ৬৪৮ রান। কুমার সাঙ্গাকারার ৪ সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গে এ আসরে নতুন কীর্তি গড়েন ভারতের এ ওপেনার। এরপরই ৬৪৭ রান নিয়ে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তিন নম্বরে সাকিব আল হাসান (৬০৬)।

ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর- ডেভিড ওয়ার্নার ১৬৬
ব্যাটিং গড়- সাকিব আল হাসান ৮৬.৫৭
স্ট্রাইক রেট- জস বাটলার ১২২.৮৩
সর্বোচ্চ শতরান- রোহিত শর্মা ৫
সর্বোচ্চ ফিফটি+- সাকিব আল হাসান ৭
সর্বোচ্চ চার- রোহিত শর্মা ও জনি বেয়ারস্টো (৬৭)
সর্বোচ্চ ছক্কা- ইয়ন মরগান (২২)

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/15/1563185892675.jpg

বিশ্বরেকর্ড মিচেল স্টার্কের-

এবারের বিশ্বকাপে ২৭ উইকেট নিয়ে শীর্ষে মিচেল স্টার্ক। তারই পথ ধরে গড়েন বিশ্বরেকর্ড! ২০০৭ বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে ২৬ উইকেট নেন কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। তাকে টপকে গেলেন স্বদেশী স্টার্ক। ২১ উইকেট নিয়ে এরপরই নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। ২০ উইকেট নিয়ে তিন নম্বরে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের জোফরা আর্চারের দখলেও সমান ২০ উইকেট।

সেরা বোলিং ফিগার- শাহিন শাহ আফ্রিদি ৬/৩৫
সেরা গড়- মোহাম্মদ শামি ১৩.৭৮
সেরা ইকোনমি- কলিন ডি গ্র‍্যান্ডহোম ৪.১৫
ইনিংসে ৫ উইকেট- মুস্তাফিজুর রহমান ও মিচেল স্টার্ক (২বার)
সর্বোচ্চ মেডেন- জাসপ্রিত বুমরাহ ৯
সর্বোচ্চ ওভার- জোফরা আর্চার ১০০.৫

উইকেটরক্ষক-

সর্বোচ্চ ডিসমিসাল- টম লাথাম (২১টি)
সর্বোচ্চ স্ট্যাম্পিং- মহেন্দ্র সিং ধোনি (৩)
এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসাল- অ্যালেক্স ক্যারি, টম লাথাম (৫)

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/15/1563186011759.PNG

১৩ ক্যাচ জো রুটের-

এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ তালুবন্দী করেছেন জো রুট। ১১ ম্যাচে নিয়েছেন ১৩টি ক্যাচ। ১০ ম্যাচ খেলে এরপরই আছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। ৯টি ক্যাচ নিয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। বাংলাদেশের সৌম্য সরকার, ইংল্যান্ডের ক্রিস ওকস, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও ওয়েস্ট ইন্ডিজের শেল্ডন কটরেল ৮ ক্যাচ নিয়েছেন।

এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ- ক্রিস ওকস, জনি বেয়ারস্টো (৪টি)।

শামি-বোল্টের হ্যাটট্রিক-

২০১৯ বিশ্বকাপ দেখেছে দুটি হ্যাটট্রিক। বল হাতে এই কীর্তি গড়েন ভারতের মোহাম্মদ শামি ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। আফগানিস্তানের বিপক্ষে রাউন্ড রবিন লিগের ম্যাচে টানা তিন বলে তুলে নেন মোহাম্মদ নবি, আফতাব আলম ও মুজিব উর রেহমানের উইকেট। ট্রেন্ট বোল্ট হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিনি ফেরান উসমান খাজা, মিচেল স্টার্ক ও জেসন বেহরেনডর্ফকে।

   

শান্তর সেঞ্চুরিতে শিরোপার আরও কাছে আবাহনী



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শিরোপার আরও কাছে পৌঁছে গেল আবাহনী লিমিটেড। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৭১ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে আকাশি-হলুদরা।

ফতুল্লার খানসাহেব ওসমান আলি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে আবাহনী। দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাস সমান ৩৩ রানে ফেরেন। তিনে নেমে সেঞ্চুরির দেখা পান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৮৪ বলে ৮ চার এবং ৬ ছক্কায় ১০১ রান আসে তার ব্যাটে।

চার এবং পাঁচে নেমে ফিফটি করেন এনামুল হক বিজয় ও তাওহিদ হৃদয়। দ্রুতলয়ে ব্যাট চালিয়ে ৬৮ রান করেন এনামুল, হৃদয় অপরাজিত থাকেন ৫৮ রানে। শেষদিকে ১৭ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ৫০ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৩৪৩ রান করে আবাহনী।

প্রাইম ব্যাংকের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন শেখ পারভেজ জীবন।

জবাব দিতে গাজী গ্রুপ খুব একটা সুবিধা করতে পারেনি। দলটির মিডল অর্ডার ব্যাটার সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন। তবে আবাহনীর রানপাহাড় টপকানোর জন্য তা মোটেও যথেষ্ট ছিল না। অন্য ব্যাটারদের গড়পড়তা পারফরম্যান্স ৩৫.১ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় গাজী।

আবাহনীর পক্ষে ৪৪ রান খরচায় ৪ উইকেট নেন স্পিনার রাকিবুল হাসান। দুটি করে উইকেট যায় তানজিম হাসান সাকিব ও সৈকতের ঝুলিতে।

প্রথম পর্বে ১১ ম্যাচের সবকটিতে জয় পায় আবাহনী, এখন সুপার লিগেও দুই ম্যাচ জিতে শিরোপার সুবাস পাচ্ছে তারা।

 

;

ডার্বি হেরে ক্ষমা চাইলেন ক্লপ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে ছন্দ হারিয়েছে লিভারপুল। আতালান্তার কাছে হেরে শেষ হয়েছে তাদের ইউরোপা লিগ যাত্রা। এবার লিগ শিরোপার দৌড়েও হোঁচট খেয়েছে তারা। এভারটনের কাছে হেরে বসেছে তারা। শেষ তিন ম্যাচ দুই হারে লিগ শিরোপার দৌড়ে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে তারা। এভারটনের কাছে হারের পর সমর্থকদের কাছে ‘ক্ষমা’ প্রার্থনা করেছেন ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ।

১৪ বছর পর এভারটনের মাঠ গুডিসন পার্কে হারের পর ক্লপ বলেন, ‘সমর্থকদের জন্য খারাপ লাগছে। আমি আসলেই এটার (এভারটনের বিপক্ষে হারের) জন্য দুঃখিত। আমি ক্ষমা চাচ্ছি।’

লিগ শিরোপার দৌড়ে ৭৭ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। গানারদের সমান ৩৪ ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট ৭৪। দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির ঝুলিতে রয়েছে ৭৩ পয়েন্ট।

শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ে হতাশায় মুষড়ে পড়েছেন ক্লপ, ‘আমি এখন ভালো কিছুই ভাবতে পারছি না। খুবই হতাশ। আমার ম্যাচ জেতার জন্য যথেষ্ট ভালো খেলতে পারিনি। এভারটন যেভাবে খেলতে চেয়েছে সেভাবেই ম্যাচটা সেভাবেই এগিয়েছে। তারা সেট-পিস থেকে দুটি গোল করেছে।’

হতাশা জেঁকে ধরলেও ক্লপের চোখ এখন ওয়েস্ট হ্যামের বিপক্ষে পরের ম্যাচের দিকে। সে ম্যাচ দিয়ে ছন্দে ফেরার প্রত্যয় ক্লপের কণ্ঠে, ‘আমাদের দ্রুত ছন্দে ফিরতে হবে। ওয়েস্ট হ্যামের এটা ভেবে হাত নিশপিশ করছে যে আমরা সেখানে এক পা নিয়ে খেলতে যাব, কিন্তু আমাদের চেষ্টা থাকবে যাতে নিজেদের সেরাটা দেখাতে পারি।’

;

‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব’ 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আসন্ন জিম্বাবুয়ে সিরিজ না খেলে দেশের তারকা অলরাউন্ডার সাকিব খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। খেললেও শুরুর দিকে থাকবেন না দলে। আর এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এদিকে দুদিন আগে জিম্বাবুয়ের সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ঘোষণা করা ১৭ সদস্যের দলেও নেই সাকিব। তবে কি আসলেই খেলছেন না সাকিব? বা ঠিক কয়টি ম্যাচ খেলবেন? সব প্রশ্নের উত্তর এবার দিলেন সাকিব নিজেই। জানালেন জিম্বাবুয়ে সিরিজে খেলার কথা এবং জানালেন কয়টি ম্যাচে খেলবেন। 

সাকিব এই মুহূর্তে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই এক অনুষ্ঠানে সব খোলাসা করে জানান দেশের সাবেক এই অধিনায়ক। 

সেই অনুষ্ঠানে জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গে সাকিব বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন চলছে...আসলে অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে দুটো না তিনটা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই।’

সেখানে সিরিজের শুরু দিকে কেন থাকছেন না এ নিয়েও কথা বলেন সাকিব। ‘আসলে এইগুলো আলোচনার মাধ্যমেই হয়। আমার ইচ্ছেমত না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। সেহেতু দুইটা ম্যাচ খেলার সুযোগ থাকবে। এছাড়া প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই ম্যাচ দুইটা খেলা।’

উল্লেখ্য, আগামী ৩ মে থেকে শুরু জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। সেই ম্যাচ সহ সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সিরিজের সেই দুই ম্যাচ মিরপুরের হোম অব ক্রিকেটে, ১০ ও ১২ মে। 

;

হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুকে তীব্র ব্যথা নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেভেজ। তবে পরীক্ষা-নিরীক্ষার পর গুরুতর কিছু ধরা না পড়ায় গতকালই তিনি ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। আপাতত বাসার ফিরে বিশ্রামে থাকবেন ৪০ বছর বয়সী এই ফুটবলার। 

বুকের ব্যথা তীব্র রূপ নিলে তেভেজকে ভর্তি করানো হয় আর্জেন্টিনার বুয়েনস আইরেসের কাছে সান ইসিন্দ্রোর একটি ক্লিনিকে। বিষয়টি গতকাল জানা যায় আর্জেন্টাইন শীর্ষ বিভাগের ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের এক বিবৃতিতে। এবার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তারাই জানায় তেভেজের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার বিষয়টি। 

সেই পোস্টে ক্লাব ইন্দিপেন্দিয়েন্ত জানায়, কার্লোস তেভেজের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে তাকে হাসপাতাল ছেড়ে দেওয়া হয়েছে। বাসায় ফিরে তিনি বিশ্রাম নেবেন এবং আগামীকাল ফিরবেন অনুশীলনে।’

তবে ঠিক কী কারণে বুকে এই ব্যথা অনুভব করেছেন তেভেজ সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। 

গত বছরের আগস্টে আর্জেন্টিনার এই ক্লাবটির কোচ হয়ে আসেন তেভেজ। ক্লাবটির সঙ্গে তেভেজের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। কোচিং ক্যারিয়ারটা অবশ্য আরও আগেই শুরু হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিতি, জুভেন্টাস ও বোকা জুনিয়র্সের সাবেক এই তারকা ফুটবলারের। ২০২১ সালে খেলোয়াড় হিসেবে ফুটবলকে বিদায় জানানোর পর ২০২২ সালে রোজারিও সেন্ট্রালের কোচে দায়িত্ব নিয়ে নিজের ম্যানেজেরিয়াল ক্যারিয়ার শুরু করেন তেভেজ। 

;