‘জ্যোতিষী’ ম্যাককালামের নতুন ভবিষ্যদ্বাণী, সেমিতে নেই বাংলাদেশ!



সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
নতুন করে আলোচনায় ব্রেন্ডন ম্যাককালাম

নতুন করে আলোচনায় ব্রেন্ডন ম্যাককালাম

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের চোখে তিনি ভণ্ড ‘জ্যোতিষী’! কারণ তার ভবিষ্যদ্বাণী যে কোন কাজেই আসছে না। বলেছিলেন- এবারের বিশ্বকাপ ক্রিকেটে একটি ম্যাচই জিতবে বাংলাদেশ। সেটি শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু এরইমধ্যে দুটি ম্যাচ জিতেছে টাইগাররা। এমন কী লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত।

সেই ব্রেন্ডন ম্যাককালাম এবার নতুন করে তার ভবিষ্যদ্বাণী করলেন। সেমিতে এবার রাখেন নি বাংলাদেশকে। যদিও এখনো ছিটকে যায়নি মাশরাফি বিন মর্তুজার দল। শেষ চারের লড়াইয়ে ভাল করেই টিকে আছে টাইগাররা।

এ অবস্থায় ম্যাককালাম জানিয়ে দিলেন কারা খেলতে পারে চলতি বিশ্বকাপের সেমি-ফাইনালে। তবে এখনো সেরা চারে কোন দলই পা রাখেনি। নিউজিল্যান্ডের সাবেক ক্যাপ্টেন অবশ্য নিশ্চিত- কোন চার দল খেলবে সেমিতে। একইসঙ্গে নিজ দেশকে শিরোপা জয়ের পথেও এগিয়ে রাখলেন তিনি। তার বিশ্বাস গতবারের মতো রানার্স আপ নয়, এবার শিরোপাই জিততে পারে তার দল।

অবশ্য দুর্দন্ত ছন্দ আছে কিউইরা। একের পর এক জয়ে পয়েন্ট তালিকাতেও দাপট। এখন অব্দি হারের তিক্ত স্বাদ পায়নি কেন উইলিয়ামসনের দল। ঠিক এ অবস্থায় নিজের দলটা নিয়ে সাবেক এই তারকা ক্রিকেটার বলছিলেন, ‘দেখুন, নিউজিল্যান্ডকে অনেকেই ফেভারিটের তালিকায় রাখতে রাজী নয়। যদিও ওরা উইলিয়ামসনদের খেলাই দেখে না। সব সময় কিউইরা আলোচনার বাইরেই থাকে।’

ঠিক এ অবস্থায় নিজের সেরা চার বেছে নিতে গিয়ে ম্যাককালাম বলেন, ‘আমার দৃষ্টিতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ড সেমি-ফাইনালে খেলবে।’

অবশ্য এবার পয়েন্ট তালিকা দেখেই ফেভারিট আঁচ করতে পারলেন ম্যাককালাম। কারণ পয়েন্ট তালিকায় এই চার দেশেরই দাপট। তবে লড়াইয়ে ঠিকই আছে বাংলাদেশ, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কাও। নাটকীয় অনেক কিছুই হয়তো অপেক্ষায় আছে ইংল্যান্ড বিশ্বকাপে। কে জানে আরো একবার হয়তো বোকা বনতে পারেন ম্যাককালাম!

   

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী–গাজী গ্রুপ

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

শাইনপুকুর–শেখ জামাল

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

মোহামেডান–প্রাইম ব্যাংক

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

৪র্থ টি–টোয়েন্টি

পাকিস্তান–নিউজিল্যান্ড

রাত ৮–৩০ মিনিট - এ স্পোর্টস ও জিও সুপার

আইপিএল

সানরাইজার্স হায়দরাবাদ–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রাত ৮টা - স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রাইটন–ম্যানচেস্টার সিটি

রাত ১টা - স্টার স্পোর্টস সিলেক্ট ১

;

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

  • Font increase
  • Font Decrease

বান্দরবানে এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৪ এপ্রিল) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মাদক কারবারি হলেন উম্যামং মার্মা (৫২)। সে বান্দরবান সদরের কুহালং নতুন চড়ই পাড়া এলাকার মৃত ক্যশৈ অং মার্মার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল দিবাগত রাত দেড়টায় বান্দরবান সদরের কুহালং ইউপির পশ্চিম মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার উম্যামং মার্মা গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের সদস্য মর্মে স্বীকার করেছেন। মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

;

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার আটক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে আটক করেছে ইংল্যান্ডের পুলিশ। গত শুক্রবার (১৯ এপ্রিল) দুই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে সপ্তাহান্তে পুলিশ তাদের আটক করে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) ধর্ষণে প্ররোচনা ও সাহায্য করার অভিযোগে একজন ফুটবলারকে আটক করে পুলিশ। এরপর রবিবার অপর এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়।

জানা গেছে, প্রথম ফুটবলারকে তার ক্লাবের স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। পরে একই দিন রাতে তাকে আটক করা হয়।

দুইজন ফুটবলার একই প্রিমিয়ার লিগ ক্লাবের খেলেন বলেও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। আটক করার পরপরই অবশ্য দুজন জামিনে মুক্ত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই ফুটবলারেরই বয়স ১৯। তবে এই দুই ফুটবলারের ক্লাব এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অপর এক ব্রিটিশ দৈনিক সান। তাদেরকে ক্লাব কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা সেটাও জানা যায়নি।

;

মুস্তাফিজদের নয়, দোষ শিশিরের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ঘরের মাঠেও চেন্নাই সুপার কিংস পেরে উঠল না। শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল লক্ষ্ণৌয়ের, কিন্তু মুস্তাফিজ সে ওভারে বোলিংয়ে এসে তিনটি বৈধ ডেলিভারিতেই খরচ করেছেন ১৯ রান। ম্যাচটি ৬ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় তাদের।

২১০ রানের বড় সংগ্রহ নিয়েও বোলারদের ব্যর্থতায় হারের মুখ দেখতে হয় চেন্নাইকে। শুধু মুস্তাফিজই, দলের অন্য বোলাররাও লক্ষ্ণৌয়ের ব্যাটিংয়ের সামনে খাবি খেয়েছেন। তাদের শাসন করেই ১২৪ রানের অবিশ্বাস্য হার না মানা ইনিংস খেলে লক্ষ্ণৌকে জয় এনে দেন মার্কাস স্টয়নিস।

এমন দুর্দান্ত ইনিংস দেখে প্রতিপক্ষ শিবিরে থেকেও প্রশংসা না করে পারেননি চেন্নাই অধিনায়ক এবং লক্ষ্ণৌয়ের বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়, ‘পরাজয় মেনে নেওয়া সবসময়ই কঠিন। লক্ষ্ণৌ ভালো করেছে। ১৩তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতেই ছিল। স্টয়নিস দুর্দান্ত ব্যাট করেছে। ওকে টুপি খোলা অভিনন্দন।’ 

তবে ২১০ রান ডিফেন্ড করতে না পারার পরও বোলারদের দায় দিচ্ছেন না চেন্নাই অধিনায়ক, ‘এই ম্যাচে শিশির প্রভাব রেখেছে। শিশিরের কারণে স্পিনাররা সুবিধা করতে পারেনি। তা না হলে আরেকটু ভালো হতে পারত। যদিও এটি খেলারই অংশ। যা আপনার হাতে নেই সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।’

;