শুরুর ধস সামলে প্রস্ততি ম্যাচে ভারতের ১৭৯



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
রবিন্দু জাদেজা / ছবি: সংগৃহীত

রবিন্দু জাদেজা / ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এই দলের ব্যাটিং লাইনআপ নিয়ে সমর্থকদের অনেক গর্ব। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপ যে ‘খেল’ দেখাল তাতে গর্ব নয়, চিন্তায় পড়েছেন সমর্থকরা। ওভালের বাউন্সি উইকেটে বড়ো অসহায় দেখালো ভারতের ব্যাটসম্যানদের। কোনোমতে ১৭৯ রানের যে সঞ্চয় জমা করল ভারত, তার সিংহভাগ কৃতিত্ব লোয়ার অর্ডার ব্যাটসম্যান রবিন্দু জাদেজার। প্রস্তুতি ম্যাচে দলের একমাত্র ব্যাটসম্যান শুধু তাকেই মনে হলো! ৫৪ রান করেন জাদেজা।

প্রস্তুতি ম্যাচে ভারত ১০ রানের মধ্যে হারালো দুই ওপেনারকে। ধসের সেই শুরু। টপ ও মিডলঅর্ডারে ব্যাটিংয়ের কিছুই যে হলো না! দেখতে না দেখতেই স্কোরবোর্ড ৭৭ রানে নেই শুরুর পাঁচ উইকেট। কার্তিক, ধোনির ব্যাটেও সেই সঙ্কট কাটলো না। স্কোরবোর্ডে তিন অংকের রান জমা হওয়ার আগেই ভারতের ৭ উইকেট নেই। শেষ পর্যন্ত সেই ধাক্কা সামলে কোনোমতে ১৭৯ রান জমা করে ভারত। ইনিংসে ভারতের উদ্ধারকর্তা হয়ে থাকলেন অলরাউন্ডার রবিন্দু জাদেজা।

ট্রেন্ট বোল্ট গতির ঝড়েই নিজের ওপেনিং স্পেলেই তুলে নিলেন তিন উইকেট। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ওপর চার নম্বরে ব্যাট করতে নামা কেএল রাহুলকে ফেরান বোল্ট। এই তিন ব্যাটসম্যানই সিঙ্গেল ডিজিটে আউট! অধিনায়ক বিরাট কোহলির প্রাইজ উইকেট শিকার করেন গ্রান্ডহোম। ১৮ রান করে কোহলি বোল্ড হন গ্রান্ডহোমের নিরীহ দর্শন এক ডেলিভারিতে।

রোহিত শর্মা ব্যাট নামাতে একটু দেরি করেন। উপরের দিকে বল রাখেন বোল্ট। ভালো সুইং নিয়ে বল স্ট্যাম্পের দিকে ছুটে। ব্যাটে-বলে করতে পারেননি রোহিত। বল লাগে তার প্যাডে। আপিল উঠে। আম্পায়ার সেই আপিলে সাড়া দেন। কিন্তু রোহিত রিভিউ নেন। রিভিউতেও জানা গেলো রোহিত আউট। ৩ রানে প্রথম উইকেট হারালো ভারত।

বোল্টের পরের ওভারেই শিখর ধাওয়ানের বিপক্ষে কট বিহাইন্ডের আপিল তুলে নিউজিল্যান্ড। আম্পায়ার ধর্মসেনা তাতে সাড়া দিলেন না। নিউজিল্যান্ড অধিনায়ক রিভিউ নিলেন। রিভিউতে দেখা গেলো বল ধাওয়ানের ব্যাটে হালকা ছোঁয়া নিয়েছেন। আম্পায়ার সিদ্ধান্ত বদলে জানালেন-আউট!

বোল্টের তৃতীয় শিকার কেএল রাহুল ৬ রানে বোল্ড হয়ে ফিরলেন। ২৪ রানে ভারত হারায় ৩ উইকেট।

বিরাট কোহলি সামলে দেবেন, এই আশায় ওভালের সমর্থকরা বিরাট বিরাট চিৎকার করছিলেন। কিন্তু সেই চিৎকারকে স্তদ্ধ করে দিলেন বিরাট কোহলি ফিরলেন ১৮ রানে।
হার্দিক পান্ডে ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে পাঁচে নামেন। বেশ আক্রমনাত্মক মেজাজে ব্যাট চালান তিনি। মনে হচ্ছিলো ভারত শুরুর সঙ্কট কাটিয়ে উঠছে তার ব্যাটে। কিন্তু অফ স্ট্যাম্পের বাইরের বলে এখনো দুর্বলতা রয়েই গেলো হার্দিক পান্ডের। জিমি নিশামের পেসে হার মানেন তিনি। ৩৭ বলের ইনিংস তার শেষ হয় ৩০ রানে।

মহেন্দ্র সিং ধোনি অ্যাঙ্কর রোল প্লে করার চেষ্টা চালান। প্রচুর বল খেলেন। কিন্তু উইকেটে সেট হওয়ার পর ধোনিও ফিরে এলেন। দিনেশ কার্তিকও প্রস্তুতি ম্যাচে সিঙ্গেল ডিজিটের ব্যাটসম্যান। ৯১ রানে ৭ উইকেট হারানো ভারতকে টেনে তোলার দায়িত্ব নিলেন রবিন্দু জাদেজা। ওভালের দ্রæতগতির আউটফিল্ডকে কাজে লাগিয়ে পারফেক্ট ওয়ানডে স্টাইলে ব্যাট চালান এই স্পিন অলরাউন্ডার।

কেনসিংটনের ওভারের দ্রুত গতির উইকেটের সঙ্গে মানিয়ে নিতে ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যাটা বেশ স্পষ্ট হয় এই ম্যাচে। ট্রেন্ট বোল্ট চারটি উইকেট নিয়ে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের সেরা বোলার।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ১৭৯/১০ (৩৯.২ ওভারে, রোহিত ২, ধাওয়ান ২, কোহলি ১৮, রাহুল ৬, পান্ডে ৩০, ধোনি ১৭, কার্তিক ৪, জাদেজা ৫৪, ভুবেনশ্বর ১, কুলদ্বীপ ১৯, বোল্ট ৪/৩৩, জিমি নিসাম ৩/২৬)

   

মুস্তাফিজ চলে গেলে দুঃখ পাবেন হাসি



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি আসরে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার। এখন পর্যন্ত দলটির পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি বাংলাদেশের এই বাঁহাতি পেসার। শেষ কয়েক ম্যাচে কিছুটা খরুচে বোলিং করলেও এখন পর্যন্ত খেলা ৬ ম্যাচের কোনোটিতেই ছিলেন না উইকেটশুন্য। এমন একজন পেসার আইপিএলের মাঝপথে দেশে ফিরে গেলে কষ্ট পাবেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি।

আগামী মে’তে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সে সিরিজে মুস্তাফিজকে চায় বিসিবি। তার ফিটনেস এবং ওয়ার্কলোড ব্যবস্থাপনার জন্য ১ মে পর্যন্ত তাকে আইপিএলে খেলার ছাড়পত্র দেয়া হয়েছে।

সে হিসেবে চেন্নাইয়ের জার্সিতে আর সর্বোচ্চ তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ। আজ (মঙ্গলবার) রাতে লক্ষ্ণৌয়ের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। তার আগে গতকাল (সোমবার) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে নিয়ে কথা বলেন হাসি, ‘মুস্তাফিজ দারুণ স্লোয়ার বল করতে পারে। চেন্নাইয়ে তার ওই বলটা খেলা খুবই কঠিন। সে যখন (বাংলাদেশে) ফিরে যাবে, তখন নিশ্চিতভাবেই আমরা কষ্ট পাব। তবে মুস্তাফিজকে তার দেশ ডাকছে। আমরা তাকে যতদিন সম্ভব ধরে রাখতে চাই। এখন পর্যন্ত তার পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত।’

আইপিএলের চলতি আসরে ৬ ম্যাচ খেলে এরই মধ্যে ১১ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। আসরের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় মুস্তাফিজ এখন ৬ নম্বরে। উদ্বোধনী ম্যাচেই বেঙ্গালুরুর বিপক্ষে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি পেসার।

;

ওয়েস্ট ইন্ডিজ দলে ফেরার দরজা বন্ধ: নারাইন



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সুনীল নারাইনের ওয়েস্ট ইন্ডিজের সতীর্থরা চায়, আবার জাতীয় দলে ফিরুন এই অলরাউন্ডার। কিন্তু নারাইনের সিদ্ধান্ত ইস্পাতদৃঢ়, জাতীয় দলের জার্সি আর গায়ে না চড়ানোর সিদ্ধান্তে এখনো অটল তিনি।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন নারাইন। এখন বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে দাপিয়ে বেড়াচ্ছেন। একসময় লোয়ার অর্ডারে ব্যাট করা নারাইন এখন মারকুটে ওপেনার। সঙ্গে দুর্ধর্ষ স্পিন বোলিং তো রয়েছেই।

চলতি আইপিএলে দারুণ ছন্দে রয়েছেন নারাইন। আইপিএলের এবারের আসরে পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা। চলতি আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে ব্যাট করে তার রান ২৮৬, স্ট্রাইক রেট ১৭৬-এর বেশি।

বল হাতে ৭ ম্যাচে পেয়েছেন ৯ উইকেট। বোলিং গড়ও মন্দ নয়, ৭.১১। তার এমন পারফরম্যান্স দেখে রাজস্থান রয়্যালসে খেলা তার ক্যারিবিয়ান সতীর্থ রভম্যান পাওয়েল বলেছিলেন, ‘গত ১২ মাস ধরে নারাইনকে জাতীয় দলে ফেরার কথা বলছি। কিন্তু ও কারো কথা কানে তুলছে না।’

তবে এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের সাবেক সতীর্থ ও ভক্তদের জবাব দিয়েছেন নারাইন। আইপিএলে তার দল কলকাতা নাইট রাইডার্সের মাধ্যমে পাঠানো আনুষ্ঠানিক বিবৃতিতে নারাইন বলেছেন, ‘জেনে ভীষণ আনন্দ ও গর্ব হচ্ছে যে, আমার পারফরম্যান্স দেখে অনেকে অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য বলছেন। কিন্তু নিজের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে সমঝোতা হয়ে গেছে আমার। আর হতাশ হতে চাই না। (জাতীয় দলে ফেরার) দরজা এখন পুরোপুরি বন্ধ।’ 

দেশের জার্সি আর গায়ে চড়ালেও বিশ্বকাপে তাদের সমর্থন দেবেন নারাইন, ‘জুনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে যারা মাঠে নামবে তাদের নিশ্চিত সমর্থন করবো আমি।’

;

দেশের হয়ে খেলার চেয়ে আইপিএল বেশি উপভোগ করেন মুস্তাফিজ!



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বেশ কিছুদিন ধরেই মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটের ‘হট টপিক’। তাকে আইপিএলে খেলা চালিয়ে যেতে দেয়া উচিৎ নাকি জিম্বাবুয়ের সিরিজে খেলানো উচিৎ-এই প্রশ্ন দেশের ক্রিকেট বিভক্ত। খোদ বিসিবিতেই এই ইস্যুতে রয়েছে ভিন্ন ভিন্ন মত। এই যখন পরিস্থিতি, তখন মুস্তাফিজের বাংলাদেশ-সতীর্থ শরিফুল ইসলাম বড়সড় এক বোমাই ফাটালেন বলা চলে।

মুস্তাফিজ জাতীয় দলে খেলার চেয়ে আইপিএলে খেলতেই নাকি বেশি স্বচ্ছন্দ, এমনটা মনে করেন শরিফুল। কেন এমন ভাবনা তার, খোলাসা করলেন শরিফুল নিজেই, ‘আমার মনে হয় বাংলাদেশের থেকে আইপিএলে মোস্তাফিজ ভাই বেশি উপভোগ করে, কারণ ওখানে চাপটা খুব কম আর কী। বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে। হয়তো একটু খারাপ হলে অনেক চাপ পড়ে।’

পারফরম্যান্সের কারণে জাতীয় দলে যে মুস্তাফিজ বেশ চাপে আছেন তা অস্বীকার করার জো নেই। সবশেষ শ্রীলঙ্কা সিরিজেই তো ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে মুস্তাফিজ অটো-চয়েজ ছিলেন না। তানজিম হাসান সাকিব ক্রমেই জাতীয় দলে পারফরম্যান্স দিয়ে তার জায়গা অনিশ্চিত করে দিচ্ছেন।

অথচ আইপিএলে গিয়ে প্রথম ম্যাচেই রাজসিকরূপে হাজির হন মুস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে বনে যান ম্যাচসেরা। এরপর থেকে আইপিএলের চলতি আসরে শীর্ষ উইকেটশিকারিদের আলোচনায় ঘুরেফিরে আসছে মুস্তাফিজের নাম।

মুস্তাফিজকে আদর্শ মেনেই ক্রিকেটকে আপন করে নেয়া শরিফুলের। সে মুস্তাফিজ খেলছেন আইপিএলের মতো মঞ্চে। সুযোগ এসেছিল তার সামনেও, ডাক পড়েছিল লক্ষ্ণৌ সুপারজায়ান্টস থেকে। কিন্তু বিসিবি অল্প সময়ের জন্য এনওসি দেবে, তাই তারা আর আলোচনা এগোয়নি।

নিজে খেলতে না পারলেও ঘরে বসে আইপিএলে মুস্তাফিজের খেলা উপভোগ করছেন শরিফুল, ‘প্রতিটা ম্যাচ দেখি। মোস্তাফিজ ভাইয়ের প্রতিটা বল দেখি। উনার সঙ্গে ম্যাচের পরদিন কথা হয়।’

;

দাবদাহের প্রভাব পড়ল দেশের ফুটবল সূচিতে



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে চলছে তীব্র দাবদাহ। সহসাই এই দাবদাহের শেষ দেখছে না আবহাওয়া অধিদপ্তর। এমন অবস্থায় দেশের ঘরোয়া ফুটবলের সূচিতে পরিবর্তন আনতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।

যেহেতু দেশের ঘরোয়া ফুটবলের ম্যাচগুলো দিনের আলোতেই হয়, তাই খেলোয়াড় এবং অফিসিয়ালদের স্বাস্থ্য সুরক্ষার দিকে দৃষ্টি রেখে সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

দেশের ফুটবলের দ্বিতীয় বিভাগ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শেষ রাউন্ড মাঠে গড়াবে আজ (মঙ্গলবার) ও আগামীকাল (বুধবার)। গতকাল (সোমবার) এই দুই দিনের ম্যাচগুলোর পরিবর্তিত সূচির কথা জানিয়েছে বাফুফে।

বিসিএলের ম্যাচগুলো মাঠে গড়ায় ঢাকার কমলাপুর স্টেডিয়ামে। এই মাঠে ফ্লাডলাইট থাকায় সেখানে আজ ও আগামীকালের ১টা ১৫ মিনিট ও বিকেল ৩টা ৩০ মিনিটের ম্যাচগুলো চলে গেছে যথাক্রমে বিকেল ৫টা ও রাতে।

তীব্র দাবদাহের কারণে দ্বিতীয় বিভাগের ম্যাচ সূচি পাল্টে দেয়া গেলেও বিপিএল এবং ফেডারেশন কাপের সূচি পরিবর্তনের সুযোগ নেই। আজ বিকেল তিনটায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফেড কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ পুলিশ এফসি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। কিন্তু কাঠফাটা রোদের মধ্যে দুপুরেই হবে এই ম্যাচ, কারণ শেখ ফজলুক হক মনি স্টেডিয়ামে যে ফ্লাডলাইট নেই!

মূলত এই কারণেই বিপিএলের সূচিতে পরিবর্তন আসছে না। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা হচ্ছে না বহু দিন ধরে। সেখানে ফ্লাডলাইটের ব্যবস্থা ছিল। এই ব্যবস্থা আছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। তবে এ ছাড়া বাকি কোনো স্টেডিয়ামে ফ্লাডলাইট নেই। সে কারণে সূচিতেও পরিবর্তন আনা যাচ্ছে না, না হলে যে নির্ধারিত সময়ে খেলা শেষ করাটাই পড়ে যাবে শঙ্কায়!

;