রিয়াল হারলেও দুর্দান্ত জয় বার্সার



সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
জয়ের ছন্দে ফিরেছে মেসির বার্সেলোনা

জয়ের ছন্দে ফিরেছে মেসির বার্সেলোনা

  • Font increase
  • Font Decrease

স্প্যানিশ প্রিমেরা লিগায় কিছুতেই ছন্দের দেখা পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। এক ম্যাচে দাপুটে জয় তো আরেক ম্যাচে বাজে হার! রোববার রাতে ফের পথ হারাল সান্টিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। এবার রিয়াল সোসিয়েদাদের মাঠে হার দেখল জিনেদিন জিদানের দল। স্প্যানিশ লা লিগায় ১-৩ গোলে হেরেছে রিয়াল।

তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হারের ধাক্কা সামলে উঠেছে বার্সেলোনা। আগেই লিগ শিরোপা নিশ্চিত করা দলটি গেতাফেকে হারিয়েছে অনায়াসে। ন্যু ক্যাম্পে নিজেদের মাঠে তারা তুলে নেয় ২-০ গোলের জয়।

শেষ দিকে এসে দুই হারের দেখা পায় বার্সা। লিগে টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার পর পথ হারানো দলটি বড় ধাক্কা খেয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। ফিরতি লেগে লিভারপুলের মাঠে ০-৪ গোলের লজ্জায় ডুবেন লিওনেল মেসিরা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/13/1557717663340.jpg

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে সম্মানজনক আসর থেকে বিদায়ের পর মাঠে নেমেই জয় পেয়েছে বার্সা। গেতাফের বিপক্ষে জয় দিয়ে কিছুটা হলেও যেন স্বস্তি ফিরেছে। এদিন ম্যাচের ৩৯তম মিনিটে এসে গোল পায় দলটি। মেসির ফ্রি-কিকে দারুণ হেড ছিল জেরার্ড পিকের। যদিও তা আটকে দেন গোলরক্ষক। ফিরতি বলে দারুণ ফিনিশিং আর্তুরো ভিদালের। 

খেলার ৮৯তম মিনিটে গেতাফের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় বার্সেলোনার। এই জয়ে ৩৭ ম্যাচে লা লিগা চ্যাম্পিয়নদের অর্জন ৮৬ পয়েন্ট।

কিন্তু প্রতিপক্ষের মাঠে রিয়ালকে রোববার খুঁজে পাওয়া গেল না। জিনেদিন জিদানের দল খেলেছে ছন্নছাড়া ফুটবল। তবে ম্যাচের শুরুতে প্রথম গোলটি করেছিল তারাই। গোলদাতা ব্রাহিম দিয়াজ। এরপর ২৬তম মিনিটে সোসিয়েদাদকে সমতায় ফেরান মিকেল মেরিনো।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/13/1557717687289.jpg

ম্যাচের ৩৮তম মিনিটে জোসের শট ভায়েহো হাত দিয়ে বল আটকে দেখেন লালকার্ড। ১০ জনের দল হয়ে যায় রিয়াল। পেনাল্টি পায় সোসিয়েদাদ। সেই শট অবশ্য আটকে দেন রিয়ালের থিবো কোর্তোয়া। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৫৭তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। গোলদাতা ইয়োসেবা সালদুয়া।

৬৭তম মিনিটে রিয়াল হজম করে আরেকটি গোল। এবার নিশানা খুঁজে নেন আন্দের বাররেনেচেয়া। এনিয়ে লা লিগায় ১১ নম্বর হার দেখল রিয়াল মাদ্রিদ। সব মিলিয়ে ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্নাব্যুর ক্লাবটি। আতলেতিকো মাদ্রিদ ৭৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

এদিকে সিরি এ-তে টানা দুই ড্রয়ের পর এবার হার দেখেছে জুভেন্টাস। রোববার রাতে এএস রোমার বিপক্ষে ০-২ গোলে হেরেছে টানা আটবারের চ্যাম্পিয়নরা।

   

বাংলাদেশের সাবেক কোচ এখন মার্কিন ক্রিকেট দলের দায়িত্বে



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটার স্টুয়ার্ট ল যুক্তরাষ্ট্রের পুরুষ দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে তার অধীনে যুক্তরাষ্ট্র দলের প্রথম সিরিজ।

নতুন দায়িত্ব পেয়ে স্টুয়ার্ট ল বলেছেন, ‘এই মুহুর্তে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে যোগদান করা একটি ভাল সুযোগ। খেলাধুলায় মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম শক্তিশালী সহযোগী দেশ এবং আমি বিশ্বাস করি যে আমরা একটি শক্তিশালী স্কোয়াড তৈরি করতে পারব।‘

জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক দেশগুলোর একটি হলো যুক্তরাষ্ট্র। ঘরের মাটিতে বিশ্বকাপ খেলার আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি তাদের জন্য উপকারী হবে বলে মনে করেন তিনি, ‘প্রথম কাজটি হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দলকে প্রস্তুত করা এবং তারপরে আমাদের ঘরের বিশ্বকাপের দিকে নজর দেওয়া, যা খুব গুরুত্বপূর্ণ।‘

যুক্তরাষ্ট্র ক্রিকেটের চেয়ারম্যান ভেনু পিসিকে তাদের নতুন কোচের প্রশংসায় বলেন, ‘স্টুয়ার্ট সবচেয়ে দক্ষ কোচদের একজন। তিনি ইউএসএ ক্রিকেটে তার বিভিন্ন দায়িত্ব দিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। তাঁর আগমন পুরো দলের মনোবল বৃদ্ধি করতে সাহায্য করবে। বিশ্বকাপের ঠিক আগে স্টুয়ার্টকে বোর্ডে পেয়ে আমরা উচ্ছ্বসিত এবং একসঙ্গে অনেক সাফল্যের অপেক্ষায় আছি।‘

স্টুয়ার্ট ল এর আগে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের কোচও হয়েছেন। ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে তিনি সাফল্যের খুব কাছে নিয়েছিলেন।

যুক্তরাষ্ট্র প্রেইরি ভিউতে বাংলাদেশের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে স্টুয়ার্ট ল-এর যুক্তরাষ্ট্র দল। সে মাঠে তারা সম্প্রতি একটি টি-টোয়েন্টি সিরিজে কানাডাকে ৪-০ ব্যবধানে হারিয়েছে। তারা আশাবাদী যে বাংলাদেশের বিপক্ষেও নিজেদের সেরা খেলাটাই দেখাবে দল।

;

কোয়ার্টারে হারের সঙ্গে আরেক দুঃসংবাদ পেল আর্সেনাল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৪ আসরের ফাইনাল ম্যাচটি হবে লন্ডনের মাঠে। ইউসিএল ফাইনাল ইংল্যান্ডের মাটিতে হলেও সেখানে দেখা যাচ্ছে না কোনো ইংলিশ ক্লাবকেই। কারণ রিয়াল মাদ্রিদের কাছে ম্যানচেস্টার সিটির হারের রাতে আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখের সঙ্গেও পরাজয় হজম করেছে আর্সেনাল। জশুয়া কিমিখের একমাত্র গোলে ঘরের মাঠ অ্যালেয়াঞ্জ এরিনায় জয় তুলে নিয়ে সেমির টিকিট নিশিচত করল জার্মান জায়ান্টরা।

দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসেছিল গানাররা। তবে এতদিন পর এসেও তাদের দৌড় থামল কোয়ার্টার ফাইনালের মঞ্চেই। প্রথম লেগে ঘরের মাঠ এমিরেটিস স্টেডিয়ামে ২-২ গোলে ড্রয়ের পর গতরাতে বায়ার্নের মাঠে যেয়ে ১-০ গোলে হারের পর এবারের ইউসিএল যাত্রা থামল আর্সেনালের।

চলতি মৌসুমটা তেমন ভাল যাচ্ছে না বায়ার্নের। বুন্দেসলিগায় ১১ বছরের একক আধিপত্য হারিয়ে শিরোপা হাতছারা হয়েছে টমাস তুখেলের দলের। অপরদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েই চলেছে আর্সেনাল। এমনকি শিরোপার দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করে যাচ্ছে তারা, আছে পয়েন্ট তালিকার ওপরের দিকেই। দারুণ ছন্দে থাকা আর্সেনালের বিপক্ষে এক গোল আদায় করতেই তাই বেশ ঘাম ঝড়াতে হয়েছে বায়ার্নকে।

আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকলেও এদিন প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। বিরতির পর ৬৩তম মিনিটে দলকে এগিয়ে নেন জশুয়া কিমিখ। এরপর আরও কিছু গোলের সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি আর্সেনাল। ফলস্বরূপ হার নিয়ে মাঠ ছেড়েছে তারা।

এই হারের পর আরেকটি দুঃসংবাদ হজম করতে হয়েছে তাদের। ফিফা ক্লাব বিশ্বকাপ থেকেও নাম কাটা গিয়েছে আর্সেনালের। বার্সেলোনার বিদায়ে অ্যাতলেটিকো মাদ্রিদ জায়গা করে নিচ্ছে ৩২ দলের নতুন ধরণের ফিফা ক্লাব বিশ্বকাপে। বাকি দল হিসেবে জায়গা করে নিতে পারত আর্সেনাল কিংবা সালজবার্গ। তবে বায়ার্নের বিপক্ষে আর্সেনালের পরাজয়ে কপাল খুলেছে অস্ট্রিয়ার ক্লাবটির। 

রাতের আরেক হাই ভোল্টেজ ম্যাচে টাইব্রেকারে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ সেমিফাইনালে বায়ার্নের মুখোমুখি হবে ১৪ বারের চ্যাম্পিয়নরা। আরেক সেমিতে লড়বে বরুশিয়া ডর্টমুন্ড এবং পিএসজি।

;

ইতিহাদে সিটিকে থামিয়ে সেমিতে রিয়াল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচের মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচটি, এই আভাস আগেই পেয়েছিল সমর্থকরা। সেই ধারণা সত্যই প্রমাণিত হয়। রিয়ালের মাঠে প্রথম লেগের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি ৩-৩ সমতায় শেষ হয়। গতরাতে সিটির মাঠের ম্যাচটিও ১-১ সমতায় থেকে অতিরিক্ত সময় পর্যন্ত গড়ায়। তাতেও ফলাফল না আসায় পেনাল্টির দেখা পায় ম্যাচ, যেখানে সিটিকে ৪-৩ গোলে হারিয়ে সেমিতে নিজেদের জায়গা নিশ্চিত করে নেয় রিয়াল মাদ্রিদ।

বার্নাব্যুতে রিয়ালের সঙ্গে তিন গোলের সমতায় শেষ করার পর নিজেদের মাঠ ইতিহাদে এসে আরও দাপট দেখাবে ম্যান সিটি, এমনটা বেশিরভাগ সমর্থকই আশা করে ছিলেন। তবে রিয়াল মাদ্রিদ যে চ্যাম্পিয়ন্স লিগের রাজা সেটা তারা প্রতি বছরই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে আসছে, এবারও তার ব্যতিক্রম ঘটল না।

এদিন ম্যাচের প্রথম ভাগে ১২তম মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড রদ্রিগো। শুরুতেই গোল হজম করে কিছুটা ছন্নছাড়া খেলা দেখাতে থাকে স্বাগতিকরা। তবে পরিস্থিতি সামাল দিতে জানে পেপ গার্দিওলার শিষ্যরা। পিছিয়ে থেকেও আক্রমণ চালিয়ে যেতে থাকেন ডি ব্রুইনা, গ্রিলিশ, ফোডেনরা। একের অধিকবার গোলের সুযোগ তৈরি করলেও রিয়ালের জালে বল জড়াতে পারছিলেন না তারা।

এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে তারাও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে, তবে সিটির ডিফেন্ডারদের নৈপুণ্যে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় সফরকারীরা। এদিন নিজের সেরা পারফরম্যানটাই দেখিয়েছেন রিয়ালের গোলরক্ষক আন্দ্রি লুনিন। সিটির নিশ্চিত গোল আটকে দিয়ে প্রমাণ করেন নিজের যোগ্যতা।

৭৬তম মিনিটে বক্সের ভেতর ঠিক লুনিনের সামনেই ফিরতি এক বল পায়ে পেয়ে যান সিটির মধ্যমাঠের নিয়ন্ত্রক কেভিন ডি ব্রুইনা। বিচক্ষণতার সঙ্গে জোড়ালো শট নেন, এবার আর রক্ষা করতে পারেননি লুনিন। তার মাথার ওপরদিক ঘেষে গুলির বেগে বল প্রবেশ করে জালে, সমতায় ফেরে সিটি।

নির্ধারিত সময়ে আর কোনো গোলের দেখা না পাওয়ায় শুরু হয় অতিরিক্ত সময়ের খেলা। যেখানে একে অপরকে সমান তালে টেক্কা দিয়ে গিয়েছে দুই দল, তবে গোলের দেখা পায়নি কেউই। অবশেষে ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। সেখানে নিজেদের দাপট এবং যোগ্যতাটা বরাবরের মতোই প্রমাণ করে দেখাল ১৪ বারের চ্যাম্পিয়নরা। এবারও যে তারাই ‘হট ফেভারিট’ হয়ে লন্ডনের মাঠে ফাইনালে নামতে চায় সেটাও বুঝিয়ে দিলো।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের সব ম্যাচগুলো হবে আজ। এদিকে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এছাড়াও টিভিতে যা যা থাকছে।

 

ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী-শেখ জামাল

সকাল ৯টা, ইউটিউব/বিসিবি

প্রাইম ব্যাংক-গাজী টায়ার্স

সকাল ৯টা, ইউটিউব/বিসিবি

লিজেন্ডস অব রূপগঞ্জ-শাইনপুকুর

সকাল ৯টা, ইউটিউব/বিসিবি

 

১ম টি-টোয়েন্টি

পাকিস্তান-নিউজিল্যান্ড

রাত ৮টা, এ স্পোর্টস ও জিও সুপার

 

আইপিএল

পাঞ্জাব-মুম্বাই

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

 

ইউরোপা লিগ

রোমা-এসি মিলান

রাত ১টা, সনি স্পোর্টস ১

আতালান্তা-লিভারপুল

রাত ১টা, সনি স্পোর্টস ২

মার্শেই-বেনফিকা

রাত ১টা, সনি স্পোর্টস ৩

ওয়েস্ট হাম-বায়ার লেভারকুসেন

রাত ১টা, সনি স্পোর্টস ৫

 

;