হকির নির্বাচনে হঠাৎ ভেন্যু বদল! কূটচালের শঙ্কায় একপক্ষ



আপন তারিক, সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
হকি ফেডারেশনে ভোট যুদ্ধে নামছে দুই পক্ষ

হকি ফেডারেশনে ভোট যুদ্ধে নামছে দুই পক্ষ

  • Font increase
  • Font Decrease

শঙ্কা কাটিয়ে অবশেষে সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন। মুখোমুখি দুই পক্ষ। কিন্তু নির্বাচন শুরু হতে যখন ২৪ ঘন্টারও কম বাকী তখন হঠাৎ বদলে গেল ভোটের ভেন্যু। জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) নয়, ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সকালে শুরু ভোটগ্রহণ।

৮৪ জন কাউন্সিলরের ভোটে নির্ধারিত হবে ভোট ভাগ্য! বিজয়ীরা চার বছরের জন্য হকি ফেডারেশনের দ্বায়িত্ব নেবেন। ৫টি সহ-সভাপতি, ১টি সাধারণ সম্পাদক, ২টি যুগ্ম সম্পাদক, ১টি কোষাধ্যক্ষ ও ১৯টি কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন ৫৩ জন প্রার্থী!

গত দুই বছর ধরেই বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন নিয়ে সরব কর্মকর্তারা। কিন্তু নানা অজুহাতে পিছিয়ে যাচ্ছিল সেই নির্বাচন। ২০১৭ সালে প্রার্থীরা মনোনয়ন পত্র তুললেও জমা দিতে পারেননি! বন্যার কারণে নির্বাচন স্থগিত করে এনএসসি। তারপর অ্যাডহক কমিটি দ্বায়িত্ব পালন করে গেছে। গত কয়েক মাসেও নির্বাচন নিয়ে জলঘোলা হয়েছে। অবশেষে যখন সব চূড়ান্ত তখনই ভোটকেন্দ্র বদলে ফেলায় প্রতিবাদে সোচ্চার একপক্ষ।

ভোটে প্রভাব বিস্তার করতেই ভেন্যু বদল-দাবী বাঁচাও হকি পরিষদের প্রার্থীদের। আবদুর রশিদ শিকদার-মমিনুল হক সাঈদ প্যানেল এনএসসির এই সিদ্ধান্তে হতাশ। যদিও নির্বাচন কমিশনার শাহ আলম সরদার রোববার জানিয়ে দিলেন, কাউন্সিলরদের উদ্বেগের কারনেই ভেন্যু বদলেছেন তারা।

কিন্তু কিছুতেই এই দাবীর সঙ্গে একমত নন বাঁচাও হকি পরিষদের সংগঠন মোহামেডান-মেরিনার্স-উষা জোটের প্রার্থীরা। বার্তা২৪.কমকে রোববার সন্ধ্যায় মেরিনার ইয়াংস ক্লাবের সাধারণ সম্পাদক হাসানউল্লাহ খান রানা বলছিলেন, ‘এটা অবশ্যই নজিরবিহীন এক পরিবর্তন। নির্বাচনের যখন ১৫ ঘন্টার বাকী তখন কোথাও এভাবে ভেন্যু বদলে ফেলা হয়? এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই আমরা। দেখুন হকির নির্বাচন নিয়ে একটি পক্ষ অনেক দিন ধরেই চক্রান্ত করছে। এটা তারই অংশ।’

নির্বাচনে রশিদ-সাঈদ প্যানেলের প্রতিপক্ষ সাজেদ আদেল-আব্দুস সাদেক প্যানেলের আপত্তির মুখেই পাল্টে গেছে ভেন্যু। এর আগে তাদেরই আবেদনের মুখে স্থগিত হয়েছিল নির্বাচন। হাসানউল্লাহ খান রানা বার্তা২৪.কমকে জানান, ‘কূটচালের অংশ হিসেবেই হঠাৎ এই ভেন্যু বদল। ধানমন্ডিতে ওই পক্ষের এলাকায় ভোট কতটা নিরাপদে হবে তা নিয়ে প্রশ্ন থাকছে।’ তবে নির্বাচন বয়কটের পথে হাটবে না হকি বাঁচাও পরিষদ।

সাধারণ সম্পাদক প্রার্থী মমিনুল হক সাঈদ জানিয়ে রাখলেন, ‘দেখুন, আমরা শঙ্কায় আছি। একটা পক্ষ নির্বাচন বানচাল করতে উঠে পড়ে লেগেছে। সাধারণ ভোটারদের অধিকার কেড়ে নিতে চায় ওরা। নির্বাচন যেখানেই হবে আমরা সেখানেই অংশগ্রহণ করব। ভোট অনুষ্ঠিত হলে আমরাই জিতব।’

জয়ের ব্যাপারে আশাবাদী বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সমর্থন মাঠে নামা আদেল-সাদেক পরিষদও। সহ-সভাপতি প্রার্থী সাজেদ এ আদেল স্পষ্ট জানিয়ে রেখেছেন, ‘দেখুন, নির্বাচনে লড়তে আমরা প্রস্তুত। সবার সমর্থন রয়েছে আমাদের সঙ্গে। আশা করছি, পূর্ণ পরিষদে নির্বাচিত হব আমরা।’

বাংলাদেশ হকি পথ হারিয়েছে অনেকদিন ধরেই। মাঠে খেলা নেই। আন্তর্জাতিক অঙ্গনেও নেই সাফল্য। এমন কী ফেডারেশনেও নেই কোন উদ্যোগ। হকিতে শেষবার নির্বাচন হয়েছে ২০০৫ সালে। তারপর ২০১০ সালে একটি প্যানেল হওয়াতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হন খন্দকার জামিল উদ্দিন। ২০১৩ সালে শফিউল্লাহ মুনীর সরে দাঁড়ালে খাজা রহমতউল্লাহ সাধারণ সম্পাদক পদে আসেন।

অবশেষে আবারেও ভোটযুদ্ধ হকি ফেডারেশনে। দুই পক্ষই দেশের এক সময়ের জনপ্রিয় এই খেলাটির সোনালী দিন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু আগের দিন ভেন্যু বদলে নানা শঙ্কা উঁকি দিচ্ছে-ভোট সুষ্ঠু হবে তো?

আরো পড়ুন-

হকি ফেডারেশনের নির্বাচন ২৯ এপ্রিল

হকিতে নতুন দিগন্ত সূচনার প্রতিশ্রুতি

‘বাঁচাও হকি পরিষদে’ থাকছেন যারা

   

শান্তর সেঞ্চুরিতে শিরোপার আরও কাছে আবাহনী



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শিরোপার আরও কাছে পৌঁছে গেল আবাহনী লিমিটেড। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৭১ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে আকাশি-হলুদরা।

ফতুল্লার খানসাহেব ওসমান আলি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে আবাহনী। দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাস সমান ৩৩ রানে ফেরেন। তিনে নেমে সেঞ্চুরির দেখা পান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৮৪ বলে ৮ চার এবং ৬ ছক্কায় ১০১ রান আসে তার ব্যাটে।

চার এবং পাঁচে নেমে ফিফটি করেন এনামুল হক বিজয় ও তাওহিদ হৃদয়। দ্রুতলয়ে ব্যাট চালিয়ে ৬৮ রান করেন এনামুল, হৃদয় অপরাজিত থাকেন ৫৮ রানে। শেষদিকে ১৭ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ৫০ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৩৪৩ রান করে আবাহনী।

প্রাইম ব্যাংকের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন শেখ পারভেজ জীবন।

জবাব দিতে গাজী গ্রুপ খুব একটা সুবিধা করতে পারেনি। দলটির মিডল অর্ডার ব্যাটার সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন। তবে আবাহনীর রানপাহাড় টপকানোর জন্য তা মোটেও যথেষ্ট ছিল না। অন্য ব্যাটারদের গড়পড়তা পারফরম্যান্স ৩৫.১ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় গাজী।

আবাহনীর পক্ষে ৪৪ রান খরচায় ৪ উইকেট নেন স্পিনার রাকিবুল হাসান। দুটি করে উইকেট যায় তানজিম হাসান সাকিব ও সৈকতের ঝুলিতে।

প্রথম পর্বে ১১ ম্যাচের সবকটিতে জয় পায় আবাহনী, এখন সুপার লিগেও দুই ম্যাচ জিতে শিরোপার সুবাস পাচ্ছে তারা।

 

;

ডার্বি হেরে ক্ষমা চাইলেন ক্লপ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে ছন্দ হারিয়েছে লিভারপুল। আতালান্তার কাছে হেরে শেষ হয়েছে তাদের ইউরোপা লিগ যাত্রা। এবার লিগ শিরোপার দৌড়েও হোঁচট খেয়েছে তারা। এভারটনের কাছে হেরে বসেছে তারা। শেষ তিন ম্যাচ দুই হারে লিগ শিরোপার দৌড়ে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে তারা। এভারটনের কাছে হারের পর সমর্থকদের কাছে ‘ক্ষমা’ প্রার্থনা করেছেন ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ।

১৪ বছর পর এভারটনের মাঠ গুডিসন পার্কে হারের পর ক্লপ বলেন, ‘সমর্থকদের জন্য খারাপ লাগছে। আমি আসলেই এটার (এভারটনের বিপক্ষে হারের) জন্য দুঃখিত। আমি ক্ষমা চাচ্ছি।’

লিগ শিরোপার দৌড়ে ৭৭ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। গানারদের সমান ৩৪ ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট ৭৪। দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির ঝুলিতে রয়েছে ৭৩ পয়েন্ট।

শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ে হতাশায় মুষড়ে পড়েছেন ক্লপ, ‘আমি এখন ভালো কিছুই ভাবতে পারছি না। খুবই হতাশ। আমার ম্যাচ জেতার জন্য যথেষ্ট ভালো খেলতে পারিনি। এভারটন যেভাবে খেলতে চেয়েছে সেভাবেই ম্যাচটা সেভাবেই এগিয়েছে। তারা সেট-পিস থেকে দুটি গোল করেছে।’

হতাশা জেঁকে ধরলেও ক্লপের চোখ এখন ওয়েস্ট হ্যামের বিপক্ষে পরের ম্যাচের দিকে। সে ম্যাচ দিয়ে ছন্দে ফেরার প্রত্যয় ক্লপের কণ্ঠে, ‘আমাদের দ্রুত ছন্দে ফিরতে হবে। ওয়েস্ট হ্যামের এটা ভেবে হাত নিশপিশ করছে যে আমরা সেখানে এক পা নিয়ে খেলতে যাব, কিন্তু আমাদের চেষ্টা থাকবে যাতে নিজেদের সেরাটা দেখাতে পারি।’

;

‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব’ 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আসন্ন জিম্বাবুয়ে সিরিজ না খেলে দেশের তারকা অলরাউন্ডার সাকিব খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। খেললেও শুরুর দিকে থাকবেন না দলে। আর এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এদিকে দুদিন আগে জিম্বাবুয়ের সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ঘোষণা করা ১৭ সদস্যের দলেও নেই সাকিব। তবে কি আসলেই খেলছেন না সাকিব? বা ঠিক কয়টি ম্যাচ খেলবেন? সব প্রশ্নের উত্তর এবার দিলেন সাকিব নিজেই। জানালেন জিম্বাবুয়ে সিরিজে খেলার কথা এবং জানালেন কয়টি ম্যাচে খেলবেন। 

সাকিব এই মুহূর্তে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই এক অনুষ্ঠানে সব খোলাসা করে জানান দেশের সাবেক এই অধিনায়ক। 

সেই অনুষ্ঠানে জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গে সাকিব বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন চলছে...আসলে অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে দুটো না তিনটা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই।’

সেখানে সিরিজের শুরু দিকে কেন থাকছেন না এ নিয়েও কথা বলেন সাকিব। ‘আসলে এইগুলো আলোচনার মাধ্যমেই হয়। আমার ইচ্ছেমত না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। সেহেতু দুইটা ম্যাচ খেলার সুযোগ থাকবে। এছাড়া প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই ম্যাচ দুইটা খেলা।’

উল্লেখ্য, আগামী ৩ মে থেকে শুরু জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। সেই ম্যাচ সহ সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সিরিজের সেই দুই ম্যাচ মিরপুরের হোম অব ক্রিকেটে, ১০ ও ১২ মে। 

;

হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুকে তীব্র ব্যথা নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেভেজ। তবে পরীক্ষা-নিরীক্ষার পর গুরুতর কিছু ধরা না পড়ায় গতকালই তিনি ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। আপাতত বাসার ফিরে বিশ্রামে থাকবেন ৪০ বছর বয়সী এই ফুটবলার। 

বুকের ব্যথা তীব্র রূপ নিলে তেভেজকে ভর্তি করানো হয় আর্জেন্টিনার বুয়েনস আইরেসের কাছে সান ইসিন্দ্রোর একটি ক্লিনিকে। বিষয়টি গতকাল জানা যায় আর্জেন্টাইন শীর্ষ বিভাগের ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের এক বিবৃতিতে। এবার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তারাই জানায় তেভেজের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার বিষয়টি। 

সেই পোস্টে ক্লাব ইন্দিপেন্দিয়েন্ত জানায়, কার্লোস তেভেজের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে তাকে হাসপাতাল ছেড়ে দেওয়া হয়েছে। বাসায় ফিরে তিনি বিশ্রাম নেবেন এবং আগামীকাল ফিরবেন অনুশীলনে।’

তবে ঠিক কী কারণে বুকে এই ব্যথা অনুভব করেছেন তেভেজ সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। 

গত বছরের আগস্টে আর্জেন্টিনার এই ক্লাবটির কোচ হয়ে আসেন তেভেজ। ক্লাবটির সঙ্গে তেভেজের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। কোচিং ক্যারিয়ারটা অবশ্য আরও আগেই শুরু হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিতি, জুভেন্টাস ও বোকা জুনিয়র্সের সাবেক এই তারকা ফুটবলারের। ২০২১ সালে খেলোয়াড় হিসেবে ফুটবলকে বিদায় জানানোর পর ২০২২ সালে রোজারিও সেন্ট্রালের কোচে দায়িত্ব নিয়ে নিজের ম্যানেজেরিয়াল ক্যারিয়ার শুরু করেন তেভেজ। 

;