আইপিএল এবং সাকিব সমাচার!



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
সাকিব টানা দুই ম্যাচে একাদশে নেই। ছবি: সংগৃহীত

সাকিব টানা দুই ম্যাচে একাদশে নেই। ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচে খেলেছিলেন সাকিব। পরের দুই ম্যাচে একাদশে নয়, অতিরিক্ত তালিকায় থাকতে হয়েছে তাকে। দলের ফলাফল, টিম কম্বিনেশন এবং বাস্তবতা জানাচ্ছে অতিরিক্ত তালিকায় সম্ভবত সাকিবকে আরো লম্বা সময় থাকতে হবে।

কলকাতা নাইটরাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছিলেন। ৪১ রানে ১ উইকেট পান সাকিব সেই ম্যাচে। ব্যাটিংয়ের সুযোগ পাননি। ইডেন গার্ডেন্সে সেই ম্যাচ হারে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ওভারে ম্যাচ বাঁচাতে পারেননি সাকিব। পরের দুই ম্যাচে বিদেশি কোটায় কম্বিনেশনে বদল আনে তারা। ইনজুরি কাটিয়ে উঠায় নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন দলে ফিরেন। সাকিবকে একাদশের বাইরে চলে যেতে হয়।

দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো ব্যাট হাতে যে ফর্মে আছেন তাতে সামনের ম্যাচগুলোতে তাদের নাম সবার আগে লিখেই একাদশ সাজাবে সানরাইজার্স । তিন ম্যাচেই ওপেনিংয়ে সেঞ্চুরির জুটি গড়েছেন এই দুজনে! একাদশে লেগস্পিনার হিসেবে আবশ্যিক পছন্দ রশিদ খান। রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচে কাঁধের ইনজুরির কারণে ফের বিশ্রামে যান কেন উইলিয়ামসন। অনুমিত ধারণা ছিলো উইলিয়ামসনের রিপ্লেসমেন্ট হিসেবে সাকিব একাদশে ফিরছেন। কিন্তু সাকিবকে না নিয়ে মোহাম্মদ নবীকে একাদশে রাখে সানরাইজার্স। এই সিদ্ধান্তও সঠিক বলে প্রমাণিত করেন মোহাম্মদ নবী। ম্যাচে ১১ রানে ৪ উইকেট শিকার করেন তিনি! চলতি টুর্নামেন্টে যে কোন বোলারের এক ম্যাচে এটি সেরা বোলিং পারফরমেন্স। এমন পারফর্মারকে পরের ম্যাচে বাদ দেয়ার উপায়ও যে নেই! তবে সমস্যা হলো কেন উইলিয়ামসন একাদশে ফিরলে এই মোহাম্মদ নবীকেই বাদ পড়তে হবে!

পরিস্থিতি যা তাতে সানরাইজার্স এখন অনায়াসেই কেন উইলিয়ামসনকে আরো কয়েক ম্যাচে বিশ্রাম দিতেই পারে। সেই সঙ্গে চার বিদেশি কোটায় সাকিবের অর্ন্তভুক্তি নিয়ে আরো কিছুদিন তাদের না ভাবলেও চলবে।

একাদশে না থাকায় এবং ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় তাহলে কি সাকিব আল হাসান দেশে ফিরে আসবেন? বিশ্বকাপের আগেভাগে যে ম্যাচ খেলাকে অনেকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে ভাবছেন। মতামত মিলছে, দেশে ফিরে সাকিব বরং ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেললেই ভালো করতেন। ম্যাচ খেলার অনুশীলন অন্তত তার হয়ে যেতো।

তবে ক্রিকেটীয় যুক্তির নিরিখে এটি মোটেও বুদ্ধিমান কোন ধারণা নয়। সাকিব হয়তো এখন সানরাইজার্সের একাদশে নেই। কিন্তু নেট অনুশীলনে তো আছেন। আইপিএলের মতো টুর্নামেন্টে নেট অনুশীলনের গুরুত্ব ম্যাচের চেয়ে কোন অংশে কম নয়।

নেটে কোন বোলারকে খেলছেন সাকিব?

নামগুলো শুনি। ভুবেনশ্বর কুমার, স›দ্বীপ শর্মা, সিদ্ধার্থ কাউল, রশিদ খান। ব্যাটিং নিয়ে আলাপ করছেন ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, দলের প্রধান কোচ টম মুডির সঙ্গে। নেট অনুশীলনে তার এই সময়টা অনেক মুল্যবান। অনেক গুরুত্বপূর্ণ। ম্যাচে হয়তো সর্বোচ্চ ৪ ওভারের স্পেল করার সুযোগ পাচ্ছেন কিন্তু নেটে লম্বা সময় নিজের বোলিং এবং ব্যাটিংয়ের ভুলত্রুটি শুধরে নেয়ার সুযোগ মিলছে তার। গেম প্ল্যান নিয়ে পুরো দলের আলোচনায় থাকছেন। কৌশল জানছেন। শুনছেন। নিজের মতামতও দিতে পারছেন।

সামনের বিশ্বকাপে তো এই ভুবেনশ্বর কুমার এবং রশিদ খানের বোলিংই তাকে সামাল দিতে হবে। ভারত, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধেই তো বাংলাদেশকে খেলতে হবে। সেই লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষের মুল খেলোয়াড়দের চিন্তা-ভাবনা-কৌশল এবং তাদের প্রাক প্রস্তুতি কেমন হয় সেটা তো অন্তত সাকিবের জানা হয়ে যাচ্ছে।

ইংল্যান্ড বিশ্বকাপে সেই অভিজ্ঞতা সাকিবের এবং বাংলাদেশের অনেক কাজে লাগবে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট হয়তো বা সাকিবকে সেঞ্চুরি এনে দিতে পারে, কিন্তু আইপিএলের নেট অনুশীলন এবং সানরাইজার্সের সঙ্গে অন্তত ক্রিকেট পরিকল্পনায় থাকতে পারাটাই সাকিবকে যা দেবে তার মুল্যমান আরও বেশি।

আর তাই সানরাইজার্সে সাকিব কেন অতিরিক্ত তালিকায়-তা নিয়ে যারা আক্ষেপে মাথা খুঁটছেন, তাদের ওপর শান্তি বর্ষিত হোক!

   

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক



Rasel
বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

  • Font increase
  • Font Decrease

বান্দরবানে এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৪ এপ্রিল) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মাদক কারবারি হলেন উম্যামং মার্মা (৫২)। সে বান্দরবান সদরের কুহালং নতুন চড়ই পাড়া এলাকার মৃত ক্যশৈ অং মার্মার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল দিবাগত রাত দেড়টায় বান্দরবান সদরের কুহালং ইউপির পশ্চিম মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার উম্যামং মার্মা গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের সদস্য মর্মে স্বীকার করেছেন। মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

;

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার আটক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে আটক করেছে ইংল্যান্ডের পুলিশ। গত শুক্রবার (১৯ এপ্রিল) দুই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে সপ্তাহান্তে পুলিশ তাদের আটক করে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) ধর্ষণে প্ররোচনা ও সাহায্য করার অভিযোগে একজন ফুটবলারকে আটক করে পুলিশ। এরপর রবিবার অপর এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়।

জানা গেছে, প্রথম ফুটবলারকে তার ক্লাবের স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। পরে একই দিন রাতে তাকে আটক করা হয়।

দুইজন ফুটবলার একই প্রিমিয়ার লিগ ক্লাবের খেলেন বলেও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। আটক করার পরপরই অবশ্য দুজন জামিনে মুক্ত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই ফুটবলারেরই বয়স ১৯। তবে এই দুই ফুটবলারের ক্লাব এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অপর এক ব্রিটিশ দৈনিক সান। তাদেরকে ক্লাব কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা সেটাও জানা যায়নি।

;

মুস্তাফিজদের নয়, দোষ শিশিরের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ঘরের মাঠেও চেন্নাই সুপার কিংস পেরে উঠল না। শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল লক্ষ্ণৌয়ের, কিন্তু মুস্তাফিজ সে ওভারে বোলিংয়ে এসে তিনটি বৈধ ডেলিভারিতেই খরচ করেছেন ১৯ রান। ম্যাচটি ৬ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় তাদের।

২১০ রানের বড় সংগ্রহ নিয়েও বোলারদের ব্যর্থতায় হারের মুখ দেখতে হয় চেন্নাইকে। শুধু মুস্তাফিজই, দলের অন্য বোলাররাও লক্ষ্ণৌয়ের ব্যাটিংয়ের সামনে খাবি খেয়েছেন। তাদের শাসন করেই ১২৪ রানের অবিশ্বাস্য হার না মানা ইনিংস খেলে লক্ষ্ণৌকে জয় এনে দেন মার্কাস স্টয়নিস।

এমন দুর্দান্ত ইনিংস দেখে প্রতিপক্ষ শিবিরে থেকেও প্রশংসা না করে পারেননি চেন্নাই অধিনায়ক এবং লক্ষ্ণৌয়ের বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়, ‘পরাজয় মেনে নেওয়া সবসময়ই কঠিন। লক্ষ্ণৌ ভালো করেছে। ১৩তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতেই ছিল। স্টয়নিস দুর্দান্ত ব্যাট করেছে। ওকে টুপি খোলা অভিনন্দন।’ 

তবে ২১০ রান ডিফেন্ড করতে না পারার পরও বোলারদের দায় দিচ্ছেন না চেন্নাই অধিনায়ক, ‘এই ম্যাচে শিশির প্রভাব রেখেছে। শিশিরের কারণে স্পিনাররা সুবিধা করতে পারেনি। তা না হলে আরেকটু ভালো হতে পারত। যদিও এটি খেলারই অংশ। যা আপনার হাতে নেই সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।’

;

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আর্জেন্টিনার তেভেজ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেভেজকে। মঙ্গলবার (২৩ এপ্রিল) তাকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা।

ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি এবং ইউনাইটেডের হয়ে খেলা এই ফুটবলার অবসরের পর এখন আর্জেন্টাইন ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের হেড কোচের দায়িত্বে রয়েছেন। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে জানায়, সান ইসিদ্রোর ত্রিনিদাদ হাসপাতালে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা ‘সন্তোষজনক’।

তবে সতর্কতাবশত তেভেজকে আরও কিছুদিন হাসপাতালে রাখা হবে বলেও ইন্দিপেন্দিয়েন্তের বিবৃতিতে জানানো হয়।

২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে নিয়মিত দেখা যায় তেভেজকে। ২০২২ সালে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেয়ার পর কিছু সময় রোজারিও সেন্ট্রালের দায়িত্বে ছিলেন। ২০২৩ সালের আগস্টে ইন্দিপেন্দিয়েন্তের ডাগআউটে দাঁড়ান।

;