সাইফুদ্দিনের কৃতিত্বে কুমিল্লা শীর্ষে, ঢাকা বড় বিপদে!



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, সিলেট
সাইফউদ্দিনের পেসে নাটকীয় জয় কুমিল্লার

সাইফউদ্দিনের পেসে নাটকীয় জয় কুমিল্লার

  • Font increase
  • Font Decrease

৩৬ বলে চাই ৪৬ রান। উইকেটে ব্যাট হাতে কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল। যাদের কাছে এই টার্গেট নেহাতই নস্যি!

কিন্তু সেই সহজ টার্গেটই পার করতে পারলো না ঢাকা ডায়নামাইটস। ব্যাটিংয়ে বিষ্ফোরণ না, উল্টো ফিউজ হয়ে গেল ডায়নামাইটস! শেষ বলে গড়ানো ম্যাচে কুমিল্লা নাটকীয় কায়দায় জিতলো ১ রানে।

এই জয়ের সুবাদে কুমিল্লা চলতি টুর্নামেন্টে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো। আর টুর্নামেন্টে টিকে থাকতে হলে ঢাকার কষ্টকর অপেক্ষা আরো বাড়লো। শেষ ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে ঢাকার জয় ছাড়া কোন বিকল্প নেই।

ম্যাচের শেষের দিকে ঢাকার অলরাউন্ডার আন্দ্রে রাসেল একটা শেষ চেষ্টা করেছিলেন। শেষ ওভারে ম্যাচ জিততে ঢাকার প্রয়োজন দাড়ালো ১৩ রান। পঞ্চম বলে রাসেল ছক্কা হাঁকালেন। শেষ বলে চাই আরেকটা ছক্কা। এবার জিতলেন মোহাম্মদ সাইফুদ্দিন। ম্যাচের শেষ বলে সাইফুদ্দিন তার ক্যারিয়ারের সেরা ইর্য়কার করলেন। সেই ইয়র্কার সামাল দিতে না পেরে মাটিতেই পড়ে গেলেন রাসেল। বল তার ব্যাট ও প্যাডে লেগে ফাইন লেগ দিয়ে গড়িয়ে অবশ্য বাউন্ডারির দড়ি স্পর্শ করলো; চার। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ জিতলো ন্যূনতম ব্যবধানে; ১ রানে!

এই ম্যাচ যে শেষ ওভারের জন্য এত আমেজ জমিয়ে রেখেছিলো কে জানতো? শেষের পাঁচ ওভারের সময় ম্যাচ ঢাকার দিকেই হেলে ছিলো। কিন্তু ১৬ নম্বর ওভারে আফ্রিদি এসে মোড় ঘুরিয়ে দিলেন। সেই ওভারটা মেডেন নিলেন। পরের ওভারের প্রথম চার বলে সাইফুদ্দিনও কোন রান দিলেন না। সেই সঙ্গে তুলে নিলেন পোলার্ডকে। ওয়াহাব রিয়াজের শেষ ওভারে আন্দ্রে রাসেল ক্যাচ তুলেন। কিন্তু সেটা ছিলো ওভারস্টেপিংয়ে নো বল! সেই ওভারে অবশ্য শুভাগত হোমকে আউট করে ওয়াহাব রিয়াজ দুঃখ ভোলেন।

তারপর শেষ ওভারে হিসেব। ৬ বলে চাই ১৩ রান।

প্রথম বলে রুবেল হোসেন এলবিডব্লু। দ্বিতীয় বলে শাহাদাত কোনমতে একটা রান নিয়ে প্রান্ত বদল করেন। স্ট্রাইকে আসেন রাসেল। তৃতীয় বলে কোন রান হলো না। চতুর্থ বলেও কোন রান নিতে পারলেন না রাসেল। শেষ দুই বলে জিততে প্রয়োজন তখনো ১২ রানের। পঞ্চম বলটা ওয়াইড লংঅফের ওপর দিকে বটম হ্যান্ড শটে রাসেল ছক্কা হাঁকান। টার্গেট দাড়ালো ১ বলে জিততে চাই ৬ রান। শেষের বলে সাইফুদ্দিনের ইয়র্কার থেকে ৪ রানের বেশি নিতে পারলেন না রাসেল। টান টান উত্তেজনায় ঠাসা লো-স্কোরের ম্যাচ কুমিল্লা জিতলো ১ রানে।

৪ ওভারে ২২ রানে ৪ উইকেট শিকারি মোহাম্মদ সাইফুদ্দিনই এই ম্যাচের নায়ক।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা কুমিল্লা ভিক্টোরিয়ান্স পাওয়ার প্লে’তে ২ উইকেটে ৪৭ রান তুললো। খুব মন্দ কিছু নয়। কিন্তু মন্দের শুরু যে মুলত এরপরই! স্কোরে আর মাত্র ১৭ রান যোগ হতেই তামিম ইকবাল, শামসুর রহমান ও অধিনায়ক ইমরুল কায়েস ডাগআউটে ফিরে এলেন। আফ্রিদি পরিস্থিতি বুঝে ব্যাট করার চেষ্টা চালান। কিন্তু তিনিও সফল হতে পারেননি। দলের রান তিন অংকে তখনো পৌছায়নি, অথচ কুমিল্লার ৯ উইকেট হাওয়া! মাঝের শেষ তিন ব্যাটসম্যান; আফ্রিদি, তিসারা পেরেইরা, সাইফুদ্দিনও ব্যর্থ। এই মৌসুমে দ্বিতীয়বারের মতো একশ’র নিচে গড়িয়ে পড়ার আশঙ্কায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলকে সেই শঙ্কা থেকে উদ্ধার করেন লেজের সারির দুই ব্যাটসম্যান; মেহেদি হাসান ও ওয়াহাব রিয়াজ। নয় নম্বরে ব্যাট করতে নেমে মেহেদি ১ ছক্কা ও ২ বাউন্ডারিতে ১৫ বলে ২০ রান করেন। ওয়াহাব রিয়াজ ২ ছক্কায় ১২ বলে ১৬ রান তুলে নেন। দলের ১২৭ রানের সঞ্চয়ে ওপেনিংয়ে তামিমের ৩৮, মাঝে আফ্রিদির ১৮ এবং শেষে মেহেদি এবং ওয়াহাবের ব্যাটিং ছাড়া কুমিল্লার বাকি সব ব্যাটসম্যান এই ম্যাচে ভয়াবহভাবে ফেল!

আর ঢাকা ডায়মাইটসের হয়ে ম্যাচে বোলিংয়ে সবচেয়ে বেশি নম্বর পাচ্ছেন রুবেল হোসেন। ম্যাচে নিজের চতুর্থ বলেই এনামুল হক বিজয়কে শূন্য রানে ফিরিয়ে দেন রুবেল। শূন্য রানে আউট হওয়া এখন এনামুলের জন্য নতুন কিছু নয়। চলতি টুর্নামেন্টে সবচেয়ে বেশি তিনবার তিনি ম্যাচে কোন রান না করেই ফিরলেন।

মিরপুরের স্পিন সহায়ক স্লো উইকেটে সাকিব ও নারিনও দুটি করে উইকেট শিকার করেন। তবে এই ম্যাচের একাদশে পেসার শাহাদাত হোসেনকে নেয়াটা ছিল ঢাকার বড় ভুল। ম্যাচের প্রথম ওভারে শাহাদাত ভুলেভরা বোলিং করে ১২ রান দেন। সেটাই ম্যাচে তার প্রথম ও শেষ ওভার। সাকিব ভুলটা শুধরাতে শাহাদাতের হাতে আর বলই দিলেন না!

সংক্ষিপ্ত স্কোর: কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১২৭/১০ (২০ ওভারে, তামিম ৩৮, আফ্রিদি ১৮, মেহেদি ২০, ওয়াহাব ১৬, রুবেল ৪/৩০, সাকিব ২/২৩, নারিন ২/২৫, শুভগত ১/১৪)। ঢাকা ডায়নামাইটস: ১২৬/৯ (২০ ওভারে, মিজানুর ১৬, নারিন ২২, পোলার্ড ৩৪, রাসেল ৩০, সাইফুদ্দিন ৪/২২, মেহেদি হাসান ২/২২)। ফল: কুমিল্লা ১ রানে জয়ী। ম্যাচ সেরা: মোহাম্মদ সাইফুদ্দিন।

   

সাকিব-মুস্তাফিজকে ক্যাম্পে না রাখার কারণ জানালেন লিপু



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩ মে শুরু হতে যাওয়া সেই সিরিজ সামনে রেখে চট্টগ্রামে তিন দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। আর সেই দলের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে বিসিবি। যেই দলে নেই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। যা নিয়ে আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ব্যাখ্যা দিয়েছেন কেন তাদের এই ক্যাম্পে রাখা হয়নি।

সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিশ্বকাপের আগে শেষ সিরিজ হিসেবে জিম্বাবুয়ে সিরিজে থাকার কথা ছিল তার। আর সেই সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন না তিনি। তবে ক্যাম্পে না থাকলেও জিম্বাবুয়ে সিরিজের আগেই দেশে ফিরবেন তিনি। তবে দেশে ফিরলেও জিম্বাবুয়ে সিরিজে সাকিব খেলবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়।

লিপু বলেন, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার আউটকামটা হচ্ছে, এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন। আসলে ডিপিএলে একটা দুটো ম্যাচ খেলার সম্ভাবনা আছে। তারপর আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। সেখানে কিছু ক্রিকেটিং স্কিল প্র্যাকটিসের সুযোগ থাকবে, ম্যানেজমেন্ট যেভাবে চায়, তিনি যেভাবে চান… তারপরও আমরা চাইব ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, শেষ দিকে হলেও যেন তিনি খেলার সুযোগ পান।’

এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হয়ে নিয়মিত থাকছেন একাদশে। তবে মুস্তাফিজকে দেশে ফিরতে হচ্ছে এবার। ক্যাম্পে না থাকলেও তিনি যে দলের সঙ্গে যোগ দেবেন তা নিশ্চিত করেছেন লিপু।

বলেন, ‘প্রথম ম্যাচে মুস্তাফিজের না খেলার সম্ভাবনা বেশি। দেশে ফেরার পর মেডিক্যাল টিমের সঙ্গে তার কিছু কাজ রয়েছে। এরপর আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব, কথা বলে দেখব তার সঙ্গে। তবে আমার বিশ্বাস তিনি প্রথম ম্যাচে এভেইলেবল থাকবেন না।’

;

২৩ মিনিটেই ফেডারেশন কাপের সেমিতে পুলিশ



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

৯০ মিনিটের ম্যাচ শেষ মাত্র ২৩ মিনিটেই। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে শেখ জামাল-বসুন্ধরা কিংসের লড়াই আক্ষরিক অর্থেই ছিল এমন। ম্যাচে ২৩ মিনিটেই প্রতিপক্ষের জালে তিন গোল দিয়েছি বাংলাদেশ পুলিশ। যেই গোলের একটিও বাকি সময়ের মধ্যে শোধ দিতে পারেনি শেখ জামাল। আর তাতে ৩-০ গোলের জয়ে সেমিফাইনালে উঠে যায় পুলিশ।

এ জয়ে ফেডারেশন কাপে তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হলো পুলিশের। এর আগে শেষ চার নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস। চতুর্থ দল হিসেবে শেষ চারের দৌড়ে আছে আবাহনী লিমিটেড ও ফর্টিস এফসি। মঙ্গলবার সেমির টিকিট কাটতে মাঠে নামবে এই দুই দল।

শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এদিন কিছু বুঝে উঠার আগেই গোল হজম করে বসে শেখ জামাল। ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় পুলিশকে এগিয়ে নেন উজবেকিস্তানের শকিবভ। এরপর পুলিশ দ্বিতীয় দফায় গোল উদযাপন সারে ম্যাচের ৮ মিনিটে। দলের ব্যবধান দ্বিগুণ করেন শাহ কাজেম কিরমানি।

এরপর ম্যাচের ২৩ মিনিটে প্রতিপক্ষের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে শেখ জামালকে ম্যাচ থেকে ছিটকে দেয় আজমত আবদুলেভ। ৩-০ তে পিছিয়ে পড়ে শেখ জামাল। এরপর বাকি সময় চেষ্টা করেও একটি গোল শোধ দিতে পারেনি তারা। বরং একাধিকবার গোল হজম করা থেকে বেঁচেছে দলটি। আর তাতেই শেষ হয়ে গিয়েছে শেখ জামালের ফেডারেশ কাপের যাত্রা।

;

জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দলে নেই মুস্তাফিজ-সাকিব



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে ঘরের মাটিতে জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। তাদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। যা মাঠে গড়াবে আগামী ৩ মে থেকে। আর সেই সিরিজ সামনে রেখেই এবার ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে জায়গা হয়নি দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের।

চলমান আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান। নিয়মিত থাকছেন চেন্নাই সুপার কিংসের একাদশে। তাই এ নিয়ে গত বেশ কিছুদিন ধরেই হচ্ছে নানা আলোচনা। অনেকেই মত দিয়েছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে না খেলে আইপিএলেই বিশ্বকাপের প্রস্তুতি সারতে। শেষ পর্যন্ত সে পথে হাঁটছে না বিসিবি। আগামী ১ মে পর্যন্ত তাকে এনওসি দিয়েছে বিসিবি। অর্থাৎ এরপর তাকে দেশে ফিরতে হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে আগামী ২৬-২৮ এপ্রিল চট্টগ্রামে ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি ক্যাম্প করবে বিসিবি। সেই ক্যাম্পের জন্যই ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে রাখা হয়নি আইপিএলে ব্যস্ত সময় পার করা মুস্তাফিজ ও যুক্তরাষ্ট্রে থাকা সাকিব আল হাসানকে। তবে পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে তাদের।

বিসিবির ঘোষিত ১৭ সদস্যের এই দলে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের। লম্বা সময় পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও আফিফ হোসেন ধ্রুব। এছাড়াও দলে ডাকা হয়েছে ডিপিএলে দুর্দান্ত ছন্দে থাকা ওপেনার পারভেজ হোসেন ইমনকে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে এরইমধ্যে বাংলাদেশের দলের কোচিং প্যানেলের সকল সদস্যরা দেশে এসেছেন। দলের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও সোমবার বাংলাদেশে পা রেখেছেন।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।

;

ফেদেরারের রেকর্ডে ভাগ বসালেন জোকোভিচ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডসে বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। পঞ্চমবার এই পুরস্কার জয়ের মাধ্যমে রজার ফেদেরারের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। এর আগে পাঁচবার বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের খেতাব জিতেছিলেন সুইস কিংবদন্তি ফেদেরার।

বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন স্প্যানিশ ফুটবলার আইতানা বোনমাতি। গত বছর স্পেনের নারী বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই ফুটবলার।

এছাড়া রিয়াল মাদ্রিদের ইংলিশ সেনসেশন জুড বেলিংহ্যামের হাতে উঠেছে ব্রেকথ্রু অব দ্য ইয়ার বা সেরা নবীন তারকার সম্মান। সেরা প্রত্যাবর্তনের (কামব্যাক) পুরস্কার পেয়েছেন মার্কিন নারী জিমন্যাস্ট সিমোন বাইলস। শারীরিক প্রতিবন্ধী বিভাগে নেদারল্যান্ডসের হুইলচেয়ার টেনিস খেলোয়াড় ডিডা ডি গ্রুট হয়েছেন বর্ষসেরা। আর বছরের সেরা অ্যাকশন ক্রীড়াবিদের খেতাব জিতেছেন স্কেটবোর্ডার অ্যারিসা ট্রিউ। স্পেনের টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের ফাউন্ডেশন জিতেছে স্পোর্ট ফর গুড অ্যাওয়ার্ড।

পঞ্চমবারের মতো বর্ষসেরার পুরস্কার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জোকোভিচ, ‘পঞ্চমবার জিততে পেরে খুব সম্মানিত বোধ করছি। আমার ২০১২ সালের কথা মনে পড়ছে, ২৪ বছর বয়সে প্রথমবার জিতেছিলাম এই পুরস্কার। ১২ বছর পরও এখানে থাকতে পেরে আমি গর্বিত।’

২০১২ সালে প্রথম লরিয়াস বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের খেতাব পান জোকোভিচ। পরবর্তীতে ২০১৫, ২০১৬ ও ২০১৯ সালেও এই সম্মান দেয়া হয় তাকে।

;