ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সপ্তাহান্তটা দারুণ কেটেছে ব্রুনো ফের্নান্দেজের। গোল করেছেন, জোড়া গোল করিয়েছেন, তাতে ইউনাইটেড জিতেছে ৩-০ গোলে।
সে ম্যাচ শেষে লিসবনের বিমানে চেপে বসেছিলেন তিনি। সেখানেও তিনি বনে গেলেন নায়ক, তবে এবার ভিন্ন কারণে। অসুস্থ হয়ে পড়া সহযাত্রীকে রক্ষা করে।
আন্তর্জাতিক ফুটবলের উইন্ডো চলে এসেছে ফুটবল ক্যালেন্ডারে। পর্তুগাল উয়েফা নেশন্স লিগের ম্যাচে পোল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে আগামী এক সপ্তাহে। সে ম্যাচ খেলতেই পর্তুগালে যাচ্ছিলেন ব্রুনো।
সে যাত্রাতেই ঘটে ঘটনাটা। ব্রুনো তখন প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাচ্ছিলেন বিমানের পেছনে থাকা টয়লেটের দিকে। পথিমধ্যেই তিনি দেখতে পান একজন সহযাত্রী অজ্ঞান হয়ে পড়ছেন রীতিমতো। তখনই তিনি তার সাহায্যার্থে এগিয়ে গেলেন।
বর্ণনাটা দিয়েছেন সে ফ্লাইটে ব্রুনোর সহযাত্রী সুজানা লসন। তিনি বিজনেস ক্লাউডকে বলেন, ‘ব্রুনো এক ভদ্রলোককে ধরে রেখেছিলেন, তাকে দেখে মনে হচ্ছিল তিনি অজ্ঞান হয়ে পড়ছেন। আমি জানি না তিনি জ্ঞান হারিয়েছেন কি না।’
‘পেছনের দিকে একটা বাড়তি আসন ছিল। যেখানে ব্রুনো সে ভদ্রলোককে বসতে সাহায্য করেছেন। এরপরও ব্রুনো ওখানে দাঁড়িয়ে ছিলেন, সে ভদ্রলোক ঠিক আছেন এটা নিশ্চিত করতে চাচ্ছিলেন।’
ব্রুনোর এমন ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেশ প্রশংসাও কুড়াচ্ছেন তিনি।
তাকে মাঠের দায়িত্বে দেখা যাবে আবার আগামী শুক্রবার, সে দিন পোল্যান্ডকে আতিথ্য দেবে পর্তুগাল। এরপর ১৮ নভেম্বর ক্রোয়েশিয়ার মাঠে খেলবেন ব্রুনোরা।
তিনি সব সময়ই আলোচনা থেকে দূরে থাকতে চেয়েছেন। ঝামেলায় জড়াতেও খুব একটা দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। কিন্তু ভারতের এই কিংবদন্তি ক্রিকেটারটিই এখন কিছুটা বিব্রত। কারণ ঝাড়খণ্ড হাইকোর্ট তলব করেছে তাকে। একদিন আগেই এই নির্দেশ দিল তার নিজ শহরের হাইকোর্ট।
অবশ্য কিছুদিন আগেই ব্যবসায়িক চুক্তি নিয়ে সমস্যার কারণে ধোনির বিরুদ্ধে মামলা করেন তার পুরোনো ব্যবসায়িক অংশীদার-বন্ধু মিহির দিবাকর ও সৌম্য দাস। সেই মামলার কারণেই কোর্টের তলব তাকে।
কয়েক বছর আগে ধোনির সঙ্গে আর্কা স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থার চুক্তি হয়। ভারতের সাব্কে এই অধিনায়কের নাম ব্যবহার করে ক্রিকেট একাডেমি খোলার অভিযোগ ছিল মিহির ও সৌম্যর বিরুদ্ধে। অবশ্য চুক্তি অনুযায়ী- ভারত ও ভারতের বাইরে ধোনির নামে ক্রিকেট একাডেমি করার কথা ছিল মিহির-সৌম্যর প্রতিষ্ঠানে। আর চুক্তি অনুযায়ীএকাডেমির লভ্যাংশ আর ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে ধোনিকে। এই চুক্তির শর্ত কোনওটাই মানা হয়নি বলে অভিযোগ তুলেন ধোনি।
পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন কিংবদন্তি এই ক্রিকেটার। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দুই অভিযুক্ত এবং তাদের সংস্থার বিরুদ্ধে মামলা হয়। একইভাবে বছরের শুরুতে ওই দুজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে হয় ফৌজদারি মামলা। পুলিশের আটকও করেন মিহির দিবাকরকে। যদিও ধোনির এক সময়ের এই বন্ধুটি দাবি করেন ধোনি নাকি মিথ্যা তথ্য দিয়েছেন।
পাল্টা তারা হাইকোর্টে আবেদন করেন। রাঁচির নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে তারা উচ্চ আদালতে চলে যান। এ কারণেই ধোনিকে তলব করা হয়েছে। বিষয়টি নিয়ে ধোনির ব্যাখ্যা ও অবস্থান জানাতে দেওয়া হয়েছে নির্দেশ। বলাই যায় নতুন করে ফের ঝামেলায় জড়িয়ে গেলেন এমএস ধোনি!
ভারত তাদের সিদ্ধান্ত সাফ জানিয়ে দিয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে তারা যাচ্ছে না পাকিস্তানে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে বিব্রত আইসিসি। আর ক্ষোভে উত্তাল পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। পাকিস্তানে কেন খেলতে চায় না ভারত, আইসিসির ব্যাখ্যা চেয়েছে পিসিবি।
ভারতের এমন সিদ্ধান্তে মহাবিপাকে পড়ে গেল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বলা হচ্ছে গতবার এশিয়া কাপ যেমন হাইব্রিড মডেলে হয়েছিল, এবার তেমন করেই হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এশিয়া কাপে গ্রুপ পর্যায়ে পাাকিস্তান নিজেদের মাঠে তাদের ম্যাচগুলো খেলেছিল। ভারত খেলেছিল শ্রীলঙ্কায়।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের সব ম্যাচ দুবাইয়ে হবে, এমনটাই বিকল্প ভেবেছিল আইসিসি। কিন্তু আয়োজক পাকিস্তান সেই পথে যেতে রাজি নয়। পিসিবি সাফ জানিয়ে দিয়েছে, যেহেতু আয়োজকের দায়িত্ব তাদের দেওয়া হয়েছে, এ কারণে কোনওভাবেই হাইব্রিড মডেলে সম্মতি দেবে না। প্রয়োজনে নিজেরাই বৈশ্বিক এই আসর থেকে নাম প্রত্যাহার করে নেবে।
যদিও এখন খবর ছড়িয়েছে, হাইব্রিড মডেলে যদি পিসিবি রাজি না হয়, তাহলে পুরো টুর্নামেন্টটাই দক্ষিণ আফ্রিকায় চলে যেতে পারে। এমনিত আইসিসি তাদের প্রতিটি ইভেন্টের জন্যই বিকল্প ভেন্যু পরিকল্পনা তৈরি করে রাখে। যেটা হয়েছে গত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়। বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হয়েছিল। শুরুর এক মাস আগেও সেটা হতে পারে।
কিন্তু এবার আইসিসির তেমন সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সরকারও কড়া অবস্থানে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনটি স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে পাকিস্তানের। খবর হয়েছে মোটা অঙ্কের অর্থ। এ অবস্থায় যদি হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট হয়, তাহলে ক্ষতির মুখে পড়তে হবে।
পাকিস্তান উল্টো আইসিসিকে হুমকি দিয়েছে-দরকার হলে তারা ভারতকে ছাড়াই এই টুর্নামেন্ট নিজ দেশে করতে চায়। প্রতিবেশী দেশটির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ভাল নয় ভারতের। তার প্রভাবে বারবার এভাবে অবজ্ঞা মেনে নিতে পারছে না পিসিবি!
আজ ১৩ নভেম্বর, বুধবার। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। দেশের মাঠে প্রতিপক্ষ মালদ্বীপ। এই খেলাটি সরাসরি দেখা যাবে টেলিভিশনের পর্দায়।
এছাড়া ছোট পর্দায় রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের ৩য় টি-টোয়েন্টি। সঙ্গে আছে ১ম ওয়ানডে শ্রীলঙ্কা–নিউজিল্যান্ডের।
ফুটবল
আন্তর্জাতিক প্রীতি ফুটবল
বাংলাদেশ–মালদ্বীপ
সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস
ক্রিকেট
মেয়েদের বিগ ব্যাশ লিগ
হোবার্ট হারিকেন্স–অ্যাডিলেড স্ট্রাইকার্স
দুপুর ১–১০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
১ম ওয়ানডে
শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড
বিকেল ৩টা, সনি স্পোর্টস টেন ৫
৩য় টি–টোয়েন্টি
দক্ষিণ আফ্রিকা–ভারত
রাত ৯টা, স্পোর্টস ১৮–১ ও ট্যাপম্যাড অ্যাপ
টেনিস
এটিপি ফাইনালস
সন্ধ্যা ৭টা, সনি স্পোর্টস টেন ৫