লামিন ইয়ামালের পারফর্ম্যান্সে বার্সেলোনা জিরোনাকে হারিয়েছে ৪-১ গোলে। তিনি করেছেন জোড়া গোল। এরপর কোচ হানসি ফ্লিকের কাছ থেকে একগাদা প্রশংসা পেলেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।
জিরোনার মাঠে গত রাতে কোচ ফ্লিকের দলের হয়ে প্রথম দুই গোল করেছেন তিনি। তাতে বার্সা প্রথমার্ধেই এগিয়ে যায় ২-০ গোলে। এরপর দানি অলমো আর পেদ্রি গনজালেস আরও একটি করে গোল করেন। শেষ দিকে একটা গোল হজম করলেও জিরোনার মাঠ থেকে জয় নিয়েই ফেরে বার্সা।
কোচ ফ্লিক লামিনের প্রশংসায় বলেন, ‘আমি লামিনের দুটো গোল নিয়ে বেশ খুশি। সে তরুণ কিন্তু সে অবিশ্বাস্য, এমন তরুণ বয়সেই সে পার্থক্য গড়ে দিচ্ছে!’
প্রথম গোলটা তিনি আদায় করেছেন প্রতিপক্ষ বক্সে ডিফেন্ডার থেকে বল কেড়ে নিয়ে। তার প্রশংসাও করলেন ফ্লিক। বললেন, ‘তাকে পাওয়াটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। শুধু তার গুণের কারণেই নয়, সে অনেক ভালো প্রেসও করে। তার মাঝে প্রতিভা আর প্রেসারের মিশেল আছে, সেটা আমাদের জন্য অনেক বড় কিছু। সে দারুণ।’
এই জয়ের ফলে বার্সেলোনা লা লিগার শীর্ষে রইল। বর্তমানে তাদের পয়েন্ট ১৫। দুই ও তিনে থাকা রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল থেকে ৪ পয়েন্টে এগিয়ে আছে দলটা।
গেল মৌসুমে দুই ম্যাচেই জিরোনার কাছে হেরেছিল বার্সা। তার শোধের অর্ধেকটা গতকাল নিল কোচ ফ্লিকের দল। এবার বার্সার লক্ষ্য হবে চ্যাম্পিয়ন্স লিগ। আগামী বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মোনাকোর বিপক্ষে লড়বে দলটা।
সে ম্যাচ নিয়ে কোচ ফ্লিক বললেন, ‘আমরা এর জন্য কঠিন অনুশীলন করেছি। আমাদের থেমে যাওয়া চলবে না। গেল সপ্তাহে আমরা বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। তবে এটা আমরা প্রতি ম্যাচের জন্যই করি, কারণ আমরা প্রতি ম্যাচেই জিততে চাই। আমরা খুব ভালো একটা শুরু পেয়েছি, আমরা এখন থামতে পারব না।’
মোনাকোর প্রসঙ্গে ফ্লিকের ভাষ্য, ‘মোনাকোর বিপক্ষে এটা সহজ কোনো ম্যাচ হবে না। তবে আমরা একটা ম্যাচ নিয়েই ভাবতে চাই। আমরা সত্যিই রোমাঞ্চিত। আমরা ম্যাচটার জন্য মুখিয়ে আছি।’