দারুণ জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আজ শ্রীলঙ্কা এ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেস নারী এ দল। এই ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ৭ উইকেটের ব্যবধানে। 

এ দলের সিরিজ হলেও আসছে নারী বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে পুরো শক্তির দলই শ্রীলঙ্কায় পাঠিয়েছে বাংলাদেশ। মূল দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিরাও আছেন এই দলে।

বিজ্ঞাপন

এই দল কলম্বোর পি সারা ওভালে শুরুতে ব্যাট করা শ্রীলঙ্কাকে আটকে দেয় ১১২ রানে। টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ১২.১ ওভারে ৭২ রানের ওপেনিং জুটি পায়। তবে এই জুটি ভাঙলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লঙ্কানদের ইনিংস। ৪ রানে ৪ উইকেট খুইয়ে বসে দলটা। 

শেষ পর্যন্ত আর এই ধাক্কা সামলাতে পারেনি শ্রীলঙ্কা। ১১২ রান তোলে ৭ উইকেট খুইয়ে। দলের সর্বোচ্চ রান আসে দুই ওপেনার কৌশিনী নুথ্যাঙ্গা (৪৩) ও নেথমি পূর্ণার (২৭) ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাহিমা খাতুন। 

অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ রানের ওপেনিং জুটি গড়েন দুই ওপেনার সাথি রানী ও শামিমা সুলতানা। তার ওপর দাঁড়িয়ে সোবহানা মোস্তারি ও মুরশিদা খাতুন জয়ের বন্দরে পৌঁছে দেন বাংলাদেশকে। ওপেনার শামিমা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন। বাংলাদেশ ৭ উইকেটের জয় তুলে নেয়।