বিসিবি থেকে এবার পদত্যাগ করলেন সুজন

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একে একে পদত্যাগ করছেন বিসিবির আগের পরিচালনা পর্ষদের সদস্যরা। এবার সেই তালিকায় যোগ হলো আরও এক নাম। বিসিবি থেকে এবার পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন।

দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের সূত্রমতে বিসিবিতে আজ (বুধবার) নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন দেশের সাবেক এই অধিনায়ক।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত বিসিবি থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন, জালাল ইউনুস, সাজ্জাদুল আলম ববি, শফিউল আলম চৌধুরী নাদেল, তানভীর আহমেদ টিটু, নাইমুর রহমান দুর্জয় এবং সবশেষ খালেদ মাহমুদ সুজন। তবে এদের মধ্যে পাপন পদত্যাগ করেছেন বিসিবি সভাপতির পদ থেকে এবং নাদেল পদত্যাগ করেছেন উইমেন’স উইংয়ের প্রধানের পদ থেকে। তবে তারা দু'জনেই এখনো বহাল আছেন বোর্ডের পরিচালকের পদে। 

বিসিবির পরিচালক থাকাকালীন সুজন ছিলেন গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান। এছাড়া ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বোর্ড ছাড়াও কাজ করেছেন জাতীয় দলের সঙ্গেও,টিম ডিরেক্টর টিম ম্যানেজারের দায়িত্ব নিয়ে।