শিরোনামের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল দলের সূত্রটা জুড়ে দিলে আপনিও কিছুটা একমত হবেন, হারতে যেন আসলেই ভুলে গিয়েছিল আলবিসেলেস্তেরা। অন্তত সবশেষ ১০ মাসের জন্য। এর আগে সবশেষ গত বছরের ১৬ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা। এরপর থেকে টানা ১২ ম্যাচে নেই কোনো হারের দেখা। এর মধ্যে মেসি-ডি মারিয়াদের হাত ধরে এসেছে কোপার শিরোপাও। তবে ডজনখানেক ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এতেই ম্যাচ শেষে লিওনেল স্কালোনির কথা, হারতে তো আমরা ভুলেই গিয়েছিলাম।
কলম্বিয়ার ঘরের মাঠ এস্তাদিও মেত্রোপলিতানোতে আজ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। এই কলম্বিয়াকে হারিয়েই মাস দুয়েক আগে কোপার শিরোপা উঁচিয়ে ধরেছিল আকাশী-সাদার দলটি। তবে ফিরতি মোকাবেলায় এবার হার নিয়েই মাঠ ছাড়তে হয় লিওনেল স্কালোনির দলটিকে।
ম্যাচ শেষে স্কালোনির কথায় এটা স্পষ্ট যে হারটা মানতে পারছে না তারা। তবে দলের পারফর্ম নিয়ে কোনো প্রশ্ন তোলেননি দিবু-লাওতারোদের কোচ। অবশ্য জয়ের কৃতিত্বটা দিয়েছেন প্রতিপক্ষকে।
স্কালোনি বলেন, ‘আমরা তো হারতে ভুলে গিয়েছিলাম। আমরা কলম্বিয়াকে অভিনন্দন জানাই। পরিস্থিতি অনুযায়ী আমরা ভালো ফুটবল খেলেছি। আমরা আমাদের সেরাটা দিয়েছি, এমনকি জিততেও পারতাম। আমরা হারতে পছন্দ করি না।’