২০২৫ এ ফিনালিসিমার সম্ভাবনা দেখছেন না স্কালোনি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

২০২১ কোপা আমেরিকা জয়ের পর পর আর্জেন্টিনা পরের বছর ফিনালিসিমায় মুখোমুখি হয়েছিল ইউরোর শিরোপাজয়ী ইতালির। এবারও লিওনেল মেসির আর্জেন্টিনাই জিতেছে কোপা আমেরিকা। এবার তাদের সামনে পড়তে পারে ইউরোজয়ী স্পেন।

তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি অবশ্য আগামী বছর এর কোনো সম্ভাবনা দেখছেন না। তার কারণ হচ্ছে স্পেনের ঠাসবুনটের সূচি। এর কারণে আগামী বছর এই ট্রফির লড়াই না হওয়ার শঙ্কাই বেশি। 

বিজ্ঞাপন

আর্জেন্টাইন কোচের কথা, ‘আমি জানি না এটা আদৌ খেলা হবে কি না। আগামী বছর খেলাটা কঠিন হবে। কারণ আমি যা জানি, খেলার সূচি, বিশেষ করে স্পেনের সূচিগুলো বেশ ঠাসা। তারা আগামী বছরের নভেম্বর পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে। আগামী বছর সেটার সম্ভাবনা আমি দেখছি না।’

২০২৫ সালে ফিনালিসিমার সম্ভাবনা একেবারে উড়িয়েও দিচ্ছেন না স্কালোনি। তিনি বলেন, ‘আমরা দেখব তারা কোনো ফাঁকা সূচি খুঁজে পায় কি না। কারণ দুটো ম্যাচের মাঝে খেলার সুযোগ আমি দেখছি না। তবে এটা এখনও অনেক দূরের বিষয়। এ নিয়ে তেমন ভাবছি না আমি। আমার কাছে এখন পর্যন্ত এই তথ্যই আছে। এরপর আমরা দেখব কী হয়।’

ঠাসা সূচির কারণে আগামী বছর ফিনালিসিমা হওয়ার সম্ভাবনা কম। তবে এর পরের বছর হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের মার্চে হতে পারে এই ম্যাচ।