ওয়ানডেতে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে রোহিত

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আবারও মাঠে ফেরেন রোহিত শর্মা। সেখানে দল সুবিধা করতে না পারলেও ব্যাট হাতে রোহিত ছিলেন দুর্দান্ত। সিরিজের তিন ওয়ানডেতে করেন মোট ১৫৭ রান, যার মধ্যে আছে দুটি ফিফটি। এতেই নিজেকে দারুণ এক উচ্চতায় নিয়ে গেলেন হিটম্যান খ্যাত এই তারকা ব্যাটার। আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এখন দুইয়ে আছেন ৩৭ বছর বয়সী এই ভারতীয়।

আইসিসি পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আজ (বুধবার)। সেখানে ৭৬৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন ওয়ানডেতে ১০ হাজার ৮৬৬ রান করা রোহিত। ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বাবর আজম এবং ৭৬৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছেন রোহিতের জাতীয় দলের সতীর্থ শুবমান গিল।

বিজ্ঞাপন

এদিকে চারেও আছেন আরেক ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। তার রেটিং পয়েন্ট ৭৪৬ এবং তার সমান রেটিং নিয়ে এক ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর।

এদিকে তালিকায় বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম। ৬০৬ পয়েন্ট নিয়ে তার অবস্থান ২৬তম। এর পরে ৫৭৪ পয়েন্ট নিয়ে ৪০টম অবস্থানে আছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন