পরের ম্যাচেও মেসিকে পাচ্ছে না মায়ামি

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার সবশেষ আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো কোপার শিরোপা তুলে ধরেছিলেন মেসি। কিন্তু গেল আসরের মাঝপথে পায়ে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মহাতারকা। যদিও মেসিকে ছাড়াই কলম্বিয়াকে হারিয়ে শিরোপা নিজেদের নামে করেছিল আলবিসেলেস্তেরা।

কোপা চলাকালীন যে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন, এরপর এখন পর্যন্ত মাঠের ফুটবলে ফেরত আসতে পারেননি মেসি। তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির কোচ গত সপ্তাহে জানিয়েছিলেন যে, আরও কয়েকদিন সময় লাগবে মেসির পুরোপুরি সেরে উঠতে।

বিজ্ঞাপন

গত বুধবার (৭ আগস্ট) কোচ জানিয়েছিলেন যে, দ্রুতই মাঠে ফেরার সম্ভাবনা না থাকলেও মেসি এখন সুস্থ আছেন। জিমেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন নিজের পুনর্বাসন প্রক্রিয়ায়। তাতে সমর্থকরা আশা করেছিলেন যে মেসি হয়তো শীঘ্রই মাঠে ফিরবেন।

এবার টাটা মার্তিনো জানালেন, আগামীকাল (১৪ আগস্ট) বুধবার ভোরে লিগস কাপের কোয়ার্টার ফাইনালেও মেসিকে পাচ্ছে না তার দল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন মার্তিনো।

বিজ্ঞাপন

শুধু এই ম্যাচে না, পরের একাধিক ম্যাচেও মাঠে না নামতে পারার শঙ্কায় আছেন লিওনেল মেসি। কারণ তার লিগামেন্টের চোটটি পুরোপুরি সেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে। পুরোপুরি সুস্থ না হয়ে কোনোভাবেই মাঠে নামতে পারবেন না এই তারকা ফুটবলার।