২০০৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতির পদে এসেছিলেন সালাম মুর্শেদী। সাবেক এই ফুটবলার এবার সে পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তিনি ফেডারেশনের অর্থ কমিটি ও রেফারিজ কমিটিরও প্রধান কর্তা ছিলেন। এই দুই পদও ছেড়ে দিয়েছেন সালাম। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাফুফে।
শেখ হাসিনা সরকারের পতনের এক দিন পর গত বুধবার বাফুফে ভবনের মূল ফটকে বিক্ষোভ করে সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। সেখানে তারা ৩ বাফুফে কর্তার পদত্যাগ চেয়েছিলেন। সেখানে সালাম মুর্শেদীসহ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আর নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের নামও ছিল। তাদের মধ্যে সালামই পদ ছেড়ে দিলেন সবার আগে।
তার বিরুদ্ধে ফিফার অভিযোগও ছিল। তার অধীনে থাকা অর্থ বিভাগের কেলেঙ্কারিতে গেল বছর সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ নিষিদ্ধ হয়েছিলেন। যার ফলে তাকে দিতে হয় ১০ হাজার সুইস ফ্রাঁ বা ১৩ লাখ টাকার জরিমানা।
বাফুফের বাইরেও সালামের আরও এক পরিচয় ছিল, সংসদ সদস্য। সর্বশেষ সংসদ নির্বাচনে খুলনা-৪ আসন থেকে সংসদ সদস্য পদ পেয়েছিলেন তিনি। সরকারের পতনের পর তা হারান তিনি।