প্যারিস অলিম্পিক
লাইভ ইভেন্ট
সকাল ১১–৩০ মি., স্পোর্টস ১৮–১, এমটিভি, অলিম্পিক ওয়েবসাইট
ক্রিকেট
গ্লোবাল টি–টোয়েন্টি
বাংলা টাইগার্স–ব্র্যাম্পটন
রাত ৯টা, টি স্পোর্টস, স্টার স্পোর্টস সিলেক্ট ২
মন্ট্রিয়ল–সারে
রাত ২টা, টি স্পোর্টস, স্টার স্পোর্টস সিলেক্ট ২
দ্য হানড্রেড
বার্মিংহাম–নর্দার্ন
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস ২
সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচটা হেরে গেলে শেষ ম্যাচটা হয়ে যেত স্রেফ নিয়ম রক্ষার। সেটা শেষমেশ ইংলিশরা হতে দেয়নি। লিয়াম লিভিংস্টোনের দারুণ পারফর্ম্যান্সে ভর করে তুলে নিয়েছে ৩ উইকেটের জয়। তাতে সিরিজেও ফিরে এসেছে সমতা।
টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুটা ভালোই করে। তিনে নামা জেক ফ্রেজার ম্যাকগার্ক করেন ফিফটি। ৩১ বলে ৫০ রান করে ফেরেন তিনি। তার আগে ম্যাথিউ শর্টের ২৮, ট্র্যাভিস হেডের ৩১, কিংবা তার পর জশ ইংলিসের ৪২ রানের ইনিংস, আর শেষ দিকে অ্যারন হার্ডির ২০ রানের ক্যামিওতে ভর করে অস্ট্রেলিয়া দাঁড় করায় ১৯৩ রানের পুঁজি।
অজিদের এমন তোপের মুখে পড়েও আলো কেড়ে নিয়েছিলেন লিভিংস্টোন। ৩ ওভার বল করে নেন ২ উইকেট, তাও মাত্র ১৬ রান খরচায়। ওভারপ্রতি রান দিয়েছেন ৫.৩৩ করে। এর চেয়ে ভালো ইকনমি এই ম্যাচে ছিল না আর কারো।
এরপর ব্যাট হাতেও দলকে তরিয়ে দেওয়ার দায়িত্বটা কাঁধে তুলে নেন এই অলরাউন্ডার। ১৯৪ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড যখন ৩৪ রানেই খুইয়ে বসেছে ২ উইকেট, ঠিক তখন তিনি এলেন ক্রিজে। সেখানে নেমে খেললেন ৪৭ বলে ৮৭ রানের ইনিংস।
চতুর্থ উইকেটে জেকব ব্যাথেলের সঙ্গে গড়েন ৪৭ বলে ৯০ রানের জুটি। অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচটা ইংল্যান্ডে মুঠোয় চলে আসে তখনই। বেথেলের বিদায়ের পর ইংল্যান্ড কিছুটা বিপাকে পড়েছে বটে। তবে লিভিংস্টোন উইকেটে ছিলেন শেষের আগ পর্যন্ত।
তাতেই ৩ উইকেটের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। সিরিজে এখন ১-১ সমতা। আগামীকাল সন্ধ্যায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটা তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।
ফুটবল
লা লিগা
রিয়াল সোসিয়েদাদ–রিয়াল মাদ্রিদ
রাত ১টা, এ স্পোর্টস
ইংলিশ প্রিমিয়ার লিগ
সাউদাম্পটন–ম্যানচেস্টার ইউনাইটেড
বিকেল ৫–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লিভারপুল-নটিংহাম
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
ম্যানচেস্টার সিটি–ব্রেন্টফোর্ড
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
অ্যাস্টন ভিলা–এভারটন
রাত ১০–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
জার্মান বুন্দেসলিগা
হফেনহাইম–লেভারকুসেন
সন্ধ্যা ৭–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২
হলস্টাইন কিল-বায়ার্ন মিউনিখ
রাত ১০–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২
সৌদি প্রো লিগ
আল রিয়াদ–আল হিলাল
রাত ১২টা, সনি স্পোর্টস টেন ১
টেনিস
ডেভিস কাপ
জার্মানি–যুক্তরাষ্ট্র
দুপুর ১২টা, সনি স্পোর্টস টেন ২
ক্রিকেট
টি–টোয়েন্টি ব্লাস্ট
সারে–সমারসেট
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ৫
গ্লুচেস্টারশায়ার–সাসেক্স
সন্ধ্যা ৭–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫
ফাইনাল
রাত ১১–৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ৫
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
বার্বাডোজ–গায়ানা
আগামীকাল ভোর ৫টা, স্টার স্পোর্টস ২
কোপা আমেরিকা জয়ের পর জাতীয় দলের জার্সিটি তুলে রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ের অন্যতম নায়ক আনহেল ডি মারিয়া। বয়সটা হয়ে গেছে ৩৬। ফুটবলের ক্যারিয়ারটাও যে শেষ দিকে তা নিশ্চিতই বলা যায়। জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাবের হয়ে খেলা চালিয়ে যেতে চান এই তারকা আর্জেন্টাইন।
২০২৩ সালে দ্বিতীয় দফায় বেনফিকায় পাড়ি জমিয়েছিলেন এই তারকা উইঙ্গার। এবার ২০২৫ পর্যন্ত পর্তুগিজ ক্লাবটিতে দেখা যাবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাব প্রেসিডেন্ট রুই কস্তা।
‘ডি মারিয়া বেনফিকায় থাকছে। এটা ঘোষণা করা হয়ে গেছে। সে থাকবে। সে বেনফিকার প্লেয়ার।’
আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্তন এদুলের ভাষ্যমতে, ডি মারিয়ার আর্জেন্টিনায় ফেরার ইচ্ছা আছে। কিন্তু এখানে বিপদে পড়তে হতে পারে তাকে এবং তার পুরো পরিবারকে। রোসারিও শহরের কুখ্যাতি মাদক সংক্রান্ত সহিংসতার এবং হুমকির সম্মুখীন হওয়ার পর তিনি পরিবারসহ দেশের বাইরে আছেন।
ভারতের মাটিতে তাদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৫ সেপ্টেম্বর উড়াল দিবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সম্প্রতি পাকিস্তান সফরে ইতিহাস গড়ে সিরিজ জিতে এসেছে টাইগাররা। সেই স্কোয়াডের পেসার শরিফুল ইসলামকে আসন্ন ভারত সিরিজে বিশ্রাম দিয়ে এবার দলে ডাকা হয়েছে জাকের আলি অনিককে।
ভারতের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ, তাও আবার লাল বলের ক্রিকেটে। সিরিজটা বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে টাইগারদের জন্য এটা মেনে নিয়েছেন তারাও। তবে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করায় পুরো বাংলাদেশ দলই বেশ আত্মবিশ্বাসী। ভালো কিছুর আশাই করছেন তারা।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাকের। তিনি জানান, ‘সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। সেটার জন্য দলে সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে। প্রথম শ্রেণির ক্রিকেটে আমি ২০১৭ সাল থেকে খেলছি। যে সংস্করণই হোক, ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি। ওই রকম প্রক্রিয়ায়ই আগাই।’
টেস্ট ক্রিকেটটা কঠিন হলেও নিজের সেরাটাই করে দেখাতে মরিয়া তিনি, ‘স্কোয়াডে যেহেতু নির্বাচিত হয়েছি, উনারা প্রস্তুত মনে করেছেন বলেই নিয়েছেন। এখন আমার দায়িত্ব, নিজের সেরা পারফরম্যান্স দেওয়া।’
ভারতীয় স্কোয়াডের ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগেই বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। তাদের মাটিতে তারা আরও বেশি বিধ্বংসী। তবে প্রস্তুত আছে বাংলাদেশ দলও। নিজেদের সেরাটাই মাঠে ঢেলে দিবে নাজমুল শান্তর দল।
‘চ্যালেঞ্জ সব দিক দিয়ে থাকবে। তাদের ব্যাটিং লাইনআপও অনেক ভালো। আমরা যদি ব্যাটিং বিভাগ হিসেবে ভালো করতে পারি তাহলে ভালো। আমরা স্ট্রাগল করি ব্যাটিং নিয়েই। ব্যাটিং যখন খারাপ হয়, আমরা হেরে যাই। বোলাররা বেশিরভাগ সময় সাপোর্ট করে। ভারতীয় বোলারদের নিয়ে অবশ্যই পরিকল্পনা হচ্ছে। নিজের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব।’