ফুটবলীয় জগতে বিগত চার বছর ধরে রাজত্ব ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। ২০১৮ ফিফা বিশ্বকাপে ব্যর্থতার পর ২০২০ সাল থেকেই মূলত ঘুরে দাঁড়ানো শুরু করে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ, সবশেষ এই বছরের কোপা আমেরিকা শিরোপা, টানা চারটি আন্তর্জাতিক শিরোপা ঘরে তুলে নিয়েছে লিওনেল মেসির দল।
আর্জেন্টিনার নজর ছিল চলতি প্যারিস অলিম্পিকে ফুটবলের স্বর্ণপদকটাও জিতে নেওয়ার। তবে শেষ পর্যন্ত এবার হোঁচট খেতে হলো তাদের। তার আবার যাদেরকে হারিয়ে ২০২২ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা, সেই ফ্রান্সের কাছেই শুক্রবার রাতে ১-০ গোলে হেরে অলিম্পিক থেকে বিদায় নিল তারা। এই হার মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে কোচ হ্যাভিয়ের মাচেরানোর।
ম্যাচ শেষে সাবেক এই আর্জেন্টাইন ফুটবলার বলেছেন, ‘যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি সেটা নতুন কিছু না। ফুটবল এমনই। হার এড়াতে সম্ভাব্য সবকিছু করার পরও খালি হাতে ফিরতে হলো।’
ম্যাচে নিজেদের সাধ্যমতো পারফর্ম করলেও কাঙ্ক্ষিত ফলাফল পায়নি দল, এমনটাই মনে করেন মাচেরানো, ‘এটা নতুন না। এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। আমরা গোল পাইনি। ম্যাচে প্রথম ১৫ মিনিট কঠিন ছিল, বিশেষ করে শুরুর দিকে গোল হজমের পর। এরপর দল গুছিয়ে নিয়েছে এবং সমতায় ফেরার বেশ কিছু সুযোগও পেয়েছে।’
ম্যাচের শুরুতেই গোল হজল করেছিল আর্জেন্টিনা। এরপর ম্যাচের বাকি সময় আর ঘুরে দাঁড়াতে পারেননি আলভারেজ-ওতামেন্দিরা। এ বিষয়েও আক্ষেপ ঝেড়েছেন কোচ মাচেরানো, ‘আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবল প্রতিভা বোঝে না। এটাই বাস্তবতা এবং আজ (শুক্রবার) ছিল আমাদের ঘরে ফেরার পালা।’