টসের জয় দিয়ে শুরু টেস্ট, দিপুর অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি বছরে কেবল দুই টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্টই ছিল নিজেদের মাটিতে এবং দুই ম্যাচেই জয় পেয়েছে স্বাগতিকরা। ওয়ানডে বিশ্বকাপের পরপরই আবারও লাল বলের ক্রিকেটে বাংলাদেশ, নিজেদের মাটিতে। ১০ বছরেরও বেশি সময় পর নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষের লম্বা ফরম্যাটের ক্রিকেটে মাঠে নামছে শান্ত-মিরাজরা।

সিরিজের প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্যাপ ১০২ নম্বর নিয়ে স্বাগতিকদের হয়ে এ দিন অভিষেক হয়েছে ডানহাতি ব্যাটার শাহাদাত হোসেন দিপুর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের স্পিন নির্ভর উইকেটে একাধিক স্পিন নিয়েই মাঠে নামছে দুই দল। 

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), অ্যাজাজ প্যাটেল। 

বিজ্ঞাপন