বিশ্বকাপের সেরা একাদশে ভারতের ৬ ক্রিকেটার



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মাঠের ক্রিকেটের হিসেব নিকেশ শেষ। এবার মাঠের বাইরে যে যার মতো হিসেব নিকেশ করার পালা। কে কাকে কোন জায়গায় খেলাবে? কেমন হবে কম্বিনেশন? কয়টা স্পিনার একাদশে থাকবে? এসব নিয়ে প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে দলগুলো ব্যস্ত ছিল। এবার মাঠের বাইরে ক্রিকেট বিশ্লেষকদের এবং দর্শকদের পালা নিজেদের বিশ্বকাপ একাদশ বানানোর।

টুর্নামেন্ট শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল– আইসিসি প্রকাশ করেছে আইসিসি টিম অব দ্য টুর্নামেন্ট। পুরো আসর জুড়ে আধিপত্য দেখানো ভারতের আধিপত্য এখানেও। একাদশের ছয়টা নামই তাদের দখলে। আছে প্রত্যাশিত নামগুলোই। তবে বাংলাদেশ, পাকিস্তান, নেদারল্যান্ডস, ইংল্যান্ড চমকে দেওয়া আফগানিস্তানের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি।

এই একাদশ নির্বাচনের সিলেকশন প্যানেলে ছিলেন ইয়ান বিশপ, শেন ওয়াটসন, নারী ধারাভাষ্যকার কাস নাইডু, আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খাঁন এবং ভারতীয় সাংবাদিক সুনিল বৈদ্য।

ওপেনিং পজিশনে আছেন টিম ইন্ডিয়ার কাপ্তান এবং ওপেনার রোহিত শর্মা। নিজেকে ভেঙে গড়া রোহিত এবার ১১ ইনিংসে ৫৪.২৭ গড়ে করেছেন ৫৯৭ রান। যেটা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ। স্ট্রাইক রেট ১২৫.৯৪। নামের পাশে এক সেঞ্চুরি আর তিন অর্ধশতক।

ওপেনিংয়ে রোহিতের সঙ্গী প্রোটিয়া ওপেনার এবং উইকেট কিপার কুইন্টন ডি কক। ব্যাট হাতে ৫৯.৪০ গড়ে ১০৭.০২ স্ট্রাইক রেটে করেছেন তৃতীয় সর্বোচ্চ ৫৯৪ রান। সেই সাথে গ্লাভস হাতে নিয়েছেন ১৯ ক্যাচ আর নয় স্টাম্পিং। শতক হাঁকিয়েছেন চারটা।

তিনে থাকা বিরাট ব্যাট হাতে করেছেন এক বিশ্বকাপে রেকর্ড ৭৬৫ রান। তিন সেঞ্চুরির সাথে ছিল ছয়টা ফিফটি। তার ব্যাটিং গড় ছিল ৯৫.৬২ আর স্ট্রাইক রেট ৯০.৩১। সেই সাথে ৫ ক্যাচ আর এক উইকেট। হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট।

ফিল্ডিংয়ে সর্বোচ্চ ১১ ক্যাচ আর ৫৫২ রান করায় চারে জায়গা দেওয়া হয়েছে কিউই ব্যাটার ড্যারিল মিচেলকে। ৬৯ গড় আর ১১১.০৬ স্ট্রাইক রেটের সাথে দুই সেঞ্চুরি আর দুই ফিফটিতে করেছেন এই রান।

৭৫.৩৩ গড়ে ৪৫২ রান করা ভারতীয় উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল আছেন একাদশে। ভারতকে ফাইনালে নিতে মিডল অর্ডারে তিনি রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

অজিদের সেমির রাস্তা সোজা হয়েছিলো ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরির মহা-ঐতিহাসিক ইনিংস দিয়ে। এছাড়াও ডাচদের বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির। ব্যাট হাতে ১৫০.৩৭ স্ট্রাইক রেট আর ৬৬.৬৬ গড়ে ৪০০ রান। বল হাতে নিয়েছেন সাত উইকেট। ছয় নম্বর পজিশনটা তাই তার জন্যই বরাদ্দ।

নাম্বার সেভেনে আছেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে ৪০ গড় আর ১০১.৬৯ স্ট্রাইক রেটে করেছেন ১২০ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন ম্যাচ জেতানো অপরাজিত ৩৯ রানের ইনিংস। বল হাতে নিয়েছেন ১৬ উইকেট। ফিল্ডিংয়ে নিয়েছেন সাত ক্যাচ।

পেস আক্রমণের নেতার নাম মোহাম্মদ শামি। প্রথম চার ম্যাচে একাদশেই ছিলেন না। এরপর ছয় ইনিংসে ২৩ উইকেট নিয়ে দলকে ফাইনালে তুলেছেন। সেমিতে নিয়েছেন সাত উইকেট। সবমিলিয়ে সাত ইনিংসে ২৪ উইকেট। যেটা টুর্নামেন্টে সর্বোচ্চ। বোলিং গড় ১০.৭০ স্ট্রাইক রেট ১২.২০। পাঁচ উইকেট তিনবার। চার উইকেট একবার।

আরেক ইন্ডিয়ান জাসপ্রিত বুমরাহ এই একাদশে জায়গা করে নিয়েছেন ২০ উইকেট শিকার করে। সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন একবার। ছিলেন ধারাবাহিক। গড় ১৮.৬৫।

এই একাদশের আরেক পেসার লঙ্কান দিলশান মধুশঙ্কা। বিশ্বকাপে এই বাঁহাতি পেসারের ৯ ইনিংসে শিকার ২১ উইকেট। পাঁচ উইকেট আর চার উইকেট একবার করে।

এই একাদশের অবশিষ্ট ক্রিকেটার অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। অজিদের শিরোপা জয়ে যার ভূমিকা ছিল মহাগুরুত্বপূর্ণ। ১১ ইনিংসে নিয়েছেন ২৩ উইকেট। চার উইকেট নিয়েছেন তিন বার। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন প্রোটিয়া ইয়াং স্টার জেরাল্ড কোয়েৎজে। আট ইনিংসে তার শিকার ২০ উইকেট।

   

সিলেটে মুমিনুল হকের সঙ্গে সেলফি তুলতে মাঠে শিশু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, সিলেট
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলাকালে মুমিনুল হকের সঙ্গে ছবি তুলতে মাঠে প্রবেশ করে মাহাদ নামে এক শিশু।

মাঠে প্রবেশ করে মুহিনুল হকের সঙ্গে সেলফি তুলার চেষ্টা করে সে।

বুধবার (২৯নভেম্বর) বাংলাদেশ-নিউজল্যান্ড টেস্ট সিরিজের ম্যাচ চলাকালে ১টা ৫০মিনিটে এ ঘটনা ঘটে। পরে নিরাপত্তারক্ষীরা ঐ শিশুকে সরিয়ে নেন।

এ সময় খেলা কাভার করতে আসা গণমাধ্যমকর্মীরা শিশুটির সাথে কথা বলতে চাইলে নিরাপত্তারক্ষীরা তাকে গ্রান্ডস্ট্যান্ডের বিল্ডিংয়ে নিয়ে যান। শিশুটির বাসা কিংবা অন্য কোনো পরিচয় জানা সম্ভব হয়নি।

;

ছন্দে থাকা মিচেলকে ফিরিয়ে চা বিরতিতে বাংলাদেশ 



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

৩৩ ওভার শেষে ৩ উইকেটে কিউইদের সংগ্রহ ছিল ১০২ রান। ঠিক পরেই বলেই সাজঘরে ফিরতে পারতেন আরেক ব্যাটার। আউটটাও হয়েছিল, তবে তা স্কোরবোর্ডে উঠল না কেবলই আত্মবিশ্বাসের অভাবে। ৩৪তম ওভারের প্রথম বলে শরিফুল ইসলামের এক আউট সুইং কানায় লাগে ড্যারিল মিচেলের ব্যাটে। তবে উইকেটের পিছনে থাকা নুরুল হাসান সোহান সেভাবে সাড়া না দিলে সেখানে রিভিউ নেন নি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

সুযোগ পাওয়ার পর শান্তদের বেশ ভোগাতে থাকেন মিচেল। সময় গড়ালে থিতু হয়ে উঠতে থাকেন পিচে। তবে চা বিরতির আগে সেই কাঙ্ক্ষিত উইকেট এনে দেন তাইজুল ইসলাম। দলীয় ১৬৪ রানের মাথায় ফেরেন ডানহাতি এই ব্যাটার (৪১)।

দ্বিতীয় দিনে চা বিরতিতে যাওয়ার আগে ৫২ ওভার শেষে ৪ উইকেটে ১৬৮ রান করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের থেকে ১৪২ রান পিছিয়ে আছে তারা। 

এর আগে দিনের শুরুর বলে স্বাগতিকদের শেষ উইকেট তুলে নিয়ে (৩১০/১০) ব্যাটিংয়ে নামে কিউইরা। শুরুর ওভারেই দুটি চার মেরে কিছুটা আক্রমণাত্মক খেলার ইঙ্গিত দেয় কিউই ওপেনার টম ল্যাথামকে। তবে সময় গড়ালে বুঝেশুনে খেলতে থাকেন দুই ওপেনার ল্যাথাম ও ডেভন কনওয়ে। তবে তাদের থিতু হলেন না স্পিনাররা। দলীয় ৩৬ রানের মাথায় ল্যাথামকে (২১) ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল। দুই ওভার বাদেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার কনওয়ে (১২)।

৪৪ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়া কিউইদের ছন্দে ফেরাতে হেনরি নিকলসকে নিয়ে এগোতে থাকেন তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি নিকলস। ৯৮ রানের মাথায় শরিফুলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই বাঁহাতি ব্যাটার (১৯)।

নিজের পরের ওভারেই আরও একটি উইকেট তুলে নিতে পারতেন শরিফুল। তবে ভুল বোঝাবুঝিতে তা আর হয়ে উঠেনি। শেষ পর্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠা মিচেল স্ট্যাম্পিং হন তাইজুলের বলে। 

সাবলীল ভঙ্গিতে ব্যাট করতে থাকা উইলিয়ামসন অপরাজিত আছেন ৬৬ রানে।

;

বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে বিসিবির তদন্ত কমিটি



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু ভারত থেকে হতাশা নিয়েই ফিরেছেন সাকিব আল হাসানরা। দলের এই ব্যর্থতার সঙ্গে ছিল নানা বিতর্ক। এমন পারফরম্যান্সে হতাশ ও অবাক হয়েছেন সমর্থক এবং বিশ্লেষকরা। এই ব্যর্থতার কারণ খুঁজে বের করতে পদক্ষেপ নিল বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দেশের ক্রিকেট বোর্ড।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্তের বিষয়টি জানায় বিসিবি। বিশেষ এই তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ। সদস্য হিসেবে বাকি দুই জন হলেন মাহবুবুল আলম ও আকরাম খান।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাংলাদেশ অষ্টম অবস্থানে থেকে শেষ করেছে। ৯ ম্যাচে মাত্র ২টিতে জয়ের দেখা পেয়েছে সাকিবরা। অনেক সমীকরণের মুখোমুখি হয়ে অবশেষে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট অর্জন করেছে তারা। তবে নেদারল্যান্ডসের কাছে হার ও বিশ্বকাপ চলার সময় নানা বিতর্কের জন্ম দেয় দল।

বিশ্বকাপের ২০১১, ২০১৫, ২০১৯ তিন আসরেই তিনটি করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এবার লক্ষ্য ছিল প্রথম পর্বে সর্বনিম্ন চারটি ম্যাচ জেতা। বিশ্বকাপ বাছাইয়েও শক্ত অবস্থানে ছিল তারা। তাই অনেক আশা নিয়েই ছিল সমর্থকরা। তবে সেই আশা পূরণে ব্যর্থ হয় সাকিবের দল।

দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, পরিকল্পনা, নাকি অধিনায়কত্ব, কোথায় ছিল সেই ভুল? সেটি খতিয়ে দেখতেই এবার আনুষ্ঠানিকভাবে বড় পদক্ষেপ নিল বিসিবি।

;

কিউইদের শুরুতেই চাপে ফেলে মধ্যাহ্ন বিরতিতে শান্তরা



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দিনের শুরুতেই শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। এতে শুরুতেই ব্যাটিংয়ের সুযোগ পায় সফরকারীরা। সেখানে বেশ সাবলীল ভঙ্গিতে এগোতে থাকেন দুই কিউই ওপেনার। তবে তাদের বেশিক্ষণ স্বাচ্ছন্দ্যে থাকতে দেননি স্বাগতিকদের স্পিনাররা। ১৫ বলের ব্যবধানেই দুই ওপেনারকে ফেরায় তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান তুলেছে টিম সাউদির দল। 

এর আগে দিনের প্রথম বলে স্বাগতিকদের শেষ উইকেট তুলে নেন কিউই অধিনায়ক টিম সাউদি। এতে প্রথম দিন শেষের স্কোর (৩১০) নিয়েই নিজেদের প্রথম ইনিংস শেষ করে নাজমুল হোসেন শান্তর দল।

ব্যাটিং নেমে শুরুর ওভারেই দুই চার মেরে কিছুটা আক্রমণাত্মক খেলার ইঙ্গিত দেয় কিউইরা। তবে সময় গড়ালে বুঝেশুনে খেলতে থাকেন দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। তবে তাদের থিতু হলেন না স্পিনাররা। দলীয় ৩৬ রানের মাথায় ল্যাথামকে (২১) ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল। দুই ওভার বাদেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার কনওয়ে (১২)।

৪৪ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়া কিউইদের ছন্দে ফেরাতে হেনরি নিকলসকে নিয়ে এগোচ্ছেন তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। ৩৫ বলে ২৬ রানে অপরাজিত আছেন এই ডানহাতি ব্যাটার।

;