ভারত হারায় খুশি বাবর-আফ্রিদি!



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথটা এখন একপেশে হলেও তা ঠিকই উত্তাপ ছড়াই সমর্থকদের মধ্যে। এখনও জমজমাট এক ম্যাচ দেখতে মাঠে হাজির হয় হাজারো সমর্থক। টিকিট বিক্রিতে লেগে যায় ধুম। যদিও মাঠের ক্রিকেটে সেই উত্তাপ দেখা যায় না খুব একটা।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে প্রায় হেসেখেলেই জয় তুলে ভারত। তবে তাই বলে ক্রিকেটারদের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা প্রভাব ফেলে না; এমনটিও ভাবার কারণ নেই। ভারতের প্রায় যেকোনো হারেই খুশি হয় পাকিস্তানের সমর্থক এমনকি ক্রিকেটাররাও।

এই যেমন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের শিরোপা হাতছাড়া হওয়ায় খুশি হয়েছেন দলটির সমর্থকরা। এমনটি সেই খুশি হওয়াদের তালিকায় রয়েছেন ক্রিকেটাররাও। সদ্য পাকিস্তানের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো বাবর আজম তো শিরোপা জেতায় অস্ট্রেলিয়াকে অভিনন্দনও জানালেন।

ভারতের বিপক্ষে হারলে এমনিতেও নানা সমালোচনা শোনতে হয় পাকিস্তানকে। বাবর আজমকেও সেই সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সে কারণেই হয়তো ভারতের হারে কিছুটা হয়েও খুশি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সে কারণেই হয়তো অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়াকে। টুর্নামেন্ট জুড়ে অমন ধারাবাহিক পারফরম্যান্সের জন্য একবারও ভারতের প্রশংসা করেননি।

বাবর অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন অস্ট্রেলিয়া। ফাইনালে কী দুর্দান্ত পারফরম্যান্স।’ পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি অবশ্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানলেও টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরম্যান্স করায় ভারতের প্রশংসা করতে ভুলেননি। টুইটে তিনি লিখেছেন, ‘বিশ্বকাপ শিরোপা জেতার জন্য অস্ট্রেলিয়াকে অনেক অভিনন্দন। অবশ্যই ওই দিনটিতে তারা ভাল দল ছিল। ভারতের জন্য দুর্ভাগ্য। তবে তারা পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছে।’

   

ছন্দে থাকা মিচেলকে ফিরিয়ে চা বিরতিতে বাংলাদেশ 



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

৩৩ ওভার শেষে ৩ উইকেটে কিউইদের সংগ্রহ ছিল ১০২ রান। ঠিক পরেই বলেই সাজঘরে ফিরতে পারতেন আরেক ব্যাটার। আউটটাও হয়েছিল, তবে তা স্কোরবোর্ডে উঠল না কেবলই আত্মবিশ্বাসের অভাবে। ৩৪তম ওভারের প্রথম বলে শরিফুল ইসলামের এক আউট সুইং কানায় লাগে ড্যারিল মিচেলের ব্যাটে। তবে উইকেটের পিছনে থাকা নুরুল হাসান সোহান সেভাবে সাড়া না দিলে সেখানে রিভিউ নেন নি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

সুযোগ পাওয়ার পর শান্তদের বেশ ভোগাতে থাকেন মিচেল। সময় গড়ালে থিতু হয়ে উঠতে থাকেন পিচে। তবে চা বিরতির আগে সেই কাঙ্ক্ষিত উইকেট এনে দেন তাইজুল ইসলাম। দলীয় ১৬৪ রানের মাথায় ফেরেন ডানহাতি এই ব্যাটার (৪১)।

দ্বিতীয় দিনে চা বিরতিতে যাওয়ার আগে ৫২ ওভার শেষে ৪ উইকেটে ১৬৮ রান করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের থেকে ১৪২ রান পিছিয়ে আছে তারা। 

এর আগে দিনের শুরুর বলে স্বাগতিকদের শেষ উইকেট তুলে নিয়ে (৩১০/১০) ব্যাটিংয়ে নামে কিউইরা। শুরুর ওভারেই দুটি চার মেরে কিছুটা আক্রমণাত্মক খেলার ইঙ্গিত দেয় কিউই ওপেনার টম ল্যাথামকে। তবে সময় গড়ালে বুঝেশুনে খেলতে থাকেন দুই ওপেনার ল্যাথাম ও ডেভন কনওয়ে। তবে তাদের থিতু হলেন না স্পিনাররা। দলীয় ৩৬ রানের মাথায় ল্যাথামকে (২১) ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল। দুই ওভার বাদেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার কনওয়ে (১২)।

৪৪ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়া কিউইদের ছন্দে ফেরাতে হেনরি নিকলসকে নিয়ে এগোতে থাকেন তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি নিকলস। ৯৮ রানের মাথায় শরিফুলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই বাঁহাতি ব্যাটার (১৯)।

নিজের পরের ওভারেই আরও একটি উইকেট তুলে নিতে পারতেন শরিফুল। তবে ভুল বোঝাবুঝিতে তা আর হয়ে উঠেনি। শেষ পর্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠা মিচেল স্ট্যাম্পিং হন তাইজুলের বলে। 

সাবলীল ভঙ্গিতে ব্যাট করতে থাকা উইলিয়ামসন অপরাজিত আছেন ৬৬ রানে।

;

বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে বিসিবির তদন্ত কমিটি



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু ভারত থেকে হতাশা নিয়েই ফিরেছেন সাকিব আল হাসানরা। দলের এই ব্যর্থতার সঙ্গে ছিল নানা বিতর্ক। এমন পারফরম্যান্সে হতাশ ও অবাক হয়েছেন সমর্থক এবং বিশ্লেষকরা। এই ব্যর্থতার কারণ খুঁজে বের করতে পদক্ষেপ নিল বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দেশের ক্রিকেট বোর্ড।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্তের বিষয়টি জানায় বিসিবি। বিশেষ এই তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ। সদস্য হিসেবে বাকি দুই জন হলেন মাহবুবুল আলম ও আকরাম খান।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাংলাদেশ অষ্টম অবস্থানে থেকে শেষ করেছে। ৯ ম্যাচে মাত্র ২টিতে জয়ের দেখা পেয়েছে সাকিবরা। অনেক সমীকরণের মুখোমুখি হয়ে অবশেষে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট অর্জন করেছে তারা। তবে নেদারল্যান্ডসের কাছে হার ও বিশ্বকাপ চলার সময় নানা বিতর্কের জন্ম দেয় দল।

বিশ্বকাপের ২০১১, ২০১৫, ২০১৯ তিন আসরেই তিনটি করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এবার লক্ষ্য ছিল প্রথম পর্বে সর্বনিম্ন চারটি ম্যাচ জেতা। বিশ্বকাপ বাছাইয়েও শক্ত অবস্থানে ছিল তারা। তাই অনেক আশা নিয়েই ছিল সমর্থকরা। তবে সেই আশা পূরণে ব্যর্থ হয় সাকিবের দল।

দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, পরিকল্পনা, নাকি অধিনায়কত্ব, কোথায় ছিল সেই ভুল? সেটি খতিয়ে দেখতেই এবার আনুষ্ঠানিকভাবে বড় পদক্ষেপ নিল বিসিবি।

;

কিউইদের শুরুতেই চাপে ফেলে মধ্যাহ্ন বিরতিতে শান্তরা



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দিনের শুরুতেই শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। এতে শুরুতেই ব্যাটিংয়ের সুযোগ পায় সফরকারীরা। সেখানে বেশ সাবলীল ভঙ্গিতে এগোতে থাকেন দুই কিউই ওপেনার। তবে তাদের বেশিক্ষণ স্বাচ্ছন্দ্যে থাকতে দেননি স্বাগতিকদের স্পিনাররা। ১৫ বলের ব্যবধানেই দুই ওপেনারকে ফেরায় তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান তুলেছে টিম সাউদির দল। 

এর আগে দিনের প্রথম বলে স্বাগতিকদের শেষ উইকেট তুলে নেন কিউই অধিনায়ক টিম সাউদি। এতে প্রথম দিন শেষের স্কোর (৩১০) নিয়েই নিজেদের প্রথম ইনিংস শেষ করে নাজমুল হোসেন শান্তর দল।

ব্যাটিং নেমে শুরুর ওভারেই দুই চার মেরে কিছুটা আক্রমণাত্মক খেলার ইঙ্গিত দেয় কিউইরা। তবে সময় গড়ালে বুঝেশুনে খেলতে থাকেন দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। তবে তাদের থিতু হলেন না স্পিনাররা। দলীয় ৩৬ রানের মাথায় ল্যাথামকে (২১) ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল। দুই ওভার বাদেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার কনওয়ে (১২)।

৪৪ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়া কিউইদের ছন্দে ফেরাতে হেনরি নিকলসকে নিয়ে এগোচ্ছেন তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। ৩৫ বলে ২৬ রানে অপরাজিত আছেন এই ডানহাতি ব্যাটার।

;

দ্বিতীয় দিনের প্রথম বলেই শেষ শান্তদের প্রথম ইনিংস



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সিলেট টেস্টের বাংলাদেশের প্রথম দিনটা ছিল অনেকটা মন্দের ভালো। ৮৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১০ রান করে প্রথম দিন শেষ করে স্বাগতিকরা। সেখান থেকে দ্বিতীয় দিনের শুরুর বলেই সাজঘরে ফিরলেন শেষ ব্যাটার। এতে, স্কোরবোর্ড একই রেখে প্রথম ইনিংস শেষ করলো নাজমুল হোসেন শান্তর দল।

নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ১৬৬ বলে ১১ চারের মারে দলীয় সর্বোচ্চ ৮৬ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এছাড়াও মমিনুল ৩৭, শান্ত ৩৭, সোহান ২৯ ও অভিষিক্ত শাহাদত হোসেন দিপু করেন ২৪ রান।

গতকাল (মঙ্গলবার) টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাট করতে নেমে সতর্ক অবস্থানে থেকে পেসারদের মোকাবেলা করতে থাকেন দুই ওপেনার জাকির হাসান ও জয়। দ্বিতীয় ওভারেই স্বাগতিকদের চাপে ফেলতে পারতো কিউইরা। কাইল জেমিসনের এক ইনসুইং জাকিরের বাঁ প্যাডে লাগলে জোরালো আবেদন করে টিম সাউদির দল। আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নেন সাউদি। তবে ইন-সাইড এজের বদৌলতে সে যাত্রায় বেঁচে যান জাকির।

তবে বিপত্তি আসা শুরু হলো স্পিন আক্রমণ আসার পরেই। ম্যাচের আগেই বোঝা গিয়েছিল এখান এবারতি সুবিধা পাবেন স্পিনাররা। একাদশের মিলল তার সত্যতা, শেষে ম্যাচ চলাকালে। ১৩তম ওভারে প্যাটেলের এক বল অফ-স্ট্যাম্পের অনেকটা বাইরে পড়ে লম্বা টার্ন নিয়ে সরাসরি আঘাত করে স্ট্যাম্পে।

এরপর মাঠে নেমে শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন শান্ত। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে ছক্কা দিয়ে ইনিংস শুরু করেন বাঁহাতি এই ব্যাটার। সেই অ্যাজাজ প্যাটেলকেই মারেন তিন ছক্কা। তার এই আগ্রাসনেরই যেন সুযোগ নিল সফরকারীরা। ২৫তম ওভারে কিউই অধিনায়ক বল থামালেন পার্ট-টাইম বোলার গ্লেন ফিলিপসের হাতে। দ্বিতীয় বলেই ধীরগতির এক ফুল টস বলে টাইমিং ঠিকঠাক করতে না পারায় ক্যাচ তুলে দেন। সেখানে কেন উইলিয়ামসন দারুণ এক ক্যাচ নিলে থামে ৩৫ বলের শান্তর ৩৭ রানের ইনিংস।

তবে সেই ধাক্কা অনেকটাই সামলে নিয়েছিল জয়-মমিনুল জুটি। যদিও পরে সেই স্পিনারেই ঘটে ফের বিপত্তি। দলীয় ১৮০ রানের মাথায় গ্লেন ফিলিপসের স্ট্রেইট ডেলিভারি মমিনুলের ব্যাটের নিচের কানায় লাগলে পেছেন থেকে তা তালুবন্দি করেন কিউই উইকেটরক্ষক টম ব্লান্ডেল। ৭৮ বলে ৩৭ রানে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।

চা বিরতির আগে সেখানেই মূলত থামে বড় ইনিংসের ভিত। বাকি ব্যাটাররা ছিলেন নিয়মিত যাওয়া-আসার মধ্যেই। থিতু হওয়ার পথে এগোনে মুশফিক (১২), মিরাজ (২০) ফেরেন ভুল শটে। শেষ পর্যন্ত ৮৫ ওভার শেষে আম্পায়ার ফেলে দেন স্ট্যাম্পের বেল। 

সেখান থেকে রান বাড়ানোর আশায় দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন তাইজুল-শরিফুল। তবে প্রথম বলেই টিম সাউদির লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন শরিফুল (১৩)। 

কিউইদের মূল বোলারদের ছাপিয়ে শান্তরা এদিন পড়েছে পার্ট-টাইম বোলারের জুজুতে। নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামা এবং লাল বল হাতে নিজের প্রথম ইনিংসে চার উইকেট নেন গ্লেন ফিলিপস। তার প্রথম শিকার, ঝোড়ো শুরু পাওয়া বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট। এরপর একে একে মমিনুল, দিপু, সোহানের উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ব্যাটিং ধ্বসের গুরু দায়িত্ব পালন করেন ফিলিপস। জেমিসন ও প্যাটেল নেন দুটি করে উইকেট।

দিনেই শুরুতেই ব্যাটিংয়ের সুযোগ পেল কিউইরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার শেষে ১১ রান করেছে সফরকারীরা।

;