এক ওভারে নাসুমের দুই উইকেট, বিপাকে কিউইরা



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নিয়ন্ত্রিত বোলিংয়ের পুরস্কার পেলেন নাসুম আহমেদ। তিন বলের মধ্যে উইল ইয়াং এবং রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে আবারও ম্যাচের লাগাম এনে দিলেন বাংলাদেশের হাতে। ১২৩ রানে পঞ্চম উইকেট হারাল নিউজিল্যান্ড।

নিজের প্রথম ছয় ওভারের মধ্যে তিনটি মেডেন দিয়েছিলেন নাসুম। স্লো পিচ থেকে টার্ন আর বাউন্স আদায় করে ব্যাটারদের জন্য ত্রাস হয়ে দাঁড়িয়েছিলেন ইনিংসের শুরু থেকে। তবে উইকেট তার কাছে সোনার হরিণ হয়েই থেকেছিল।

অবশেষে কোটার সপ্তম ওভারে উইকেটের ফাঁড়া কাটল তার। একটি নয়, দুটি উইকেট এল নাসুমের ঝুলিতে। সেটাও আবার তিন বলের মধ্যে। প্রথমে ফিফটি করা উইল ইয়াংকে (৫৮) ফেলেছেন স্টাম্পিংয়ের ফাঁদে, আর নতুন ক্রিজে আসা রবীন্দ্র (০) রানের খাতা খোলার আগেই সুইপ করতে গিয়ে ফিরেছেন এলবিডব্লিউ হয়ে।

এর আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তবে কিউই ইনিংসের বয়স যখন মোটে ৪.৩ ওভার, তখনই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। তাতে দুই ঘণ্টা বন্ধ থাকে খেলা। যার ফলে ইনিংসের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে।

   

ক্রিকেটারকে চড় মেরেছেন কিনা প্রশ্নে রেগে আগুন হাথুরু



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহ

হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহ

  • Font increase
  • Font Decrease

গত কিছুদিন ধরেই সরগরম বাংলাদেশের ক্রিকেট অঙ্গন! কয়েকটি গণমাধ্যমে বলা হচ্ছে বিশ্বকাপ চলাকালীন একজন ক্রিকেটারকে শারীরিক হেনস্থার করেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহ। আর সেই ক্রিকেটারের নাকি নাসুম আহমেদ! যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেউ এনিয়ে মুখ খোলেননি। কিন্তু এবার এনিয়ে প্রশ্নের মুখে পড়লেন খোদ হাথুরু।

যদিও বাংলাদেশের হেড কোচ এমন অভিযোগ উড়িয়ে দিলেন। তার দাবি, তাকে নিয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এ ধরনের কাজ তার মতো মানুষ নন তিনি।

মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ ক্ষেপে যান বাংলাদেশের হেড কোচ হাথুরুসিংহে। সংবাদ সম্মেলন শেষ করে বেরিয়ে যখন যাবেন তখনই এক সংবাদকর্মী তাকে প্রশ্ন করে, নাসুম আহমেদকে চড় মারার যে খবর চাউর হয়েছে সংবাদমাধ্যমে, তাতে আদৌ সত্যতা আছে কিনা।

প্রশ্নটি শুনে প্রথমে বাংলাদেশের গণমাধ্যমের মান নিয়ে প্রশ্ন তোলেন হাথুরুসিংহে। এরপরই বলেন, ‘যারা আমাকে একটু হলেও চেনে, তারা জানে যে এ রকম কিছু করার মতো লোক আমি নই।’

নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটের দল থেকে নাসুমের বাদ পড়ার বিষয়টি গুজবের পালে হাওয়া দিয়েছে। অনেকেই নাসুমের দল থেকে বাদ পড়ার পেছনে হাথুরুর সঙ্গে এই বাঁহাতি স্পিনারের সম্পর্কে অবনতির বিষয়টিকে সামনে এনেছেন।

অবশ্য এই বিষয়টি নিয়ে এতদিন হাথুরুসিংহে, নাসুম বা বোর্ড কর্তৃপক্ষ কথা বলছেন না। তবে আজ বিষয়টি নিয়ে হাথুরু মুখ খুললেন। মুখ খুলেই, কখনো ‘রাবিশ’ আবার কখনো ‘বুলশিট’ শব্দ বেরিয়ে এসেছে তার মুখ থেকে।

এদিকে বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে বিসিবির তদন্তে এই বিষয়টিরও গোমর খুলবে বলে জানালেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস, ‘যেহেতু (বিশ্বকাপ ব্যর্থতার) তদন্ত হচ্ছে, তাই এখন কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কিছু (চড় মারার ঘটনা) ঘটে থাকলে তদন্তে বেরিয়ে আসবে। বিশ্বকাপের সময় কলকাতায় থাকার সময় এটা শুনেছিলাম। ওটা চড় ছিল নাকি ধাক্কা বা অন্য কিছু, তা আমরা স্পষ্ট জানতাম না। তা ছাড়া ওখানে দলের সঙ্গে টিম ডিরেক্টর এবং ম্যানেজারও ছিলেন। কিছু ঘটে থাকলে তাদের জানার কথা।’

;

মিরপুরে নিউজিল্যান্ডের তুরুপের তাস হবেন কে, জানালেন সাউদি



বার্তা ২৪ স্পোর্টস
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সিলেট টেস্টের উইকেট স্পোর্টিং হলেও সে ম্যাচে দাপট দেখিয়েছেন স্পিনাররাই। ম্যাচে ৪০ উইকেটের মধ্যে ৩২টিই গেছে স্পিনারদের ঝুলিতে। তবে মিরপুরের উইকেট বরাবরই স্পিনবান্ধব হয়, যা কমবেশি প্রায় সবারই জানা আছে। এমনকি এই মাঠে বাংলাদেশ দল এর আগেও স্পিন-জ্বরে ভুগিয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলগুলোকে। তাই তো সবমিলিয়ে আরেকটি স্পিন যুদ্ধের অপেক্ষায় আছেন কিউই অধিনায়ক টিম সাউদি।

২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড। তবে এই ম্যাচকে সামনে রেখে নিজেদের স্পিনের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত করছে নিউজিল্যান্ড। এমনটি ম্যাচপূর্ব প্রেস কনফারেন্সে জানিয়েছেন কিউই অধিনায়ক টিম সাউদি।

তিনি বলেন, 'এই কন্ডিশনে স্পিন বড় ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশিত। প্রথম টেস্টে তা–ই হয়েছে। এখানেও তা–ই হওয়ার কথা। তবে এটা ঠিক, কাইল (জেমিসন) সিলেটে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছে। এই কন্ডিশনে তাকেও বেশ ভয়ঙ্কর মনে হয়েছে। তবে এখানে সব সময়ই লড়াইটা হবে স্পিনের। এটাই প্রত্যাশিত। দ্বিতীয় টেস্টেও তা–ই হবে হয়তো।'

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের আগে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। তাই মিরপুরে শুরু হতে যাওয়া এই টেস্টে বাংলাদেশের বিপক্ষে নিজেদের লেগস্পিনার ইশ সোধিকেই তুরুপের তাস মনে করছেন সাউদি।

তিনি বলেন, 'টেস্টে সে ভালো করেছে এবং ওয়ানডেতেও তার সাফল্য আছে। কিন্তু আমরা বোলিং গ্রুপ হিসেবে প্রথম টেস্টের চেয়ে ভালো পারফরম্যান্স করতে চাই এবং চাপ তৈরি করতে চাই। আমরা জানি এখানে স্পিন বড় ভূমিকা রাখে আমার মনে হয় আমাদের আরও দীর্ঘ সময় ধরে ভালো খেলতে হবে।”

;

ঢাকা টেস্টের আগে দিনের অনুশীলনে নাঈমের চোট 



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

সিলেট টেস্টে দাপুটে জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। এতে ঘরের মাটিতে আরও একটি ইতিহাস গড়ার অপেক্ষায়। কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের। আগামীকাল (বুধবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ম্যাচটি। এর আগেই দুঃসংবাদ পেল স্বাগতিকরা। মিরপুরে আজ (মঙ্গলবার) শেষ সময়ের অনুশীলনে চোট পান ডানহাতি স্পিনার নাঈম হাসান।

এরপরই তাকে নেট থেকে সরিয়ে প্রাথমিক চিকিৎসা দেন দলের ফিজিও বায়েজিদ ইসলাম। তার ডানহাতের তর্জনী থেকে রক্তক্ষরণ হয়েছে। তবে চোট কতটা গুরুতর তা এখন পর্যন্ত জানা যায়নি।

নেটে মূলত ব্যাটিং অনুশীলনের সময় এই চোট পান নাঈম। অপর প্রান্তে তখন বল করছিলেন মুকিদুল ইসলাম মুগ্ধ। 

সিলেট টেস্টে স্পিনার অংশের গুরু দায়িত্ব পালন করেছেন তাইজুল ইসলাম। তবে তাকে বেশ ভালো সঙ্গ দিয়েছেন নাঈম। দুই ইনিংস মিলিয়ে তিন উইকেট পেলেও তার বল মোকাবেলায় প্রায় সময়ই বেগ পেতে হয়েছে কিউই ব্যাটারদের।

;

‘শান্তর নেতৃত্ব অসাধারণ’



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

সাকিব আল হাসান ইনজুরিতে, লিটন দাস পারিবারিক কারণে আছেন এক মাসের লম্বা ছুটিতে। তাতেই আরও একবার কপাল খুলে নাজমুল হোসেন শান্তর। বিশ্বকাপ আগেই কিউই সিরিজে পেয়েছিলেন ওয়ানডে দলের নেতৃত্বের সুযোগ। সেই খুব একটা স্মরণীয় করতে পারেননি তিনি। তবে বিশ্বকাপের পরেই লাল বলের ক্রিকেটে দেখালেন বাজিমাত।

টেস্ট নিজের ক্যাপ্টেন্সির অভিষেকে করলেন সেঞ্চুরি, বাংলাদেশের হয়ে যেকোনো অধিনায়কের জন্য যা প্রথম। সিলেটের সেই টেস্টে পেলেন জয়ের দেখা। এরপরই তার নেতৃত্বের প্রশংসায় মেতেছেন নানা মহলের মানুষ। সেই দলে নাম লেখালেন দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। আজ (মঙ্গলবার) দ্বিতীয় টেস্টকে সামনে রেখে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্তর নেতৃত্ব নিয়ে কথা বলেন হাথুরুসিংহে। ভবিষ্যতে নিয়মিত অধিনায়কের দৌড়ে শান্তকে ভালোভাবেই এগিয়ে রাখছেন তিনি।

হাথুরুসিংহে বলেন, ‘অধিনায়কত্ব আর নেতৃত্ব দুটো কিন্তু আলাদা বিষয়। অধিনায়কত্বটা সে (শান্ত) দারুণ করেছে। ম্যাচে সে সবসময় এক ধাপ এগিয়ে ছিল। দারুণ ফিল্ডিং সাজিয়েছে। কখনো আন-অর্থোডক্স ছিল, কিন্তু বেশ সফল ছিল।’

অধিনায়ক আর নেতৃত্ব আলাদা করে তার দুটি দিকেরই প্রশংসা করেছেন হাথুরুসিংহে। এবং তাকে সামনেও অধিনায়ক হিসেবে দেখতে মুখিয়ে আছেন। তিনি আরও বলেন, ‘নেতৃত্বের দিক থেকেও শান্ত বেশ ভালো ছিল। সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। বিষয়টা বেশ ভালো, আমার মনে হয় তার সামনে লম্বা একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। সে অধিনায়ক থাকবে কি না, সে বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। তাকে আমি অধিনায়কত্বের জোর দাবিদার হিসেবেই দেখছি।’

ঘরের মাটিতে টেস্ট সিরিজ শেষে কিউই সফরের যাবে বাংলাদেশ। সেখানে সাদা বলের দুই ফরম্যাটেরই সিরিজ খেল্বেন শান্ত-মিরাজরা। সফরটির দুই দলের নেতৃত্বের দায়িত্বও পেয়েছেন শান্ত। 

 

;