মোস্তাফিজের জোড়া আঘাতে বিপদে নিউজিল্যান্ড

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগের ওভারে মেডেন নিয়ে চাপ বাড়িয়েছিলেন নাসুম আহমেদ। পরের ওভারের প্রথম বলে সে চাপেই ভেঙে পড়লেন ফিন অ্যালেন। মোস্তাফিজুর রহমানের বলে উইকেটের পেছনে ক্যাচ হয়ে ফিরলেন। ডান দিকে ঝাঁপিয়ে দর্শনীয় এক ক্যাচে অ্যালেনকে ফেরানোয় বড় ভূমিকা রেখেছেন দীর্ঘ সময় পর দলে ফেরা উইকেটকিপার নুরুল হাসান সোহান। ২০ বলে ৯ রান করে ফিরেছেন অ্যালেন।

নিজের পরের ওভারে তিনে নামা চ্যাড বোয়েসকেও তুলে নিয়েছেন মোস্তাফিজ। বোয়েসও আউট হয়েছেন অ্যালেনের মতোই উইকেটের পেছনে সোহানের তালুবন্দি হয়ে। ৩ বলে মাত্র ১ রান করেই সাজঘরের পথ ধরতে হয় তাকে। ১৬ রানেই ২ উইকেট হারিয়ে বেশ বিপদেই পড়েছে সফরকারীরা।

বিজ্ঞাপন

মোস্তাফিজ যে দুই ওভারে উইকেট পেয়েছেন, তার ঠিক আগের ওভার দুটি মেডেন দিয়েছেন স্পিনার নাসুম। মানেটা এমন দাঁড়াচ্ছে যে, নাসুম চাপ বাড়াচ্ছেন আর সে চাপমুক্ত হতে গিয়ে মোস্তাফিজের ওভারে উইকেট বিলিয়ে ফিরছেন কিউইরা।

এর আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তবে কিউই ইনিংসের বয়স যখন মোটে ৪.৩ ওভার, তখনই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। তাতে দুই ঘণ্টা বন্ধ থাকে খেলা। যার ফলে ইনিংসের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে।