গম্ভীরের হৃদয়ের রাজা শাহরুখ



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গত ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর থেকেই বিশ্বব্যাপী শুরু হয়েছে জওয়ান ঝড়। দুই সপ্তাহের মধ্যেই বক্স অফিসে রেকর্ড গড়েছে শাহরুখ খান অভিনীত সিনেমাটি। মুক্তির ১৪ তম দিনে এসে সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে ৫১৮ কোটি ভারতীয় রুপি। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা সম্প্রতি দেখে এসেছেন ভারতীয় সাবেক ওপেনার গৌতম গম্ভীর। এরপর দেখা করেছেন তার সাবেক ক্লাব কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখের সঙ্গেও। যেই ছবিটি নিজের টুইটারে শেয়ার করে ভক্তদের জানিয়েছেন গম্ভীর।

লম্বা সময় কলকাতার নেতৃত্ব দিয়েছেন গম্ভীর। তার নেতৃত্বে নতুন উচ্চতায় পৌঁছায় বলিউড কিং শাহরুখের ফ্র্যাঞ্চাইজিটি। সে সময়ই এ দু’জনের মধ্যে গড়ে উঠে বন্ধুত্ব। সেই বন্ধুত্বের কারণেই এবার জওয়ান সিনেমা দেখার পর শাহরুখের সঙ্গে দেখা করেছেন গম্ভীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শাহরুখকে হৃদয়ের রাজা বলেও প্রশংসায় ভাসিয়েছেন ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী এই ওপেনার।

শাহরুখ খানের সঙ্গে নিজের দেখা করার একটি ছবি পোস্ট দিয়ে গম্ভীর ক্যাপশনে লিখেছেন, ‘তিনি শুধু বলিউডের রাজা নন, হৃদয়ের রাজা। তার সঙ্গে যতবার দেখা হয় আমি সীমাহীন ভালবাসা এবং শ্রদ্ধা নিয়ে ফিরে যাই। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এসআরকে সবার সেরা।’

শাহরুখকে প্রশংসায় ভাসানো এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেই লুফে নিয়েছে তাদের ভক্তরা। ৩০ মিনিটেরও কম সময়ে ১ হাজারেরও বেশি মানুষ পোস্টটি শেয়ার করেছে। কমেন্ট বক্সেও জওয়ানের প্রশংসা করছে তারা।

   

ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ব্রাজিল!



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সময়টা পক্ষে নেই। ২০২২ বিশ্বকাপে হট ফেভারিট হিসেবে গিয়ে শূন্য হাতে ফেরা, ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে তো হারের হ্যাটট্রিকই করে বসেছে নেইমারের দেশ। এবার দেশটির ফুটবল প্রশাসনেও শুরু হয়েছে অস্থিরতা। যার ফলে অদূর ভবিষ্যতে দেশটিকে ফিফার নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে।

দেশটির ফুটবলের সর্বোচ্চ সংস্থা ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতিকে পদচ্যুত করেছে দেশটির আদালত। ফিফার নিয়ম অনুযায়ী কোনো সদস্য দেশের ফুটবল ফেডারেশনে সরকার বা আদালত হস্তক্ষেপ করলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠোর সিদ্ধান্ত নেয়া হতে পারে।

গেল বছর ব্রাজিল ফুটবলের প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি হিসেবে পদে এসেছিলেন এদনালদো রদ্রিগেজ। তবে তার এই পদে নির্বাচিত হওয়ার প্রক্রিয়ায় ত্রুটি খুঁজে পেয়েছে দেশটির আদালত। যে কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সভাপতির পদ থেকে। তার জায়গায় জোসে পেদ্রিজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন সভাপতিকে আগামী ৩০ দিনের মধ্যে নতুন নির্বাচন ডাকতে হবে।

২০২২ সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন রদ্রিগেজ, তবে  রিও ডি জেনিরোর আদালত সে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের আভাস পেয়েছে। সিবিএফ ও রিও ডি জেনিরোর পাবলিক প্রসিকিউটরদের মধ্যে এক চুক্তির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হয়েছিল। সে কারণে এই নির্বাচনের ফলাফলও প্রত্যাখ্যান করেছে আদালত, যার ফল পদ হারাতে হলো রদ্রিগেজকে।

;

বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টে গলফারদের প্রাণের মেলা



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রত্যয় ভাস্কর্য থেকে শুরু করে ক্লাব ভবন, প্রধান সব গেইট, সবুজ গাছ আর গলফের বিশাল ক্যানভাসে বর্ণিল আলোকসজ্জা। মাঠের মাঝখানে রঙিন ফোয়ারা। জমকালো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বসেছিল নানা বয়সী গলফারদের প্রাণের মেলা।

শুক্রবার (৮ ডিসেম্বর) নৈসর্গিক সৌন্দর্যের কেন্দ্র ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে (বিজিসিসি) দ্বিতীয় বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণের চিত্র ছিল এমনই।

'প্লে গলফ লিভ লং' স্লোগানে দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে সিনিয়র, লেডি ও জুনিয়র গ্রুপে ২১৫ গলফার অংশ নিয়েছেন। এবার বিজয়ী হয়েছেন কর্নেল মো. এনামুল ইসলাম, রানার আপ লে. কর্নেল মো. আবু ফয়সাল তুষার। জুনিয়র গ্রুপে উইনার মাস্টার মুহতাসিম ইসলাম, রানার আপ মাস্টার ফারহানুল ইসলাম। সিনিয়র গ্রুপে উইনার জে কে ক্যাং, রানার আপ লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ। আর লেডিস গ্রুপে উইনার মিস মাহিবাহ মাহসিন উদ্দিন, রানার আপ মিসেস কিম ইন সুক।

টুর্নামেন্টে বেস্ট গ্রস মেহেরুস উদ্দিন, সেকেন্ড বেস্ট গ্রস স্থপতি এএএম মুজাহিদ বেগ, সেকেন্ড রানার আপ কফিল উদ্দিন ইউসুফ, বেস্ট ফ্রন্ট নাইন কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, বেস্ট ব্যাক নাইন কমান্ডার ইমতিয়াজ উদ্দিন মো. সাবির, নাইন হোল উইনার মোহাম্মদ সাজ্জাদুর রহমান, নাইন হোল বেস্ট গ্রস মোহাম্মদ সেলিম, নাইন হোল রানার আপ ড. মো. শহিদুল্লাহ চৌধুরী, লংগেস্ট ড্রাইভ (হোল নম্বর-৯) ড. আবু খালেদ মুহাম্মদ ইকবাল, নিয়ারেস্ট টু পিন (হোল নম্বর-১৫) মোহাম্মদ সাইফুদ্দিন মামুন, বেস্ট পার থ্রি এস কেয়াং চুল অ্যান (গ্রস-১৩) ও বেস্ট পার ফাইভ এস মেজর (অব.) মো. মোকাদ্দেস হোসেন (গ্রস-১৯)।

সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, চট্টগ্রামের এরিয়া কমান্ডার এবং ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। বিশেষ অতিথি ছিলেন এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন। তিনি বলেন, গলফকে জনপ্রিয় করতে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বসুন্ধরা। বসুন্ধরার মতো বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গলফ খেলার প্রসারে এগিয়ে আসায় ধন্যবাদ জানান গলফাররা। তারা বলেন, এতে পেশাদার গলফাররা প্রেরণা পাবেন। তরুণরা এ খেলায় এগিয়ে আসবেন।

সকালে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ৭ এডিএ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সোহরাব হোসেন ভুঁইয়া, কর্নেল ইমরুল, মেজর এমদাদুল ইসলাম (অব.), নির্বাহী কর্মকর্তা মেজর মো. মোকাদ্দেস হোসেন  (অব.), মি. রুবাইয়াত তানভীর প্রমুখ।

এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এবিজি বসুন্ধরা ও পকেটের পৃষ্ঠপোষকতায়।

;

উইকেট নিয়ে উচ্চবাচ্যে নাঈমের কড়া জবাব



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

‘বাংলাদেশ ১৮০-২০০ রান করলেই সেটা তাড়া করা কঠিন হবে’ - তৃতীয় দিনের খেলার শেষে এমন ইঙ্গিত দিয়েছিলেন কিউই অলরাউন্ডার গ্লেন ফিলিপস। দিনের খেলা শেষে বাংলাদেশের পক্ষে সংবাদ সম্মেলনে আসা স্পিনার হাসানের ভাবনাও অনেকটা তেমনই। চতুর্থ দিনে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা ‘অন্তত’ ২০০ রান তো স্কোরবোর্ডে চাইবেন-ই।

ঢাকা টেস্টে মিরপুরের উইকেটের আচরণ আগের মতোই। ঘূর্ণি বোলারদের জন্য স্বপ্ন, বাকি সবার দুঃস্বপ্ন। এমন উইকেটে বড় স্কোরের চেয়ে বরং লড়াকু পুঁজি সংগ্রহের দিকে নজর থাকে দলগুলোর। নাঈম হাসানকে তাই প্রশ্ন করা হয়েছিল - নিউজিল্যান্ডকে কত রানের লক্ষ্য দিলে স্বস্তি পাবেন তারা,  ‘আমার মনে হয় আমরা যত লম্বা সময় ব্যাটিং করতে পারি আমাদের জন্য ভালো। ২০০-২২০ রান করতে পারলে ইনশাল্লাহ আমরা ডিফেন্ড করতে পারবো’ - বলেন নাঈম।

উইকেট নিয়ে ফিলিপসের ভাবনার সঙ্গে মিলে গেল নাঈমের কথা, ‘বোলিংয়ে সমস্যা হচ্ছে না। প্রথম দিনের তুলনায় আজকের ব্যাটিংয়ের জন্য উইকেটটা একটু ভালো ছিল।’

উইকেট ব্যাটিংয়ের জন্য আক্ষরিক অর্থেই ‘একটু’ ভালো ছিল, এর বেশি নয়। তা না হলে কী প্রথম ইনিংসে দুই দলের সব ব্যাটার মিলে কেবল একটা ফিফটির দেখা পেতেন!

তবে উইকেটের বোলিং সহায়ক আচরণকে মোটেও অন্যভাবে দেখছেন না নাঈম, ‘উইকেট যাই হোক আমাকে খেলতে হবে, কোনো অজুহাত দেওয়া যাবে না। এখন যদি আমাকে ফ্ল্যাট উইকেটে খেলতে বলা হয় তাহলে কি আমি বলব আমি বোলিং করব না? ওটা তো বলতে পারব না। এই উইকেটে ব্যাটাররা ব্যাট করছে, রান করছে। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। উইকেট যেমনই হোক ভালো টোটাল করতে হবে আর বোলিংয়ে ভালো করতে হবে।’

;

এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে শাম্মী



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশের পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন শাম্মী নাসরিন। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনায়াসে তিন মন ওজন কাঁধে তুলছেন ৫০ এ পা দেয়া এই ক্রীড়াবিদ। দেশের সীমানা পেরিয়ে সেই তিনি এবার লড়বেন এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে। লড়বেন বাংলাদেশকে সম্মান এনে দিতে।

আগামী ১০ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর মালয়েশিয়ায় বসতে যাওয়া আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শাম্মী। বাংলাদেশ পাওয়ারলিফটিং এসোসিয়েশনের গড়া সেই দলে শাম্মীর মতো বাংলাদেশকে গৌরব এনে দিতে লড়বেন তাহসিন আলী, আরাফিউ সাদ, সাদমান জেড, মাইকেল ও তাহমিদ আদনান।

বাংলাদেশের হয়ে প্রতিযোগিতাটিতে অংশ নেবেন বাংলাদেশ পাওয়ারলিফটিং এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব জনাব মমিনুল হক। তবে অন্য প্রতিযোগীদের মতো ভারোত্তোলন করবেন না তিনি। ভারোত্তোলন কারীদের মধ্যে থেকে সঠিক একজনকে বেছে নিতে রেফারি হিসেবে কঠিন দায়িত্ব সামলাবেন তিনি।

;