আমি ইন্টার মিয়ামিতে যাচ্ছি: মেসি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

অবশেষে নতুন গন্তব্য নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় বুধবার রাতে নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যাচ্ছেন তিনি। প্যারিসে নিজের বাড়িতে স্প্যানিশ আউটলেট স্পোর্ট ও মুন্ডো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন বলেছেন, ‘আমি ইন্টার মিয়ামিতে যাচ্ছি। এটা এখন শতভাগ নিশ্চিত।’

পিএসজি ছেড়ে দেওয়ার ঘোষণার পর মেসির সম্ভাব্য দল নিয়ে নানামুখী জল্পনা ছিল। শোনা যাচ্ছিল বার্সেলোনায় প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে বিশ্বকাপ জয়ী তারকার। আবার সৌদি ক্লাব আল হিলালের কথাও শোনা যাচ্ছিল। কিন্তু সৌদি ক্লাবটির লোভনীয় প্রস্তাবেও তিনি সাড়া দেননি। তার কারণ কী? মেসি সাক্ষাৎকারে এর ব্যাখ্যা দিয়েছেন, ‘যদি টাকার জন্যই হতো তাহলে আমি সৌদি আরব কিংবা অন্য কোথাও যেতে পারতাম। এটা অনেক অর্থ আমার কাছে। কিন্তু বিষয়টা টাকার জন্য নয়। এই মুহূর্তে ফোকাসের বাইরে থাকতে চাই, পরিবার নিয়েই বেশি ভাবতে চাই আমি। গত দুই বছর পরিবারের জন্য সময়টা ভালো যায়নি।’

বার্সায় প্রত্যাবর্তন নিয়েও মেসি কথা বলেছেন। কিন্তু দুই বছর আগে মেসিকে ইচ্ছার বিরুদ্ধে ক্লাবটি ছাড়তে হয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতার কথা ভুলে যাননি তিনি, ‘আমি বার্সায় ফিরতে চেয়েছি। সেখানে ফেরার জন্য মুখিয়েও ছিলাম। কিন্তু সর্বশেষবার যে অভিজ্ঞতা হয়েছিল, একই পরিস্থিতিতে আবার পড়তে চাইনি। নিজের ভবিষ্যৎ অন্য কারো হাতে দিতে চাইনি। শুনেছি তাদের সেজন্য খেলোয়াড় বিক্রি করতে হতো বা তাদের সেলারি কমাতে হতো। সত্যি কথা হলো আমি এসবের মধ্যে যেতে চাইনি। এসবের জন্য দায়ী হতে চাইনি। আমি এসবে ক্লান্ত।’

তবে নিজের আক্ষেপের কথাও জানিয়ে রেখেছেন ৩৫ বছর বয়সী, ‘বার্সায় ফেরার স্বপ্নটা আমার ছিল। আমি ইনিয়েস্তা, বুসকেৎজ, জর্ডি আলবা, জাভির মতো বিদায় পেলে খুশি হতাম। বার্সা ভক্তদের কাছে নিজের নাম শোনার অনুভূতিটা অন্যরকম। কিন্তু আমি সেখানে নেই..।’

মেসি আরও জোর দিয়ে বলেছেন টাকা কখনোই তার কাছে বড় বিষয় ছিল না। বার্সার সঙ্গে ক্লাবটিতে ফেরা নিয়ে কথা হলেও চুক্তি নিয়ে কখনও আলোচনা হয়নি তার, ‘টাকা আমার কাছে কোনও বিষয় ছিল না। বার্সেলোনার সঙ্গে আমার চুক্তি নিয়ে কথা হয়নি। তারা প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেটা কখনও অফিশিয়াল, লিখিত বা সই করা প্রস্তাব ছিল না। বেতন নিয়েও আমরা কথা বলিনি। টাকার বিষয় হলে আমি সৌদি আরব যেতাম।’

মেসি তাই প্রশ্ন তুলেছেন যে বার্সা আসলেই তাকে চেয়েছিল কিনা, ‘আমি জানি না বার্সা আসলেই আমাকে ফেরানোর সব চেষ্টা করেছিল কিনা। শুধু জানি জাভি কী বলেছিল। আমি নিশ্চিত ক্লাবটাতে কিছু লোক রয়েছে যারা চায় না যে আমি বার্সায় ফিরি।’

বিশ্বকাপ ও সাতটি ব্যালন ডি’অর জয়ী মেসি এবারই প্রথম ইউরোপের বাইরে খেলতে যাচ্ছেন। যে লিগটি আবার বুড়োদের লিগ বলেও পরিচিত। মেসির নতুন গন্তব্য ইন্টার মিয়ামির অন্যতম মালিক আবার সাবেক রিয়াল মাদ্রিদ, পিএসজি তারকা ডেভিড বেকহ্যাম। মেসি অবশ্য জানিয়েছেন, তিনি ইউরোপেই থাকতে চেয়েছিলেন, ‘ইউরোপের অন্য ক্লাব থেকেও প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সেগুলো বিবেচনায় নেইনি। কারণ আমার লক্ষ্য ছিল বার্সায় ফেরা। যেহেতু এই চুক্তি আর বাস্তবায়িত হয়নি। এখন মিয়ামিতে ভিন্ন কিছু করার চেষ্টা করছি।’

দুই বছর পিএসজিতে কাটানো অধ্যায় নিয়েও মেসি কথা বলেছেন। জানিয়েছেন, সেখানে মোটেও ভালো ছিলেন না তিনি, ‘পিএসজির দুই বছর আমার ভালো যায়নি। উপভোগও করিনি। যা আমার পারিবারিক জীবনের ওপর প্রভাব ফেলেছিল।’

   

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে ভেসে গেল প্রথম ওয়ানডে



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বৃষ্টিতে পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে। বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই, তবে বৃষ্টি-বাধায় এক ইনিংসও খেলা হবে না, এমনটা হয়ত কেউই ভাবেননি। তবে মিরপুরে আজ সেটাই হয়েছে। বৃষ্টি-বাধায় টস হেরে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের ইনিংস শেষের আগেই পণ্ড হয়েছে ম্যাচ।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ ম্যাচ শুরুর আগেই বৃষ্টি হানা দেয়। টসের পর শুরু হওয়া সে বৃষ্টি অবশ্য থেমে যেতে সময় লাগেনি। তবে কিউই ইনিংসের বয়স যখন মোটে ৪.৩ ওভার, তখন আবারও বৃষ্টির বাগড়া কেড়ে নেয় দুই ঘণ্টা। যার ফলে ইনিংসের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে।

এরপর বেশ খানিকটা সময় নির্বিঘ্নে চলেছে খেলা। তবে নিউজিল্যান্ড ইনিংসের ৩৪তম ওভারের সময় আবারও ফিরে আসে বৃষ্টি। এবার আর হালকা বৃষ্টিপাত নয়, একেবারে বজ্রবৃষ্টি। সময়ের সঙ্গে বৃষ্টির ধারে এতটাই বেড়ে যায় যে, মাঠের তিনটি ফ্লাডলাইট নিভিয়ে দিতে হয়। অন্তত ২০ ওভারের ইনিংস ধরে খেলা চালিয়ে নিতে হলে ম্যাচ শুরু করতে হত রাত ৯ টা ৬ মিনিটের মধ্যে। তবে মুষলধারে বৃষ্টি দেখে আম্পায়ররা সে পর্যন্ত অপেক্ষা করতে করেননি। ৪০ মিনিট আগেই নিয়েছেন ম্যাচ বাতিলের সিদ্ধান্ত।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে সফরকারী নিউজিল্যান্ড। দারুণ বোলিংয়ে শুরু থেকেই কিউইদের চেপে ধরে বাংলাদেশ। মাত্র ১৬ রানের মধ্যে নিউজিল্যান্ডের দুই উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান।

তৃতীয় উইকেট মিরপুরে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড ৯৭ রানের জুটি গড়েন উইল ইয়াং (৫৮) এবং হেনরি নিকোলস (৪৪)। নিজের দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরে এই জুটি ভাঙেন মোস্তাফিজ। নিকোলসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বাংলাদেশকে ম্যাচে ফেরান এই বাঁহাতি পেসার।

এরপর মাত্র তিন বলের মধ্যে ইয়াং এবং রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে ম্যাচের লাগাম বাংলাদেশের হাতে এনে দেন স্পিনার নাসুম আহমেদ। হাতের মুঠোয় থাকা ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় হতাশই হতে হলো বাংলাদেশকে।

 

;

এক ওভারে নাসুমের দুই উইকেট, বিপাকে কিউইরা



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নিয়ন্ত্রিত বোলিংয়ের পুরস্কার পেলেন নাসুম আহমেদ। তিন বলের মধ্যে উইল ইয়াং এবং রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে আবারও ম্যাচের লাগাম এনে দিলেন বাংলাদেশের হাতে। ১২৩ রানে পঞ্চম উইকেট হারাল নিউজিল্যান্ড।

নিজের প্রথম ছয় ওভারের মধ্যে তিনটি মেডেন দিয়েছিলেন নাসুম। স্লো পিচ থেকে টার্ন আর বাউন্স আদায় করে ব্যাটারদের জন্য ত্রাস হয়ে দাঁড়িয়েছিলেন ইনিংসের শুরু থেকে। তবে উইকেট তার কাছে সোনার হরিণ হয়েই থেকেছিল।

অবশেষে কোটার সপ্তম ওভারে উইকেটের ফাঁড়া কাটল তার। একটি নয়, দুটি উইকেট এল নাসুমের ঝুলিতে। সেটাও আবার তিন বলের মধ্যে। প্রথমে ফিফটি করা উইল ইয়াংকে (৫৮) ফেলেছেন স্টাম্পিংয়ের ফাঁদে, আর নতুন ক্রিজে আসা রবীন্দ্র (০) রানের খাতা খোলার আগেই সুইপ করতে গিয়ে ফিরেছেন এলবিডব্লিউ হয়ে।

এর আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তবে কিউই ইনিংসের বয়স যখন মোটে ৪.৩ ওভার, তখনই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। তাতে দুই ঘণ্টা বন্ধ থাকে খেলা। যার ফলে ইনিংসের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে।

;

সেই মোস্তাফিজই এনে দিলেন ব্রেকথ্রু



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে চালকের আসনে বসিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। শুরুর ধাক্কা সামলে নিউজিল্যান্ডকে এগিয়ে নিচ্ছিলেন উইল ইয়াং এবং হেনরি নিকোলস। বাংলাদেশের অন্য বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করলেও উইকেটের দেখা পাচ্ছিলেন না। নিজের দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরে মোস্তাফিজকে এনে দিতে হলো আরাধ্য ব্রেকথ্রু।

১৬ রানে ২ উইকেট হারানো নিউজিল্যান্ডের হাল ধরেছিলেন ওপেনার উইল ইয়াং এবং চারে নামা হেনরি নিকোলস। তৃতীয় উইকেট জুটিতে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে কিউইদের সর্বোচ্চ ৯৭ রানের জুটি গড়েছিলেন তারা। বাউন্ডারি-ওভার বাউন্ডারির প্রলোভন ত্যাগ করে এক-দুই রান করে নিয়ে, দ্রুতলয়ে প্রান্ত বদলে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের ভিত এনে দেয়ার চেষ্টায় ছিলেন তারা।

তবে মোস্তাফিজুর রহমান বাদ সাধলেন। নিকোলসকে ৪৪ রানে ফেললেন লেগ বিফোরের ফাঁদে ফেললেন। রিভিউ নিয়েও রক্ষা হয়নি তার। ১১৩ রানে তৃতীয় উইকেট হারাল সফরকারীরা।

নিকোলস ফিরে গেলেও ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে ফিফটি তুলে নেয়া উইল ইয়াং এখনো টিকে আছেন। ব্যক্তিগত ১৮ রানে জীবন পেয়েছিলেন এই কিউই ওপেনার। তানজিম হাসান সাকিবের বলে এলবিডব্লিউ হতে পারতেন। ইনিংসের ১৬তম ওভারে সাকিবের বল তার পায়ে আঘাত হানলেও আম্পায়ার আউট দেননি। উইকেটকিপার সোহানের সঙ্গে দীর্ঘ আলোচনার পর রিভিউ না করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন। হকআই রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্পে আঘাত হানত।

মাঠের বিগ স্ক্রিনে সেটা দেখে আফসোস করা ছাড়া কিছুই করার ছিল না বাংলাদেশের। 'জীবন' পেয়ে তা ভালোভাবেই কাজে লাগালেন ইয়াং।

;

নিজেদের ভুলে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রথমার্ধের ভুল শুধরে দ্বিতীয়ার্ধে নতুন কৌশলে মাঠে নামে বাংলাদেশ। কাজও হয় তাতে। বল দখল কিংবা আক্রমণেও আসে গতি। বেশ কবার গোলের সুযোগও তৈরি হয়। তবে কোনো বারই জালের দেখা মেলেনি। উল্টো ম্যাচের ৮২ মিনিটে ভারতের ব্রাইস মিরান্ডাকে ডি বক্সে ট্যাকল করার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। পেনাল্টি থেকে গোল করে ভারতকে জয় এনে দেন সুনীল ছেত্রী। ১-০ গোলের এ হারে এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে উঠার পথ প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য।

এর আগে মিয়ানমারের বিপক্ষে হারায় এ ম্যাচে জয় কিংবা ড্র’ করলেও পরের রাউন্ডে যাওয়ার পথ খোলা থাকত বাংলাদেশের। কেননা চার দলের গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাবে তিনটি দল। সে হিসেবে আজ ড্র করলে পরের ম্যাচে জিততে হতো বাংলাদেশকে। সেটি অবশ্য সম্ভব হয়নি। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। যারা ভারতকে হারিয়েছে ৫-১ গোলে। এই অবস্থায় পরবর্তী রাউন্ডে যাওয়া বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব।

অবশ্য এদিন ভারতের বিপক্ষে ভিন্ন কিছুর স্বপ্নই দেখছিল সমর্থকরা। প্রথমার্ধে ভারতের একাধিক আক্রমণ সামলানোর পর দ্বিতীয়ার্ধে বল দখলে রেখে পাল্টা আক্রমণে যাওয়া শুরু করে হাভিয়ের কাবরেরার দল। সুযোগও এসেছিল ৫৫ মিনিটে। তবে ভারতীয় গোলরক্ষক ধীরাজ সিংয়ের ভুলকে কাজে লাগিয়ে গোল আদায় করতে পারেননি সুমন রেজারা। ম্যাচের সেরা সুযোগটি বাংলাদেশ পেয়েছিল ৭৭ মিনিটে। মাঝ মাঠ থেকে বাড়ানো বল ধরে ডি বক্সে ঢুকে পড়েছিলেন জনি। গোলরক্ষককে একাও পেয়েছিলেন। তবে তার নেওয়া শট শরীর দিয়ে আটকে দেন ভারতীয় গোলরক্ষক ধীরাজ।

পরের গল্পটা ভারতের। ৮২ মিনিটে ভারতের আক্রমণ সামলাতে গিয়ে ডি বক্সে ভুল করেন বাংলাদেশ অধিনায়ক রহমত মিয়া। ব্রাইস মিরান্ডাকে ফেলে দেন। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মাঠে এ নিয়ে আপিল জানালেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন রেফারি। সহজ সুযোগ কাজে লাগিয়ে দলকে জয় এনে দেন ছেত্রী।

;